অনলাইনে রমরমা অফারে চোরাই মোটরসাইকেল বিক্রি
মো. জাবেদকে (২৭) এলাকার সবাই চেনেন বাস চালক হিসাবে। নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে সিটি বাস চালান তিনি। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়, চালকের পেশার আড়ালে তিনি মোটরসাইকেল চুরি করেন। তবে তিনি একা নন, তাঁদের সংঘবদ্ধ চক্রে আছে বেশ কয়েকজন।