অলিম্পিকে রোমানের সঙ্গী দিয়া
স্লোভেনিয়ার আনা উমেরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে নিশ্চয় মন খারাপ হয়েছিল দিয়া সিদ্দিকীর। শেষ ষোলোতে বাদ পড়ে শেষ হয়ে গিয়েছিল টোকিও অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ। তবে খুব বেশি সময় মন খারাপ করে থাকতে হয়নি দিয়াকে। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন জানিয়েছে, রোমান সানার সঙ্গী হয়ে অলিম্পিকে যাচ্ছেন দিয়া