নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
মো. জাবেদকে (২৭) এলাকার সবাই চেনেন বাস চালক হিসাবে। নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে সিটি বাস চালান তিনি। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়, চালকের পেশার আড়ালে তিনি মোটরসাইকেল চুরি করেন। তবে তিনি একা নন, তাঁদের সংঘবদ্ধ চক্রে আছে বেশ কয়েকজন।
এ চক্রে জাবেদের কাজ মোটরসাইকেল মালিকের তথ্য সংগ্রহ, মোটরসাইকেলটি কোথায়, কি অবস্থায় থাকে, কীভাবে চুরি করতে হবে তা ঠিক করা। প্রতিদিন গাড়ি চালানো শেষে জাবেদ ঘুরে বেড়ান নগরীর বিভিন্ন মার্কেট, বাসা-বাড়ি, শপিংমল। কথা বলেন মোটরসাইকেল মালিক বা আশপাশের লোকজনের সঙ্গে। সে তথ্য পৌঁছে দেন চক্রের কাছে। তারপর পরিকল্পনা অনুযায়ী, বাসার বা মার্কেটের গ্রিল কেটে, মোটরসাইকেলের তালা ভেঙে মুহূর্তেই চুরি করে সেটি।
যাত্রা পথে বা চুরির স্থানে কোন সিসিটিভি ক্যামেরা থাকলে সেটিকে পাশ কাটানো বা উল্টে দেওয়ার জন্য রাখা হয় বিশেষ একজনকে। চোরাই মোটরসাইকেল এনে রাখা হয় নির্দিষ্ট গ্যারেজে। এরপর সেখানে ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন, রং পরিবর্তন, ভুয়া কাগজপত্র তৈরি সব করেন চক্রের আরেক সদস্য ইসমাইল। পরে বিক্রয় ডট কমসহ বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে লোভনীয় অফারে এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করেন তারা।
সবশেষ গত মাসে নগরীর পতেঙ্গা থেকে একটি মোটরসাইকেল চুরির পর সিসিটিভির ফুটেজের সাহায্যে ধরা পড়ে যান জাবেদ।
পতেঙ্গা থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, এরা অত্যন্ত শক্তিশালী একটি চক্র। দীর্ঘদিন ধরেই এভাবে মোটরসাইকেল চুরি করেছে। এ ঘটনায় জাবেদের হেফাজত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ ছাড়া আনোয়ারার একটি গ্যারেজ থেকে তাঁদের চুরি করা আরেকটি মোটরসাইকেলও আমরা থানায় এনেছি। এরা মূলত অনলাইনে দুই লাখ টাকার মোটরসাইকেল ২৫ থেকে ৩০ হাজার টাকায় অফার করত। ছাত্র, যুবকদের টার্গেট করে বিক্রি করত।
মিজানুর রহমান আরও বলেন, আমরা এ চক্রের বাকিদের ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনলাইনে গাড়ি কেনায় সতর্ক হওয়া প্রয়োজন।
মো. জাবেদকে (২৭) এলাকার সবাই চেনেন বাস চালক হিসাবে। নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকায় সপরিবারে বসবাস করেন তিনি। চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে সিটি বাস চালান তিনি। কিন্তু এটিই তাঁর একমাত্র পরিচয় নয়, চালকের পেশার আড়ালে তিনি মোটরসাইকেল চুরি করেন। তবে তিনি একা নন, তাঁদের সংঘবদ্ধ চক্রে আছে বেশ কয়েকজন।
এ চক্রে জাবেদের কাজ মোটরসাইকেল মালিকের তথ্য সংগ্রহ, মোটরসাইকেলটি কোথায়, কি অবস্থায় থাকে, কীভাবে চুরি করতে হবে তা ঠিক করা। প্রতিদিন গাড়ি চালানো শেষে জাবেদ ঘুরে বেড়ান নগরীর বিভিন্ন মার্কেট, বাসা-বাড়ি, শপিংমল। কথা বলেন মোটরসাইকেল মালিক বা আশপাশের লোকজনের সঙ্গে। সে তথ্য পৌঁছে দেন চক্রের কাছে। তারপর পরিকল্পনা অনুযায়ী, বাসার বা মার্কেটের গ্রিল কেটে, মোটরসাইকেলের তালা ভেঙে মুহূর্তেই চুরি করে সেটি।
যাত্রা পথে বা চুরির স্থানে কোন সিসিটিভি ক্যামেরা থাকলে সেটিকে পাশ কাটানো বা উল্টে দেওয়ার জন্য রাখা হয় বিশেষ একজনকে। চোরাই মোটরসাইকেল এনে রাখা হয় নির্দিষ্ট গ্যারেজে। এরপর সেখানে ইঞ্জিন, চেসিস নম্বর পরিবর্তন, রং পরিবর্তন, ভুয়া কাগজপত্র তৈরি সব করেন চক্রের আরেক সদস্য ইসমাইল। পরে বিক্রয় ডট কমসহ বিভিন্ন অনলাইন মার্কেটে কম দামে লোভনীয় অফারে এসব চোরাই মোটরসাইকেল বিক্রি করেন তারা।
সবশেষ গত মাসে নগরীর পতেঙ্গা থেকে একটি মোটরসাইকেল চুরির পর সিসিটিভির ফুটেজের সাহায্যে ধরা পড়ে যান জাবেদ।
পতেঙ্গা থানার পরিদর্শক তদন্ত মিজানুর রহমান বলেন, এরা অত্যন্ত শক্তিশালী একটি চক্র। দীর্ঘদিন ধরেই এভাবে মোটরসাইকেল চুরি করেছে। এ ঘটনায় জাবেদের হেফাজত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করেছি। এ ছাড়া আনোয়ারার একটি গ্যারেজ থেকে তাঁদের চুরি করা আরেকটি মোটরসাইকেলও আমরা থানায় এনেছি। এরা মূলত অনলাইনে দুই লাখ টাকার মোটরসাইকেল ২৫ থেকে ৩০ হাজার টাকায় অফার করত। ছাত্র, যুবকদের টার্গেট করে বিক্রি করত।
মিজানুর রহমান আরও বলেন, আমরা এ চক্রের বাকিদের ধরার চেষ্টা করছি। তাই সবাইকে অনলাইনে গাড়ি কেনায় সতর্ক হওয়া প্রয়োজন।
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মহসিন মিয়াকে (৪৬) দুবাই থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।
২৪ জুলাই ২০২৫সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
১৪ জুলাই ২০২৫এবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১২ জুলাই ২০২৫মোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
০৫ জুলাই ২০২৫