প্রযুক্তি ডেস্ক
টুইটারে ‘কানায়েলান’ নামে একটি প্রোফাইল দেখে যথেষ্ট সাধারণ মনে হলেও এটি মূলত একটি বট। অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। বাস্কেটবল থেকে টেলর সুইফট, টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব থেকে কিটক্যাটের দাম পর্যন্ত সব বিষয়ে টুইট করা হয়েছে এই প্রোফাইল থেকে, যা দেখে কারও এটিকে অন্তত বটচালিত প্রোফাইল মনে হবে না। ‘কানায়েলান’ বটটি আরও হাজারো বটের সঙ্গে যুক্ত, যেগুলো একটি মূল সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। সফটওয়্যারটি ৩০ হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাডভান্সড ইমপ্যাক্ট মিডিয়া সলিউশনস’ বা ‘এআইএমএস’ নামের এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ভুয়া তথ্যকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব। এটি ইসরায়েল ভিত্তিক প্রতিষ্ঠান ‘টিম জর্জ’ বিক্রি করে থাকে। অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম সম্প্রতি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে গুরুতর তথ্য প্রকাশ করেছে।
‘জর্জ’ ছদ্মনাম ব্যবহার করে গোপন গ্রুপটি চালান তাল হানান। তিনি ইসরায়েলি স্পেশাল ফোর্সের সাবেক চর। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের জানান, তাঁরা সফটওয়্যারটির অ্যাকসেস বেনামি গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল এবং করপোরেট ক্লায়েন্টদের কাছে বিক্রি করেছেন। তাঁদের মতে, এটি এমন একজন ক্লায়েন্টের কাছে বিক্রি করা হয়েছে যিনি যুক্তরাজ্যের সংবিধিবদ্ধ নজরদারি সংস্থা তথ্য কমিশনার অফিসকে (আইসিও) প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন।
২০২০ সালের ১৮ অক্টোবর আইসিও রায় দেয়, রাজনৈতিকভাবে সম্পর্কিত কোন কোন কোম্পানিকে পিপিই সরবরাহ করার জন্য মাল্টিমিলিয়ন পাউন্ডের ঠিকাদারি দেওয়া হয়েছিল তা সরকারের প্রকাশ করা উচিত। এই রায়ের দুদিন পরেই বটচালিত টুইটার অ্যাকাউন্ট কানায়েলান পোস্ট করে, ‘এটা পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত!’
বটগুলো কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে এভাবেই একযোগে নেতিবাচক মন্তব্য করে। যেমন আইসিওর ব্যাপারে আরেকটি বট মন্তব্য করে, ‘কমিশন সরকারের সবকিছু ধ্বংস করার পাঁয়তারা করছে।’ আরেকটি বলে, ‘ওই রায়টি একটি বেপরোয়া সিদ্ধান্ত।’
এভাবেই বাকি বটগুলো টুইটারে একযোগে মানুষকে বোঝানোর চেষ্টা করে, আইসিওর এসব কাজ আসলে ‘সময় নষ্ট’ এবং ‘বাখোয়াজ’।
শুধু তা–ই নয়, বটগুলো আইসিওর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করে। তারা বলে, কমিশনের সঙ্গে ঘুষ ও দুর্নীতি এবং কট্টর ডানপন্থীদের সম্পর্ক রয়েছে।
মহামারিকালে সরকারি কেনাকাটায় স্বচ্ছতার বিষয়ে আইসিও জোর দিলে, সে ব্যাপারটিও হালকা করে দেখানোর চেষ্টা করে অন্য বটেরা। একটি বট বলে, ‘যুক্তরাজ্যে এগুলো সাধারণ ঘটনা...। কমিশন ভুল ইস্যুতে জোর দিচ্ছে’।
তবে আইসিওর বিরুদ্ধে টিম জর্জকে কারা নিয়োগ করল বা কারাই বা নিয়োগ করল সে ব্যাপারে হানান কিছু বলেননি। তিনি শুধু দাবি করেন, এখানে তাঁর কোনো ভুল নেই।
বটগুলোর মাধ্যমে টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, টেলিগ্রাম, জিমেইল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের অ্যাকাউন্ট তৈরি এবং নিয়ন্ত্রণ করা হয়। কোনো কোনো বটের ক্রেডিট কার্ড, বিটকয়েন ওয়ালেট এবং এয়ারবিএনবি অ্যাকাউন্টসহ আমাজন অ্যাকাউন্ট রয়েছে।
আইসিওর বিরুদ্ধে এআইএমএসের এই অপপ্রচারটি স্বল্পস্থায়ী হলেও বিশ্বব্যাপী সফটওয়্যারটির কার্যক্রম গুরুতর বলেই দেখতে পেয়েছেন সাংবাদিকেরা। কারণ দেখা গেছে, তাদের কাজ শুধু বট নিয়ন্ত্রণ করার মধ্যে সীমাবদ্ধ নয়।
হানান সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেক বটের একাধিক ডিজিটাল কার্যক্রম রয়েছে।
হানান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বটগুলো মানুষের আচরণ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট হুবহু নকল করতে পারে।
ব্রিটেনের দ্য গার্ডিয়ান, ফ্রান্সের লা মোঁদ এবং জার্মানির দার স্পিগেল পত্রিকার সাংবাদিকেরা ফেসবুক ও টুইটারে এআইএমএস সংশ্লিষ্ট অন্তত ২ হাজার বটের ব্যাপক তৎপরতা শনাক্ত করতে পেরেছেন।
চলতি সপ্তাহে সাংবাদিকেরা ভুয়া অ্যাকাউন্টের একটি নমুনা শেয়ার করার পর মেটার প্ল্যাটফর্ম থেকে এআইএমএস চালিত বটগুলো মুছে ফেলা হয়েছে। গত মঙ্গলবার মেটার একজন মুখপাত্র জানান, এআইএমএস বটগুলোর সঙ্গে অন্য যেসব বটের সংযোগ পাওয়া গেছে সেগুলো ২০১৯ সালে একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের (বর্তমানে বিলুপ্ত) সঙ্গে সম্পর্কিত ছিল। সম্পর্কিত বটগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে। মেটার মুখপাত্র বলেন, ‘এআইএমএসের সর্বশেষ কার্যকলাপ একই বটগুলোর ফিরে আসার একটি প্রচেষ্টা। আমরা আমাদের নীতি লঙ্ঘনের জন্য তাদের সরিয়ে দিয়েছি।’
টুইটারে ‘কানায়েলান’ নামে একটি প্রোফাইল দেখে যথেষ্ট সাধারণ মনে হলেও এটি মূলত একটি বট। অপপ্রচার ছড়ানোর উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। বাস্কেটবল থেকে টেলর সুইফট, টটেনহাম হটস্পার ফুটবল ক্লাব থেকে কিটক্যাটের দাম পর্যন্ত সব বিষয়ে টুইট করা হয়েছে এই প্রোফাইল থেকে, যা দেখে কারও এটিকে অন্তত বটচালিত প্রোফাইল মনে হবে না। ‘কানায়েলান’ বটটি আরও হাজারো বটের সঙ্গে যুক্ত, যেগুলো একটি মূল সফটওয়্যার দিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। সফটওয়্যারটি ৩০ হাজার ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ‘অ্যাডভান্সড ইমপ্যাক্ট মিডিয়া সলিউশনস’ বা ‘এআইএমএস’ নামের এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো ভুয়া তথ্যকে ব্যাপক আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব। এটি ইসরায়েল ভিত্তিক প্রতিষ্ঠান ‘টিম জর্জ’ বিক্রি করে থাকে। অনুসন্ধানী সাংবাদিকদের একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম সম্প্রতি এই প্রতিষ্ঠানটি সম্পর্কে গুরুতর তথ্য প্রকাশ করেছে।
‘জর্জ’ ছদ্মনাম ব্যবহার করে গোপন গ্রুপটি চালান তাল হানান। তিনি ইসরায়েলি স্পেশাল ফোর্সের সাবেক চর। সম্প্রতি অনুসন্ধানী সাংবাদিকদের জানান, তাঁরা সফটওয়্যারটির অ্যাকসেস বেনামি গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল এবং করপোরেট ক্লায়েন্টদের কাছে বিক্রি করেছেন। তাঁদের মতে, এটি এমন একজন ক্লায়েন্টের কাছে বিক্রি করা হয়েছে যিনি যুক্তরাজ্যের সংবিধিবদ্ধ নজরদারি সংস্থা তথ্য কমিশনার অফিসকে (আইসিও) প্রশ্নবিদ্ধ করতে চেয়েছিলেন।
২০২০ সালের ১৮ অক্টোবর আইসিও রায় দেয়, রাজনৈতিকভাবে সম্পর্কিত কোন কোন কোম্পানিকে পিপিই সরবরাহ করার জন্য মাল্টিমিলিয়ন পাউন্ডের ঠিকাদারি দেওয়া হয়েছিল তা সরকারের প্রকাশ করা উচিত। এই রায়ের দুদিন পরেই বটচালিত টুইটার অ্যাকাউন্ট কানায়েলান পোস্ট করে, ‘এটা পরিষ্কার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত!’
বটগুলো কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে এভাবেই একযোগে নেতিবাচক মন্তব্য করে। যেমন আইসিওর ব্যাপারে আরেকটি বট মন্তব্য করে, ‘কমিশন সরকারের সবকিছু ধ্বংস করার পাঁয়তারা করছে।’ আরেকটি বলে, ‘ওই রায়টি একটি বেপরোয়া সিদ্ধান্ত।’
এভাবেই বাকি বটগুলো টুইটারে একযোগে মানুষকে বোঝানোর চেষ্টা করে, আইসিওর এসব কাজ আসলে ‘সময় নষ্ট’ এবং ‘বাখোয়াজ’।
শুধু তা–ই নয়, বটগুলো আইসিওর বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগ করে। তারা বলে, কমিশনের সঙ্গে ঘুষ ও দুর্নীতি এবং কট্টর ডানপন্থীদের সম্পর্ক রয়েছে।
মহামারিকালে সরকারি কেনাকাটায় স্বচ্ছতার বিষয়ে আইসিও জোর দিলে, সে ব্যাপারটিও হালকা করে দেখানোর চেষ্টা করে অন্য বটেরা। একটি বট বলে, ‘যুক্তরাজ্যে এগুলো সাধারণ ঘটনা...। কমিশন ভুল ইস্যুতে জোর দিচ্ছে’।
তবে আইসিওর বিরুদ্ধে টিম জর্জকে কারা নিয়োগ করল বা কারাই বা নিয়োগ করল সে ব্যাপারে হানান কিছু বলেননি। তিনি শুধু দাবি করেন, এখানে তাঁর কোনো ভুল নেই।
বটগুলোর মাধ্যমে টুইটার, লিঙ্কডইন, ফেসবুক, টেলিগ্রাম, জিমেইল, ইনস্টাগ্রাম এবং ইউটিউবের অ্যাকাউন্ট তৈরি এবং নিয়ন্ত্রণ করা হয়। কোনো কোনো বটের ক্রেডিট কার্ড, বিটকয়েন ওয়ালেট এবং এয়ারবিএনবি অ্যাকাউন্টসহ আমাজন অ্যাকাউন্ট রয়েছে।
আইসিওর বিরুদ্ধে এআইএমএসের এই অপপ্রচারটি স্বল্পস্থায়ী হলেও বিশ্বব্যাপী সফটওয়্যারটির কার্যক্রম গুরুতর বলেই দেখতে পেয়েছেন সাংবাদিকেরা। কারণ দেখা গেছে, তাদের কাজ শুধু বট নিয়ন্ত্রণ করার মধ্যে সীমাবদ্ধ নয়।
হানান সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেক বটের একাধিক ডিজিটাল কার্যক্রম রয়েছে।
হানান জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত বটগুলো মানুষের আচরণ এবং সোশ্যাল মিডিয়া পোস্ট হুবহু নকল করতে পারে।
ব্রিটেনের দ্য গার্ডিয়ান, ফ্রান্সের লা মোঁদ এবং জার্মানির দার স্পিগেল পত্রিকার সাংবাদিকেরা ফেসবুক ও টুইটারে এআইএমএস সংশ্লিষ্ট অন্তত ২ হাজার বটের ব্যাপক তৎপরতা শনাক্ত করতে পেরেছেন।
চলতি সপ্তাহে সাংবাদিকেরা ভুয়া অ্যাকাউন্টের একটি নমুনা শেয়ার করার পর মেটার প্ল্যাটফর্ম থেকে এআইএমএস চালিত বটগুলো মুছে ফেলা হয়েছে। গত মঙ্গলবার মেটার একজন মুখপাত্র জানান, এআইএমএস বটগুলোর সঙ্গে অন্য যেসব বটের সংযোগ পাওয়া গেছে সেগুলো ২০১৯ সালে একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের (বর্তমানে বিলুপ্ত) সঙ্গে সম্পর্কিত ছিল। সম্পর্কিত বটগুলো ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ করা হয়েছে। মেটার মুখপাত্র বলেন, ‘এআইএমএসের সর্বশেষ কার্যকলাপ একই বটগুলোর ফিরে আসার একটি প্রচেষ্টা। আমরা আমাদের নীতি লঙ্ঘনের জন্য তাদের সরিয়ে দিয়েছি।’
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে