ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি সেল-স্যাটেলাইট সংযোগ চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেনের শীর্ষ মোবাইল অপারেটর কিয়েভস্টার। এর মাধ্যমে কোনো সেলফোন টাওয়ার ছাড়াই ইউক্রেনে মোবাইল নেটওয়ার্কে চালু থাকবে। এই অপারেটরের মূল কোম্পানি ভিওএনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকে ‘ডাইরেক্ট-টু-সেল’ ডিভাইসগুলো। এসব ডিভাইসে মডেম থাকে, যা সেলফোন টাওয়ারের মতো কাজ করে এবং মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে সিগন্যাল পাঠায়। এর ফলে ইউক্রেনের যেখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেখানে ব্যবহারকারীদের মোবাইল পরিষেবা প্রদান করবে এই নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে উপকার হবে, যেখানে সেল টাওয়ার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে সরাসরি সেল পরিষেবা ও বার্তা পাঠানোর সুবিধা চালু হবে বলে আশা করছে টেলিকম গ্রুপ কিয়েভস্টার। পরবর্তী পর্যায়ে এই সুবিধা ভয়েস ও ডেটা পরিষেবাগুলোতেও সম্প্রসারিত হবে।
এই চুক্তির আর্থিক তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউক্রেন ও তার সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক। চলতি বছরের শুরুতেই সরাসরি সেল সক্ষমতাসম্পন্ন প্রথম স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের স্থানীয় প্রদানকারীদের সঙ্গে সরাসরি সেল পরিষেবার চুক্তি করেছে, যার মধ্যে জাপান, নিউজিল্যান্ডও অন্তর্ভুক্ত।
ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যেখানে সরাসরি সেল সংযোগ চালু হবে এবং প্রথম সংঘাতপূর্ণ অঞ্চল, যেখানে স্টারলিংক এই প্রযুক্তি চালু করবে, জানিয়েছে তাদের ওয়েবসাইট।
২০২২ সাল থেকে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ও ভূমি টার্মিনালের মধ্যে সিগন্যাল জ্যামিংয়ের চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
এই চুক্তি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্রে আসন্ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন কৌশল নিয়ে আরও বেশি সক্রিয় হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।
গত নভেম্বরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ফোন কলে যোগ দেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ চালিয়ে যাবেন।
ইলন মাস্কের স্টারলিংকের সঙ্গে সরাসরি সেল-স্যাটেলাইট সংযোগ চালুর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেনের শীর্ষ মোবাইল অপারেটর কিয়েভস্টার। এর মাধ্যমে কোনো সেলফোন টাওয়ার ছাড়াই ইউক্রেনে মোবাইল নেটওয়ার্কে চালু থাকবে। এই অপারেটরের মূল কোম্পানি ভিওএনের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত থাকে ‘ডাইরেক্ট-টু-সেল’ ডিভাইসগুলো। এসব ডিভাইসে মডেম থাকে, যা সেলফোন টাওয়ারের মতো কাজ করে এবং মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনে সিগন্যাল পাঠায়। এর ফলে ইউক্রেনের যেখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, সেখানে ব্যবহারকারীদের মোবাইল পরিষেবা প্রদান করবে এই নতুন প্রযুক্তি। এই প্রযুক্তি ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের মানুষের জন্য বিশেষভাবে উপকার হবে, যেখানে সেল টাওয়ার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের মধ্যে সরাসরি সেল পরিষেবা ও বার্তা পাঠানোর সুবিধা চালু হবে বলে আশা করছে টেলিকম গ্রুপ কিয়েভস্টার। পরবর্তী পর্যায়ে এই সুবিধা ভয়েস ও ডেটা পরিষেবাগুলোতেও সম্প্রসারিত হবে।
এই চুক্তির আর্থিক তথ্যের বিস্তারিত প্রকাশ করা হয়নি। ইউক্রেন ও তার সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করছে স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংক। চলতি বছরের শুরুতেই সরাসরি সেল সক্ষমতাসম্পন্ন প্রথম স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করেছে।
স্যাটেলাইট ব্রডব্যান্ড প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশের স্থানীয় প্রদানকারীদের সঙ্গে সরাসরি সেল পরিষেবার চুক্তি করেছে, যার মধ্যে জাপান, নিউজিল্যান্ডও অন্তর্ভুক্ত।
ইউক্রেন হবে বিশ্বের প্রথম দেশগুলোর মধ্যে একটি, যেখানে সরাসরি সেল সংযোগ চালু হবে এবং প্রথম সংঘাতপূর্ণ অঞ্চল, যেখানে স্টারলিংক এই প্রযুক্তি চালু করবে, জানিয়েছে তাদের ওয়েবসাইট।
২০২২ সাল থেকে ইউক্রেনে স্টারলিংক স্যাটেলাইট ও ভূমি টার্মিনালের মধ্যে সিগন্যাল জ্যামিংয়ের চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
এই চুক্তি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো, যখন যুক্তরাষ্ট্রে আসন্ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেন কৌশল নিয়ে আরও বেশি সক্রিয় হয়েছেন স্টারলিংকের মালিক ইলন মাস্ক।
গত নভেম্বরে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এক ফোন কলে যোগ দেন মাস্ক। যেখানে তিনি জানিয়েছিলেন, তিনি ইউক্রেনকে স্টারলিংক স্যাটেলাইট সরবরাহ চালিয়ে যাবেন।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
২ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে