Ajker Patrika

আবারও কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে মেটা 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৪: ২৪
আবারও কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে মেটা 

গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জানা যায়, চলতি সপ্তাহেই কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেটা এখন ‘মেটাভার্স’-এর দিকে নজর দিচ্ছে। ফলে অন্যান্য খাতে খরচ কমানোর দিকে মনোযোগী হচ্ছে প্রতিষ্ঠানটি। পারফরম্যান্সের ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হবে বলে জানা যায়।

মূলত বেশ কয়েকটি প্রকল্পে কর্মরত টিমকে ‘অপ্রয়োজনীয়’ বলে মনে করছে মেটা কর্তৃপক্ষ। তাঁদেরই ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এ ছাড়া ম্যানেজারদের প্রস্তাব দেওয়া হয়েছে, তাঁরা যেন মেটার কিছু শেয়ার কিনে নেন। তবে মেটা এখনো এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।

মেটার একটি সূত্র অনুযায়ী, ‘মেটাভার্স’ প্রকল্পের জন্য বিপুল টাকা বিনিয়োগ করা হলেও এখনো পর্যন্ত লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। ফলে কর্মী নিয়োগ বন্ধ রাখা হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোতে। চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত