Ajker Patrika

যমজ সন্তানের বাবা হলেন বোল্ট

আপডেট : ২৩ জুন ২০২১, ১৫: ৫৩
যমজ সন্তানের বাবা হলেন বোল্ট

ঢাকা: গত বছর কন্যাসন্তানের বাবা হয়েছিলেন উসাইন বোল্ট। এবার যমজ পুত্রসন্তানের বাবা হলেন এই জ্যামাইকান কিংবদন্তি। রোববার বাবা দিবসে ইনস্টাগ্রামে বোল্ট নিজেই একটি ছবি পোস্ট করে সুখবরটি জানিয়েছেন। বোল্টের বাবা হওয়ার খবরে ভক্তরা প্রিয় তারকাকে শুভেচ্ছার বন্যায় ভাসিয়েছেন।

অলিম্পিকে আটটি সোনা জিতেছেন বিশ্বের দ্রুততম দৌড়বিদ বোল্ট। গত বছর করোনার মধ্যেই বোল্ট আর কাসি বেনেটের ঘর আলো করে এসেছিল কন্যাসন্তান। মেয়ের নাম রেখেছিলেন অলিম্পিয়া লিও বোল্ট। এবার একেবারে যমজ পুত্রসন্তান এল তাঁদের সংসারে। গতকাল বাবা দিবসে নিজের ইনস্টাগ্রামে পরিবারের সবাইকে নিয়ে একটি পোস্ট করেন বোল্ট। ছবির ক্যাপশনে দুই যমজ সন্তানের নামও জানিয়েছেন বোল্ট। একজনের নাম রেখেছেন থান্ডার বোল্ট, আরেকজন সেন্ট লিয়ো বোল্ট।

ছবিটি পোস্টের সঙ্গে সঙ্গে ভক্তদের ভালোবাসায় সিক্ত হন বোল্ট। এক ভক্ত মজা করে লিখেছেন, ‘তোমার নাম বোল্ট আর তুমি বিশ্বের দ্রুততম মানব। তোমার সন্তানদেরই তো এ রকম নাম মানায়।’ আরেকজন লিখেছেন, ‘লাইটনিং এবং থান্ডার একসঙ্গে? মনে হচ্ছে বড়সড় একটা ঝড় আসতে চলেছে!’

একই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বোল্টের স্ত্রী বেনেট। ছবির ক্যাপশনে বেনেট বোল্টের উদ্দেশে লিখেছেন, ‘তুমিই এই পরিবারের মূল স্তম্ভ। আমাদের সন্তানদের কাছে সেরা বাবা। আমরা সবাই তোমাকে ভালোবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত