ফোক্সভাগেনের ৮ লাখ ইভি গাড়ির গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস
বর্তমান ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি তার সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। এমন ঝুঁকির প্রমাণ আমরা প্রায়ই পাই, নানা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয় ডেটা ফাঁস হয়। এবার এমন ঘটনার শিকার হয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন।