Ajker Patrika

অক্টোবরে আসছে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৪২
অক্টোবরে আসছে মোশাররফ-পার্নোর ‘বিলডাকিনি’

‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘একলা আকাশ’, ‘দত্ত ভার্সাস দত্ত’, ‘মাছ মিষ্টি অ্যান্ড মোর’, ‘অপুর পাঁচালি’সহ অনেক আলোচিত সিনেমার অভিনেত্রী পার্নো মিত্র। পশ্চিমবঙ্গের এই অভিনেত্রী মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছিলেন। ওটা ছিল বাংলাদেশে পার্নোর প্রথম কাজ। এরপর গত বছর তিনি আবার বাংলাদেশে আসেন ‘বিলডাকিনি’র শুটিং করতে। 

ফজলুল কবীর তুহিন পরিচালিত এ সিনেমায় পার্নো জুটি বেঁধেছেন মোশাররফ করিমের সঙ্গে। গত বছর নওগাঁয় হয়েছিল এ সিনেমার শুটিং। সম্পাদনাসহ যাবতীয় কাজ শেষে এবার দর্শকদের দেখানোর পালা। জানা গেছে, আগামী অক্টোবরের শেষের দিকে ‘বিলডাকিনি’ মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা। ফজলুল কবীর তুহিন বলেন, ‘বিলডাকিনির কাজ প্রায় শেষ। এখন কালারের কাজ চলছে। সিনেমাটি এ মাসে সেন্সরে জমা দেব। সব ঠিকঠাক থাকলে অক্টোবরে মুক্তি দেওয়ার ইচ্ছা। সেভাবেই কাজ এগিয়ে নিচ্ছি।’

কথাসাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের বিলডাকিনি নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটি। ২০১৯-২০ অর্থবছরে ৫০ লাখ টাকার সরকারি অনুদান পেয়েছিল বিলডাকিনি। শুটিং শুরু করতে অনেকটা সময় লেগে যায়। গত বছরের ১২ জানুয়ারি থেকে নওগাঁর পতিসরে শুটিং শুরু করেন মোশাররফ করিম। আর পার্নো যোগ দেন ১৮ জানুয়ারি। সিনেমায় মোশাররফ করিম আছেন মানিক মাঝি চরিত্রে। বাউলের সন্তান সে। তার বাবা কট্টরপন্থীদের হাতে খুন হয়েছিল। এক লেখকের আশ্রয়ে বড় হয় মানিক। একদিন সেই লেখকও খুন হলে বিনা দোষে জেল খাটতে হয় তাকে।

আর পার্নোর চরিত্রের নাম হানুফা। সে-ই মূলত এ গল্পের প্রধান চরিত্র। তার স্বামীকে খুনের দায়ে জেলে পাঠায় স্থানীয় চেয়ারম্যান। হানুফাকে ধর্ষণ করে। হানুফা সন্তানসম্ভবা হয়ে পড়লে তাকে নানাভাবে সমাজে একঘরে করে রাখা হয়। হানুফার পাশে এসে দাঁড়ায় মানিক মাঝি।

বিলডাকিনি সিনেমাটি নিয়ে মোশাররফ করিম বলেন, ‘গল্পটি একটা মেয়ের জীবনের সঙ্গে জড়িত। তার সঙ্গে আমার চরিত্রও জড়িত। দুটি পোড়খাওয়া মানুষ নানা সংঘাতের মধ্য দিয়ে, নানা যুদ্ধের মধ্য দিয়ে একজন আরেকজনের কাঁধে হাত রাখে। আমরা সমাজের যত অনাধুনিকতা দেখি, সেই অনাধুনিকতার বিরুদ্ধে এই দুটি মানুষের মন খুব গোপনে এক জায়গায় দাঁড়ায়।’

পার্নো মিত্র জানান, শুটিংয়ের দুই-তিন মাস আগে পরিচালকের সঙ্গে কথা হয় তাঁর। পার্নো বলেন, ‘স্ক্রিপ্টটা পড়ে খুবই ভালো লেগেছিল। এত সুন্দর একটা চরিত্র আমি একেবারেই মিস করতে চাইনি। তারপর যখন শুনলাম মোশাররফ করিমের সঙ্গে কাজ করব, আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। এর আগে বাংলাদেশে কাজ করে দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছি। আশা করছি, এখানে আরও কাজ করব এবং আপনাদের ভালোবাসা পাব।’

নির্মাতা তুহিন জানিয়েছেন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক জাগরণের গল্প বিলডাকিনি। তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সামাজিক-রাজনৈতিক দ্বন্দ্ব এই গল্পে উঠে এসেছে। মূলত আমাদের এই গল্পটা হচ্ছে নারী মুক্তি ও মাতৃত্বের স্বাধীনতার। অসাম্প্রদায়িক চেতনার একটি বাংলাদেশকে আমরা দেখাতে চেয়েছি এতে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত