নিজস্ব প্রতিবেদক
ঢাকা: টোকিও অলিম্পিকে নিজের জায়গা দুই বছর আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের সেরা তিরন্দাজ রোমান সানা। আর্চারি ফেডারেশন এবার তাঁর দিকে তাকিয়ে আরেকটি কারণে। রোমানের কাঁধে এখন সতীর্থদের অলিম্পিকে নেওয়ার ‘দায়িত্ব’।
কী সেই দায়িত্ব? প্যারিস বিশ্বকাপ ‘স্টেজ তিনে’ কম্পাউন্ড ইভেন্ট থাকলেও কম্পাউন্ডে রেকর্ড ৭১০ স্কোর গড়া তিরন্দাজ অসীম কুমারকে এবার দলে নেওয়া হয়নি। প্যারিস বিশ্বকাপের আগে শুরু হবে অলিম্পিক বাছাইপর্ব। আর অলিম্পিকে শুধু রিকার্ভ ইভেন্টই খেলা হয়। এই ইভেন্টের দিকেই বাড়তি মনোযোগ দিতে প্যারিসে নেওয়া হয়নি অসীমকে। দলের প্রয়োজনে এই ত্যাগ হাসিমুখেই মেনে নিচ্ছেন অসীম।
দল যখন প্যারিসে, অসীম তখন ছুটছেন গ্রামের বাড়ি গাইবান্ধায়। এক বছরের বেশি সময় পর সাত দিনের ছুটিতে গ্রামে ফেরার পথে বললেন, ‘রোমানের তির লক্ষ্য খুঁজে পেলে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি বাড়বে। দলের বাকিদের অলিম্পিকে সুযোগ পাওয়া-না পাওয়াটা রোমানের সাফল্যের ওপর নির্ভর করছে।’
দলীয় ইভেন্টে টোকিওতে বাংলাদেশের কোটা নিশ্চিত করতে কাল থেকে কোর্টে নামবেন রোমান, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ জুয়েল ও আব্দুর রহমান আলিফ। কাল রাতেই প্যারিসে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। নারী-পুরুষ দুই দলের সামনেই সুযোগ অলিম্পিকে সরাসরি খেলার। কোটা ভিত্তিতে পুরুষদের ৩৯টি ও নারীদের ২৮টি দলের মধ্যে তিনটি করে দল সুযোগ পাবে টোকিও অলিম্পিকে খেলার। এরপর ‘ওয়াইল্ড কার্ডের’ ব্যবস্থা থাকলেও ফেডারেশন বাছাইপর্বের আগে বিষয়টি নিয়ে ভাবতেও চায় না।
রোমান সাফল্য পেলে দলের অন্য তিরন্দাজদেরও টোকিওতে যাওয়ার সুযোগ বাড়বে, দেশ ছাড়ার আগে এমনটাই বলে গিয়েছেন আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। অসীম কুমারের কণ্ঠেও কোচের বক্তব্যের প্রতিধ্বনি, ‘রোমান আমাদের সেরা তিরন্দাজ। সে দলে থাকলে বাকিদের মাঝেও বাড়তি অনুপ্রেরণা যোগ হয়। আশা করছি, এবারও সে সাফল্য পাবে।’
রোমানের মতো বাড়তি নজর থাকবে দিয়া সিদ্দিকীর দিকেও। গত মাসে রোমানের সঙ্গে জুটি বেঁধে লোজান বিশ্বকাপে মিক্সড ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন ১৬ বছর বয়সী নারী তিরন্দাজ। অলিম্পিকে নারীদের দলীয় ইভেন্টে দিয়ার সতীর্থ বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার।
জায়গা নিশ্চিত হওয়ায় বাছাইপর্বে অংশ নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও ভারতের পুরুষ আর্চাররা। উত্তর কোরিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবু বাংলাদেশের কাজটা কঠিনই হতে যাচ্ছে। বিশ্বকাপে ছেলেদের আসল প্রতিদ্বন্দ্বী হবে ইতালি, রাশিয়া, স্পেন, যুক্তরাষ্ট্রের মতো কঠিন দলগুলো। নারীদের ইভেন্টে ফেবারিট ভারত ও মেক্সিকোর মেয়েরা।
ঢাকা: টোকিও অলিম্পিকে নিজের জায়গা দুই বছর আগেই নিশ্চিত করেছেন বাংলাদেশের সেরা তিরন্দাজ রোমান সানা। আর্চারি ফেডারেশন এবার তাঁর দিকে তাকিয়ে আরেকটি কারণে। রোমানের কাঁধে এখন সতীর্থদের অলিম্পিকে নেওয়ার ‘দায়িত্ব’।
কী সেই দায়িত্ব? প্যারিস বিশ্বকাপ ‘স্টেজ তিনে’ কম্পাউন্ড ইভেন্ট থাকলেও কম্পাউন্ডে রেকর্ড ৭১০ স্কোর গড়া তিরন্দাজ অসীম কুমারকে এবার দলে নেওয়া হয়নি। প্যারিস বিশ্বকাপের আগে শুরু হবে অলিম্পিক বাছাইপর্ব। আর অলিম্পিকে শুধু রিকার্ভ ইভেন্টই খেলা হয়। এই ইভেন্টের দিকেই বাড়তি মনোযোগ দিতে প্যারিসে নেওয়া হয়নি অসীমকে। দলের প্রয়োজনে এই ত্যাগ হাসিমুখেই মেনে নিচ্ছেন অসীম।
দল যখন প্যারিসে, অসীম তখন ছুটছেন গ্রামের বাড়ি গাইবান্ধায়। এক বছরের বেশি সময় পর সাত দিনের ছুটিতে গ্রামে ফেরার পথে বললেন, ‘রোমানের তির লক্ষ্য খুঁজে পেলে অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি বাড়বে। দলের বাকিদের অলিম্পিকে সুযোগ পাওয়া-না পাওয়াটা রোমানের সাফল্যের ওপর নির্ভর করছে।’
দলীয় ইভেন্টে টোকিওতে বাংলাদেশের কোটা নিশ্চিত করতে কাল থেকে কোর্টে নামবেন রোমান, রামকৃষ্ণ সাহা, হাকিম আহমেদ জুয়েল ও আব্দুর রহমান আলিফ। কাল রাতেই প্যারিসে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। নারী-পুরুষ দুই দলের সামনেই সুযোগ অলিম্পিকে সরাসরি খেলার। কোটা ভিত্তিতে পুরুষদের ৩৯টি ও নারীদের ২৮টি দলের মধ্যে তিনটি করে দল সুযোগ পাবে টোকিও অলিম্পিকে খেলার। এরপর ‘ওয়াইল্ড কার্ডের’ ব্যবস্থা থাকলেও ফেডারেশন বাছাইপর্বের আগে বিষয়টি নিয়ে ভাবতেও চায় না।
রোমান সাফল্য পেলে দলের অন্য তিরন্দাজদেরও টোকিওতে যাওয়ার সুযোগ বাড়বে, দেশ ছাড়ার আগে এমনটাই বলে গিয়েছেন আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। অসীম কুমারের কণ্ঠেও কোচের বক্তব্যের প্রতিধ্বনি, ‘রোমান আমাদের সেরা তিরন্দাজ। সে দলে থাকলে বাকিদের মাঝেও বাড়তি অনুপ্রেরণা যোগ হয়। আশা করছি, এবারও সে সাফল্য পাবে।’
রোমানের মতো বাড়তি নজর থাকবে দিয়া সিদ্দিকীর দিকেও। গত মাসে রোমানের সঙ্গে জুটি বেঁধে লোজান বিশ্বকাপে মিক্সড ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন ১৬ বছর বয়সী নারী তিরন্দাজ। অলিম্পিকে নারীদের দলীয় ইভেন্টে দিয়ার সতীর্থ বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার।
জায়গা নিশ্চিত হওয়ায় বাছাইপর্বে অংশ নিচ্ছে না দক্ষিণ কোরিয়া ও ভারতের পুরুষ আর্চাররা। উত্তর কোরিয়া নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তবু বাংলাদেশের কাজটা কঠিনই হতে যাচ্ছে। বিশ্বকাপে ছেলেদের আসল প্রতিদ্বন্দ্বী হবে ইতালি, রাশিয়া, স্পেন, যুক্তরাষ্ট্রের মতো কঠিন দলগুলো। নারীদের ইভেন্টে ফেবারিট ভারত ও মেক্সিকোর মেয়েরা।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৬ ঘণ্টা আগে