অক্টোবরে আসছে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’
‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘একলা আকাশ’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘অপুর পাঁচালি’সহ অনেক আলোচিত সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন। ওটা ছিল বাংলাদেশে পার্নোর প্রথম কাজ। এরপর গত বছর তিনি আবার বাংলাদেশ