Ajker Patrika

অনলাইনে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থী জানালেন, ‘মা আর নেই’

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭: ২১
অনলাইনে পরীক্ষা চলাকালেই শিক্ষার্থী জানালেন, ‘মা আর নেই’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের পরীক্ষা হচ্ছে অনলাইনে। সেই ধারাবাহিকতায় আজ রোববার প্রথম বর্ষের ইংরেজি বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছিল। অন্যান্য শিক্ষার্থীর মতো অনলাইন পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগের ১৪তম ব্যাচের ছাত্র রাজিব মোহাম্মদ। পরীক্ষা শুরুর আধা ঘণ্টা পর কান্নায় ভেঙে পড়েন তিনি। 

মায়ের শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়ে পরিদর্শকের কাছে লিভ নেওয়ার অনুমতি চান রাজিব। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি দিলে চাপা কান্নার শব্দে কথা ভেসে আসে—মা আর নেই।

রাজিবের সহপাঠী শরীফ মিয়া ফেসবুকে লেখেন, অনলাইনে পরীক্ষা চলছিল। প্রায় ৩০ মিনিট অতিক্রান্ত হয়েছে এমন অবস্থায় একটা কান্নার শব্দ পেলাম। ডিসপ্লেতে তাকিয়ে দেখি বন্ধু মোহাম্মাদ রাজিবের চোখে পানি। বলতেছে, ম্যাম, ম্যাম....  ম্যাম, আমি কি লীভ নিতে পারি? আমি একটু যাই! আমার মায়ের একটু সমস্যা হয়েছে। এক মিনিট পর লিভ নেওয়ার অনুমতি পেল সে।

এইতো কিছুক্ষণ আগে শুনলাম তার মা আর ইহজগতে নেই! আল্লাহ তাঁকে মাগফিরাত দান করে জান্নাতবাসী করুন। 

রাজিবের সহপাঠী শারমিন সিমি লেখেন, মৃত্যু কত নিষ্ঠুর! 

রাজীবের মায়ের মৃত্যুতে পুরো ইংরেজি বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিতে দেখা যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত