Ajker Patrika

ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং আর নেই

আপডেট : ১৯ জুন ২০২১, ০৮: ৫২
ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং আর নেই

ঢাকা: করোনা পরবর্তী জটিলতায় মারা গেলেন ভারতের কিংবদন্তি স্প্রিন্টার মিলখা সিং। গতকাল শুক্রবার তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। মিলখা সিংয়ের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

 শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার কারণে তাঁকে চণ্ডিগড়ের একটা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই শুক্রবার রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

 পরিবারের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, শুক্রবার বিকেল থেকেই তাঁর শরীরে করোনা পরবর্তী জটিলতা বাড়তে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তাঁর শরীরে অক্সিজেনের মাত্রাও ব্যাপকহারে কমে যায়। 

এর গত ১৩ জুন মারা গিয়েছিলেন মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর। কোভিডে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি নিউমোনিয়াতেও ভুগছিলেন। অন্যদিকে ৯১ বছর বয়সি মিলখা সিংও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাঁকেও মোহালির ওই একই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মিলখার স্বাস্থ্যের উন্নতি হলে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। 

এদিকে মিলখা সিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি টুইট বার্তায় মোদি বলেন, মিলখা সিংয়ের মৃত্যুতে আমরা একজন কিংবদন্তি ক্রীড়াবিদ হারিয়েছি, যিনি অগণিত ভারতীয়দের হৃদয়ে বিশেষ স্থান পেয়েছিলেন। 

 ১৯৫৬ এবং ১৯৬৪ সালে মিলখা সিং অলিম্পিক টুর্নামেন্টে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হন মিলখা সিং। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত