প্রযুক্তি ডেস্ক
নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টুইটারের বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে পিছু হটছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারের বিরুদ্ধে করা ট্রাম্পের মামলা গত মে মাসে খারিজ হয়ে গেলেও ট্রাম্পের অ্যাটর্নি জন কোয়েল জানিয়েছেন, খারিজের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের।
মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হওয়া দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে স্থগিত করা হয় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এর জের ধরে টুইটারের বিরুদ্ধে মামলা করে বসেন ট্রাম্প। পরে সেটি খারিজ হয়ে গেলে চলতি মাসের শুরুতে ট্রাম্প আদালতের আপিল বিভাগে আবেদন করেন।
দাঙ্গার পর তাঁর ওপর আরোপিত অনুরূপ নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প পৃথকভাবে মেটার ফেসবুক এবং গুগলের ইউটিউবের বিরুদ্ধেও মামলা করেছিলেন।
ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, টুইটারের নিষেধাজ্ঞা প্রথম সংশোধনী নীতির বিপরীত। আদালতের নথি অনুসারে, এটি প্রকাশ্যে পক্ষপাতমূলক নিষেধাজ্ঞা। জন কোয়েল বলেন, ‘ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট হয়তো আবার চালু হয়েছে। তবে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো ছাড়া ট্রাম্পের মামলাটি বাদ দেওয়ার কোনো ইচ্ছা নেই।’
ট্রাম্পের অ্যাটর্নি জন কোয়েল আরও বলেছেন, তাঁকে টুইটারে ফিরিয়ে আনাটাই এখানে মুখ্য নয়। এখানে এর বাইরেও আরও অনেক ব্যাপার আছে। আমরা সেটিই নিষ্পত্তির চেষ্টা করছি। তা ছাড়া নিজে নিজে সব কাজ না করে অন্য পক্ষের সঙ্গে কথা বলা বা তার জন্য অপেক্ষা করা উচিত।’
অ্যাকাউন্ট পুনঃস্থাপনের পর থেকে টুইটারের সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। জন কোয়েল বলেছেন, ট্রাম্পেরও কোনো আগ্রহ নেই এ ব্যাপারে। তবে এই অবস্থার পরিবর্তন হতেও পারে।
টুইটার নিষেধাজ্ঞা তুলে নিলেও ট্রাম্প বারবার তার নিজের প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও টুইটারের বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে পিছু হটছেন না সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারের বিরুদ্ধে করা ট্রাম্পের মামলা গত মে মাসে খারিজ হয়ে গেলেও ট্রাম্পের অ্যাটর্নি জন কোয়েল জানিয়েছেন, খারিজের বিরুদ্ধে করা আপিল প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই ট্রাম্পের।
মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হওয়া দাঙ্গায় উসকানি দেওয়ার অভিযোগে স্থগিত করা হয় ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। এর জের ধরে টুইটারের বিরুদ্ধে মামলা করে বসেন ট্রাম্প। পরে সেটি খারিজ হয়ে গেলে চলতি মাসের শুরুতে ট্রাম্প আদালতের আপিল বিভাগে আবেদন করেন।
দাঙ্গার পর তাঁর ওপর আরোপিত অনুরূপ নিষেধাজ্ঞার জন্য ট্রাম্প পৃথকভাবে মেটার ফেসবুক এবং গুগলের ইউটিউবের বিরুদ্ধেও মামলা করেছিলেন।
ট্রাম্পের আইনজীবী জানিয়েছেন, টুইটারের নিষেধাজ্ঞা প্রথম সংশোধনী নীতির বিপরীত। আদালতের নথি অনুসারে, এটি প্রকাশ্যে পক্ষপাতমূলক নিষেধাজ্ঞা। জন কোয়েল বলেন, ‘ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট হয়তো আবার চালু হয়েছে। তবে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানো ছাড়া ট্রাম্পের মামলাটি বাদ দেওয়ার কোনো ইচ্ছা নেই।’
ট্রাম্পের অ্যাটর্নি জন কোয়েল আরও বলেছেন, তাঁকে টুইটারে ফিরিয়ে আনাটাই এখানে মুখ্য নয়। এখানে এর বাইরেও আরও অনেক ব্যাপার আছে। আমরা সেটিই নিষ্পত্তির চেষ্টা করছি। তা ছাড়া নিজে নিজে সব কাজ না করে অন্য পক্ষের সঙ্গে কথা বলা বা তার জন্য অপেক্ষা করা উচিত।’
অ্যাকাউন্ট পুনঃস্থাপনের পর থেকে টুইটারের সঙ্গে ট্রাম্পের কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। জন কোয়েল বলেছেন, ট্রাম্পেরও কোনো আগ্রহ নেই এ ব্যাপারে। তবে এই অবস্থার পরিবর্তন হতেও পারে।
টুইটার নিষেধাজ্ঞা তুলে নিলেও ট্রাম্প বারবার তার নিজের প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে থাকার প্রতিশ্রুতি দিয়ে আসছেন।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
৫ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
৬ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
৭ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৮ ঘণ্টা আগে