সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু সিং। ভোজপুরি অভিনেতা পুনীত সিং রাজপুতের নামে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা পুনীত প্রিয়াংশুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভোজপুরি অভিনেত্রী জানান, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার প্রথম কথা হয়। সেই থেকে আমাদের যোগাযোগ শুরু। শুরুতে সে আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু সে চলচ্চিত্রশিল্পে আসতে চাইত, সেহেতু তার পরিকল্পনা ছিল আমাকে ব্যবহার করা। আমার পরিচিতদের মাধ্যমে কাজ পেতে চাইত সে। আমিও দিনে দিনে ওকে বিশ্বাস করে ফেলি। কিছুদিন পর ও আমাদের বাড়িতে আসাও শুরু করে দিল।’
ধর্ষণের ঘটনার বর্ণনায় অভিনেত্রী জানান, ‘একদিন, যখন আমি বাড়িতে একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কে বললাম। আমি তাকে এটাও সতর্ক করেছিলাম যে আমি থানায় যাব। সে কাঁদল এবং আমার কাছে ক্ষমা চাইল। এবং আমাকে এই বলে সান্ত্বনাও দিল যে তার পরিবারকে রাজি করালে আমাকে শিগগিরই বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কারণ ও সব সময় বলত, আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। কিন্তু পুনীত আবারও একই কাজ করে। আবার আমার ওপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছে, যা আমি করতে চাইনি।’
ভোজপুরি অভিনেত্রী জানান, তিনি কখনো চাননি এভাবে এসব কথা বাইরে আসুক। তাঁর মতে, ‘কোনো মেয়েই এমন একটা বিষাক্ত সম্পর্কের কথা সমাজকে জানাতে চায় না। তবে আমি এখন চাই বিষয়গুলোর ফয়সালা হোক। যত তাড়াতাড়ি সম্ভব আমি ন্যায়বিচার চাই।’
উল্লেখ্য, একাধিক বিখ্যাত ভোজপুরি মিউজিক ভিডিওতে ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু ও পুনীত সিং রাজপুতকে দেখা গেছে।
সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু সিং। ভোজপুরি অভিনেতা পুনীত সিং রাজপুতের নামে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা পুনীত প্রিয়াংশুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
ভোজপুরি অভিনেত্রী জানান, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার প্রথম কথা হয়। সেই থেকে আমাদের যোগাযোগ শুরু। শুরুতে সে আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু সে চলচ্চিত্রশিল্পে আসতে চাইত, সেহেতু তার পরিকল্পনা ছিল আমাকে ব্যবহার করা। আমার পরিচিতদের মাধ্যমে কাজ পেতে চাইত সে। আমিও দিনে দিনে ওকে বিশ্বাস করে ফেলি। কিছুদিন পর ও আমাদের বাড়িতে আসাও শুরু করে দিল।’
ধর্ষণের ঘটনার বর্ণনায় অভিনেত্রী জানান, ‘একদিন, যখন আমি বাড়িতে একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কে বললাম। আমি তাকে এটাও সতর্ক করেছিলাম যে আমি থানায় যাব। সে কাঁদল এবং আমার কাছে ক্ষমা চাইল। এবং আমাকে এই বলে সান্ত্বনাও দিল যে তার পরিবারকে রাজি করালে আমাকে শিগগিরই বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কারণ ও সব সময় বলত, আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। কিন্তু পুনীত আবারও একই কাজ করে। আবার আমার ওপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছে, যা আমি করতে চাইনি।’
ভোজপুরি অভিনেত্রী জানান, তিনি কখনো চাননি এভাবে এসব কথা বাইরে আসুক। তাঁর মতে, ‘কোনো মেয়েই এমন একটা বিষাক্ত সম্পর্কের কথা সমাজকে জানাতে চায় না। তবে আমি এখন চাই বিষয়গুলোর ফয়সালা হোক। যত তাড়াতাড়ি সম্ভব আমি ন্যায়বিচার চাই।’
উল্লেখ্য, একাধিক বিখ্যাত ভোজপুরি মিউজিক ভিডিওতে ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু ও পুনীত সিং রাজপুতকে দেখা গেছে।
বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ‘সিতারে জমিন পার’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ২০ জুন। আরএস প্রসন্ন পরিচালিত এই সিনেমার মধ্য দিয়েই ৩ বছর পর বড় পর্দায় ফিরেছেন আমির খান। মুক্তির প্রথম সপ্তাহে ভালোই শুরু করেছিল এই স্পোর্টস কমেডি-ড্রামা। এখন সিনেমাটি ১২৫ কোটি রুপির ক্লাবের দিকে এগোচ্ছে।
৯ ঘণ্টা আগেআর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের (এজেএফবি) আজীবন সম্মাননা পেলেন অভিনেতা আলীরাজ। সংস্কৃতির বিভিন্ন শাখায় কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
১৪ ঘণ্টা আগেঢাকাই সিনেমায় ২৬ বছর ধরে অভিনয় করছেন শাকিব খান। উপহার দিয়েছেন সুপারহিট অনেক সিনেমা। অনেক ভক্ত এমনকি সিনেমাসংশ্লিষ্ট অনেকে তাঁকে মেগাস্টার বলে সম্বোধন করেন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া সিনেমাগুলোতে তাঁর নামের আগে ব্যবহার করা হয় মেগাস্টার শব্দটি।
১৪ ঘণ্টা আগেআগামী ৪ থেকে ৬ জুলাই সাউথ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবে অফিশিয়ালি নির্বাচিত হয়েছে গোলাম রাব্বানী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আনটাং’।
১ দিন আগে