Ajker Patrika

সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর 

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৩, ১০: ৫০
সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রীর 

সহ-অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু সিং। ভোজপুরি অভিনেতা পুনীত সিং রাজপুতের নামে থানায় এফআইআর দায়ের করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, অভিনেতা পুনীত প্রিয়াংশুর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভোজপুরি অভিনেত্রী জানান, ‘ক্যারিয়ারে ভালো জায়গায় থাকার সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুনীত সিং রাজপুতের সঙ্গে আমার প্রথম কথা হয়। সেই থেকে আমাদের যোগাযোগ শুরু। শুরুতে সে আমার সঙ্গে খুব মিষ্টি আর ভদ্র ব্যবহার করত। যেহেতু সে চলচ্চিত্রশিল্পে আসতে চাইত, সেহেতু তার পরিকল্পনা ছিল আমাকে ব্যবহার করা। আমার পরিচিতদের মাধ্যমে কাজ পেতে চাইত সে। আমিও দিনে দিনে ওকে বিশ্বাস করে ফেলি। কিছুদিন পর ও আমাদের বাড়িতে আসাও শুরু করে দিল।’

ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু ও পুনীত সিং রাজপুত। ছবি: সংগৃহীতধর্ষণের ঘটনার বর্ণনায় অভিনেত্রী জানান, ‘একদিন, যখন আমি বাড়িতে একা ছিলাম, সে হঠাৎ মাতাল হয়ে আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক করে। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে আসে, আমি কান্নাকাটি করে তাকে আগের রাতের ঘটনা এবং জবরদস্তি সম্পর্কে বললাম। আমি তাকে এটাও সতর্ক করেছিলাম যে আমি থানায় যাব। সে কাঁদল এবং আমার কাছে ক্ষমা চাইল। এবং আমাকে এই বলে সান্ত্বনাও দিল যে তার পরিবারকে রাজি করালে আমাকে শিগগিরই বিয়ে করবে। আমিও তা বিশ্বাস করি। কারণ ও সব সময় বলত, আমাকে পছন্দ করে এবং আমাকে বিয়ে করবে। কিন্তু পুনীত আবারও একই কাজ করে। আবার আমার ওপর জোর করে। আমাকে এমন কিছু করতে বাধ্য করা হয়েছে, যা আমি করতে চাইনি।’

ভোজপুরি অভিনেত্রী জানান, তিনি কখনো চাননি এভাবে এসব কথা বাইরে আসুক। তাঁর মতে, ‘কোনো মেয়েই এমন একটা বিষাক্ত সম্পর্কের কথা সমাজকে জানাতে চায় না। তবে আমি এখন চাই বিষয়গুলোর ফয়সালা হোক। যত তাড়াতাড়ি সম্ভব আমি ন্যায়বিচার চাই।’

উল্লেখ্য, একাধিক বিখ্যাত ভোজপুরি মিউজিক ভিডিওতে ভোজপুরি অভিনেত্রী প্রিয়াংশু ও পুনীত সিং রাজপুতকে দেখা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত