বর্তমান ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি তার সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। এমন ঝুঁকির প্রমাণ আমরা প্রায়ই পাই, নানা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয় ডেটা ফাঁস হয়। এবার এমন ঘটনার শিকার হয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন।
ফোক্সভাগেনের ইভি বা বৈদ্যুতিক গাড়ির লোকেশন বা স্থানসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত ডেটা অনলাইনে ফাঁস হয়েছে। এসব বৈদ্যুতিক গাড়ির মধ্যে ফোক্সভাগেনসহ অডি, সিটস ও স্কোডার ব্রান্ড।
জার্মানির সংবাদপত্র ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, ফোক্সভাগেনের সফটওয়্যার প্রতিষ্ঠানে কারিয়াডের ডেটা আমাজন ক্লাউড স্টোরেজে ছিল। কিন্তু কয়েক মাস ধরেই সেগুলো অরক্ষিত ছিল। এসবের মধ্যে ফোক্সভাগেনের গাড়ির মালিকদের চলাচল সম্পর্কিত তথ্যও ছিল। যেমন: গাড়ি কোথায় চালু করা হয়েছে এবং কখন বন্ধ হয়েছে।
ডের স্পিগেল আরও জানায়, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান রাজনীতিবিদ, ব্যবসায়ী ও হামবুর্গ পুলিশ বাহিনীর ইভি গাড়ির বহরও অন্তর্ভুক্ত ছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মীদের তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব তথ্য ত্রুটিপূর্ণ কারিগরি সেটআপের কারণে আমাজন ক্লাউড স্টোরেজ থেকে ফাঁস হয়ে যায়। হ্যাকার অ্যাসোসিয়েশন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) বিষয়টি প্রথম নজরে আনে। অজ্ঞাতপরিচয় এক হ্যাকারের কাছ থেকে তথ্য পেয়ে জার্মান ফেডারেল মন্ত্রিপরিষদ ও পুলিশকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আনার আগে ফোক্সভাগেন ও কারিয়াডকে তথ্য সংরক্ষণের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।
ফাঁস হওয়া ৮ লাখ গাড়ির তথ্যের মধ্যে ফোক্সভাগেন ও সিটস ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে ৪ লাখ ৬০ হাজার গাড়ির লোকেশন ডেটা ১০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) পর্যন্ত সঠিক ছিল। আর অডি ও স্কোডা গাড়ির লোকেশন ডেটা ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) পর্যন্ত সঠিক ছিল।
ফোক্সভাগেন জানিয়েছে, ত্রুটি সারানো হয়েছে। ওই সব ডেটা আর কেউ পাবে না। নিরাপত্তা ত্রুটি থাকলেও পাসওয়ার্ড বা পেমেন্টের ডেটা ফাঁস হয়নি। তাছাড়া শুধু সেসব গাড়ির তথ্যই ফাঁস হয়েছে, যেগুলো অনলাইনে সেবা নেওয়া জন্য নিবন্ধিত ছিল।
তথ্যসূত্র: টেকস্পট
বর্তমান ডিজিটাল যুগে গাড়ির প্রযুক্তি যেমন উন্নত হচ্ছে, তেমনি তার সুরক্ষার ঝুঁকিও বাড়ছে। এমন ঝুঁকির প্রমাণ আমরা প্রায়ই পাই, নানা ডিজিটাল প্ল্যাটফর্মে মানুষের নিতান্ত ব্যক্তিগত ও গোপনীয় ডেটা ফাঁস হয়। এবার এমন ঘটনার শিকার হয়েছে বিশ্বখ্যাত জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সভাগেন।
ফোক্সভাগেনের ইভি বা বৈদ্যুতিক গাড়ির লোকেশন বা স্থানসংক্রান্ত তথ্যসহ ব্যক্তিগত ডেটা অনলাইনে ফাঁস হয়েছে। এসব বৈদ্যুতিক গাড়ির মধ্যে ফোক্সভাগেনসহ অডি, সিটস ও স্কোডার ব্রান্ড।
জার্মানির সংবাদপত্র ডের স্পিগেলের এক প্রতিবেদনে বলা হয়, ফোক্সভাগেনের সফটওয়্যার প্রতিষ্ঠানে কারিয়াডের ডেটা আমাজন ক্লাউড স্টোরেজে ছিল। কিন্তু কয়েক মাস ধরেই সেগুলো অরক্ষিত ছিল। এসবের মধ্যে ফোক্সভাগেনের গাড়ির মালিকদের চলাচল সম্পর্কিত তথ্যও ছিল। যেমন: গাড়ি কোথায় চালু করা হয়েছে এবং কখন বন্ধ হয়েছে।
ডের স্পিগেল আরও জানায়, যাদের তথ্য ফাঁস হয়েছে, তাঁদের মধ্যে জার্মান রাজনীতিবিদ, ব্যবসায়ী ও হামবুর্গ পুলিশ বাহিনীর ইভি গাড়ির বহরও অন্তর্ভুক্ত ছিল। এমনকি গোয়েন্দা সংস্থার কর্মীদের তথ্যও ফাঁস হওয়ার আশঙ্কা রয়েছে।
এসব তথ্য ত্রুটিপূর্ণ কারিগরি সেটআপের কারণে আমাজন ক্লাউড স্টোরেজ থেকে ফাঁস হয়ে যায়। হ্যাকার অ্যাসোসিয়েশন কেওস কম্পিউটার ক্লাব (সিসিসি) বিষয়টি প্রথম নজরে আনে। অজ্ঞাতপরিচয় এক হ্যাকারের কাছ থেকে তথ্য পেয়ে জার্মান ফেডারেল মন্ত্রিপরিষদ ও পুলিশকে বিষয়টি জানায়। এরপর বিষয়টি প্রকাশ্যে আনার আগে ফোক্সভাগেন ও কারিয়াডকে তথ্য সংরক্ষণের জন্য ৩০ দিন সময় দেওয়া হয়।
ফাঁস হওয়া ৮ লাখ গাড়ির তথ্যের মধ্যে ফোক্সভাগেন ও সিটস ব্র্যান্ডের গাড়ির ক্ষেত্রে ৪ লাখ ৬০ হাজার গাড়ির লোকেশন ডেটা ১০ সেন্টিমিটার (৩ দশমিক ৯ ইঞ্চি) পর্যন্ত সঠিক ছিল। আর অডি ও স্কোডা গাড়ির লোকেশন ডেটা ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) পর্যন্ত সঠিক ছিল।
ফোক্সভাগেন জানিয়েছে, ত্রুটি সারানো হয়েছে। ওই সব ডেটা আর কেউ পাবে না। নিরাপত্তা ত্রুটি থাকলেও পাসওয়ার্ড বা পেমেন্টের ডেটা ফাঁস হয়নি। তাছাড়া শুধু সেসব গাড়ির তথ্যই ফাঁস হয়েছে, যেগুলো অনলাইনে সেবা নেওয়া জন্য নিবন্ধিত ছিল।
তথ্যসূত্র: টেকস্পট
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে। এই সন্দেহজনক ঘটনা তদন্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। পররাষ্ট্রমন্ত্রী লিন ছিয়া-লুং একটি তদন্ত টিম গঠন করার নির্দেশ দিয়েছেন। যাতে এই তথ্য ফাঁসের উৎস, চ্যানেল এবং পরিধি স্পষ্ট করা যায়।
১৩ ঘণ্টা আগেএকটি অ্যাকাউন্ট বন্ধ হলে আরেকটি খুলছেন হানিন আল-বাতাশ। গত ছয় মাসে তিনি ৮০টিরও বেশি ব্লুস্কাই অ্যাকাউন্ট খুলেছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের অবরোধে দুর্ভিক্ষের মুখোমুখি গাজাবাসীরা এখন দুধ ও ময়দার মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে হিমশিম খাচ্ছেন। জীবন রক্ষার জন্য বিশ্বজুড়ে মানুষের কাছে সহায়তা চেয়ে ব্লুস্কাই
১৩ ঘণ্টা আগেনীতিবিরোধী কনটেন্ট শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনো মানুষের দক্ষতা সবচেয়ে নির্ভরযোগ্য বলে প্রমাণিত হয়েছে। বিশেষ করে জটিল বা প্রসঙ্গভিত্তিক কনটেন্ট বিশ্লেষণে মানব কনটেন্ট মডারেটররা এআইয়ের চেয়ে স্পষ্টভাবে এগিয়ে। তবে এই নির্ভুল যাচাইয়ের পেছনে রয়েছে একটি বড়...
১৭ ঘণ্টা আগেদাবা খেলায় ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককে পরাজিত করল স্যাম অল্টম্যানের ওপেনএআই। দাবা খেলায় কোন এআই সেরা তা নির্ধারণ করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়।
১৮ ঘণ্টা আগে