Ajker Patrika

অলিম্পিকের ভিলেজে ঢুকে পড়েছে করোনা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৬: ০২
অলিম্পিকের ভিলেজে ঢুকে পড়েছে করোনা

টোকিও অলিম্পিক নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। জাপানে অলিম্পিক আয়োজন নিয়ে সে দেশের মানুষের মধ্যে চরম ক্ষোভ আগে থেকেই। অলিম্পিক শুরুর বাকি আছে ৬ দিন। এর মধ্যে জানা গেছে, অ্যাথলেটদের ভিলেজে ঢুকে পড়েছে করোনা।

তবে করোনায় আক্রান্ত ব্যক্তি কোনো অ্যাথলেট নন বলে জানিয়েছেন টোকিও ২০২০ অলিম্পিকের প্রধান নির্বাহী তোশিরো মুতো। মুতো আরও জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তি জাপানিও নন। তিনি টোকিও অলিম্পিক পরিচালনার সঙ্গে জড়িত একজন। তবে সেই ব্যক্তির নিরাপত্তার স্বার্থে আপাতত সবকিছু গোপন রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুতো।

গত বছর করোনায় স্থগিত ছিল অলিম্পিক। এ বছর নির্দিষ্ট সময়ের ভেতর অলিম্পিক আয়োজনের জন্য শুরু থেকে তৎপর আয়োজক কমিটি। যদিও করোনার কঠিন পরিস্থিতির মধ্যে অলিম্পিক আয়োজন না করার ব্যাপারে শুরু থেকে সোচ্চার জাপানের চিকিৎসকেরা। তবে আয়োজক কমিটি শতভাগ নিরাপত্তা বজায় রেখে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে শুরু থেকে আশবাদী। এর মধ্যে শুরুর আগেই অ্যাথলেটদের ভিলেজে করোনা ঢুকে পড়ায় শঙ্কা তৈরি হয়েছে অলিম্পিককে ঘিরে।

তিন দিন আগে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস বাচ অলিম্পিক নিয়ে নিজের আশাবাদের কথা জানিয়েছেন। বাচ বলেছিলেন, ‘করোনার ভয়াবহতার মধ্যে নিরাপদভাবে অলিম্পিক আয়োজন বিশ্বসম্প্রদায়ের প্রতি পারস্পরিক সংহতির উদাহরণ হয়ে থাকবে।’ যদিও কতটা নিরাপদভাবে আয়োজন করতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। বাচ যেদিন কথা বলেছেন, সেদিন ছয় মাসের মধ্যে জাপানে সর্বোচ্চসংখ্যক লোক করোনা আক্রান্ত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত