Ajker Patrika

টিকটক কেনার বিষয়ে ৪ মার্কিন কোম্পানির সঙ্গে আলোচনা চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ছবি: সংগৃহীত

চীনা মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রশাসন চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সব বিকল্পই ভালো বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। কারণ, গত ১৯ জানুয়ারি একটি আইন কার্যকর হয়, যার মাধ্যমে টিকটকের মালিক বাইটড্যান্সকে তাদের যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রি করতে বলা হয় বা এই সময়ের মধ্যে বিক্রি না করলে নিষিদ্ধ হওয়ার ঝুঁকির মধ্যে পড়তে হতো। জাতীয় নিরাপত্তার অজুহাতে এই নির্দেশ দেয় যুক্তরাষ্ট্র। তবে গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প এক নির্বাহী আদেশে আইনটির প্রয়োগ ৭৫ দিন পিছিয়ে দেওয়ার নির্দেশ দেন।

টিকটক নিয়ে শিগগিরই কোনো চুক্তি হতে পারে কি না, এমন প্রশ্নের উত্তরে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটা হতে পারে। আমরা চারটি আলাদা গ্রুপের সঙ্গে আলোচনা করছি এবং অনেকেই এটি কিনতে আগ্রহী। চারটি গ্রুপই ভালো।’

টিকটক এবং বাইটড্যান্স সংবাদমাধ্যমের পক্ষ থেকে বিকেল বা রাতের বাইরে কোনো মন্তব্যের জন্য সরাসরি উত্তর দেয়নি।

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটির মালিকানা অর্জনের ক্ষেত্রে ব্যাপকসংখ্যক বিনিয়োগকারী, প্রযুক্তি ও বিনোদনজগতের ব্যক্তিত্বদের আকৃষ্ট করেছে। এর মধ্যে সাবেক লস অ্যাঞ্জেলেস ডজার্স মালিক ফ্র্যাঙ্ক ম্যাককোর্ট রয়েছেন, যারা এই দ্রুত-বর্ধনশীল ব্যবসায় আগ্রহ দেখিয়েছেন। অন্যান্য বিডারের মধ্যে রয়েছে প্রযুক্তি উদ্যোক্তা জেসি টিন্সলির নেতৃত্বাধীন বিনিয়োগকারীদের একটি দল, যার মধ্যে ইউটিউব তারকা মিস্টারবিস্ট (যাঁর আসল নাম জিমি ডোনাল্ডসন) এবং ওয়াইমিংয়ের উদ্যোক্তা রিড রাসনার রয়েছেন।

বিশ্লেষকেরা অনুমান করছেন, টিকটকের মূল্য প্রায় ৫০ বিলিয়ন ডলার হতে পারে।

ম্যাককোর্ট জানান, তিনি টিকটক বিডের ব্যাপারে হোয়াইট হাউসে ব্যাপক তথ্য পাঠিয়েছেন, যার মধ্যে অর্থায়ন, প্রযুক্তির প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি এবং বিড কীভাবে জাতীয় নিরাপত্তা ইস্যুগুলোকে সমাধান করে, সে সম্পর্কে বিস্তারিত অন্তর্ভুক্ত রয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত