ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।
অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।
ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’
একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে