অনলাইন ডেস্ক
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট নাইটটুফাইভগুগল জানিয়েছে, ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ নামে নতুন এই ডিজাইন সংক্রান্ত একটি ব্লগপোস্ট গুগল অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ করে ফেলে, যা পরে মুছে ফেলা হয়। তবে ততক্ষণে নতুন ডিজাইন সম্পর্কে অনেক কিছুই জানা গেছে।
গুগল বলছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে গবেষণাভিত্তিক ডিজাইন পরিবর্তন। নতুন এই ডিজাইনে ব্যবহারকারীদের অনুভূতির ওপর প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। গুগল ব্লগ পোস্টে জানিয়েছে, ২০২২ সাল থেকে ৪৬টির বেশি গবেষণার মাধ্যমে, ১৮ হাজার ব্যবহারকারীর অংশগ্রহণে তৈরি হয়েছে এই ডিজাইন। এটি শুধু দেখতে সুন্দর নয় এবং ব্যবহারকারীর বিভিন্ন লক্ষ্য পূরণে সাহায্য করবে। যেমন: খুব দ্রুত ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত করা।
এই গবেষণাগুলোর মাধ্যমে গুগল যেসব বিষয় লক্ষ্য করে। সেগুলো হলো—
চোখের গতি বিশ্লেষণ: ব্যবহারকারীরা স্ক্রিনের কোথায় বেশি মনোযোগ দিচ্ছেন তা বিশ্লেষণ করা।
জরিপ ও ফোকাস গ্রুপ: বিভিন্ন ডিজাইনের প্রতি ব্যবহারকারীদের আবেগগত প্রতিক্রিয়া বোঝা।
পরীক্ষা: ব্যবহারকারীদের অনুভূতি ও পছন্দের তথ্য সংগ্রহ করা।
ব্যবহারযোগ্যতা বিশ্লেষণ: ব্যবহারকারীরা কত দ্রুত কোনো ইন্টারফেস বুঝতে ও ব্যবহার করতে পারছেন তা মূল্যায়ন করা।
গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা এক্সপ্রেসিভ ডিজাইনে প্রয়োজনীয় অপশন চার গুণ দ্রুত খুঁজে পান। উদাহরণস্বরূপ, মেইল অ্যাপে ‘সেন্ড’ বাটন নিচে বড় আকারে থাকায় ব্যবহারকারীরা সেটি আগের চেয়ে অনেক দ্রুত খুঁজে পেয়েছেন।
নতুন ডিজাইনে রং ও আকৃতিতে এসেছে পরিবর্তন। গুরুত্বপূর্ণ কাজের অপশনগুলো আরও ভালোভাবে হাইলাইট করা হয়েছে। অনেক বেশি ভাসমান উপাদান ও বাঁকানো আকৃতি দেখা যাবে এবার। এগুলোর মাধ্যমে অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ ছাড়া নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্ক্রিনে একটি টুলবার থাকবে, যা কাজ করতে আরও সুবিধা দেবে। গুগল আরও জানিয়েছে, তারা এবার স্ক্রিনে দেখানো বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এবং সম্পর্কিত তথ্যগুলো একত্রে উপস্থাপন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ চালুর পর এবারই প্রথম এত বড় আকারে অ্যান্ড্রয়েডের চেহারায় পরিবর্তন আসছে। যদিও স্যামসাং বা নাথিংয়ের মতো ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে এই ডিজাইনকে রূপ দেবে।
নতুন এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে গুগলের বার্ষিক ইভেন্ট গুগল আই/ও ২০২৫-এ, যা অনুষ্ঠিত হবে ২০ মে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য আসছে দারুণ এক চমক। কারণ অ্যান্ড্রয়েড ডিভাইসের ভিজ্যুয়াল ডিজাইন বা চেহারায় আসছে বড় পরিবর্তন। আর সেটি গুগল নিজেই ‘ভুল করে’ আগেভাগেই ফাঁস করেছে।
প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সাইট নাইটটুফাইভগুগল জানিয়েছে, ‘ম্যাটেরিয়াল ৩ এক্সপ্রেসিভ’ নামে নতুন এই ডিজাইন সংক্রান্ত একটি ব্লগপোস্ট গুগল অনাকাঙ্ক্ষিতভাবে প্রকাশ করে ফেলে, যা পরে মুছে ফেলা হয়। তবে ততক্ষণে নতুন ডিজাইন সম্পর্কে অনেক কিছুই জানা গেছে।
গুগল বলছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে গবেষণাভিত্তিক ডিজাইন পরিবর্তন। নতুন এই ডিজাইনে ব্যবহারকারীদের অনুভূতির ওপর প্রভাব ফেলার চেষ্টা করা হয়েছে। গুগল ব্লগ পোস্টে জানিয়েছে, ২০২২ সাল থেকে ৪৬টির বেশি গবেষণার মাধ্যমে, ১৮ হাজার ব্যবহারকারীর অংশগ্রহণে তৈরি হয়েছে এই ডিজাইন। এটি শুধু দেখতে সুন্দর নয় এবং ব্যবহারকারীর বিভিন্ন লক্ষ্য পূরণে সাহায্য করবে। যেমন: খুব দ্রুত ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত করা।
এই গবেষণাগুলোর মাধ্যমে গুগল যেসব বিষয় লক্ষ্য করে। সেগুলো হলো—
চোখের গতি বিশ্লেষণ: ব্যবহারকারীরা স্ক্রিনের কোথায় বেশি মনোযোগ দিচ্ছেন তা বিশ্লেষণ করা।
জরিপ ও ফোকাস গ্রুপ: বিভিন্ন ডিজাইনের প্রতি ব্যবহারকারীদের আবেগগত প্রতিক্রিয়া বোঝা।
পরীক্ষা: ব্যবহারকারীদের অনুভূতি ও পছন্দের তথ্য সংগ্রহ করা।
ব্যবহারযোগ্যতা বিশ্লেষণ: ব্যবহারকারীরা কত দ্রুত কোনো ইন্টারফেস বুঝতে ও ব্যবহার করতে পারছেন তা মূল্যায়ন করা।
গবেষণায় দেখা গেছে, ব্যবহারকারীরা এক্সপ্রেসিভ ডিজাইনে প্রয়োজনীয় অপশন চার গুণ দ্রুত খুঁজে পান। উদাহরণস্বরূপ, মেইল অ্যাপে ‘সেন্ড’ বাটন নিচে বড় আকারে থাকায় ব্যবহারকারীরা সেটি আগের চেয়ে অনেক দ্রুত খুঁজে পেয়েছেন।
নতুন ডিজাইনে রং ও আকৃতিতে এসেছে পরিবর্তন। গুরুত্বপূর্ণ কাজের অপশনগুলো আরও ভালোভাবে হাইলাইট করা হয়েছে। অনেক বেশি ভাসমান উপাদান ও বাঁকানো আকৃতি দেখা যাবে এবার। এগুলোর মাধ্যমে অ্যাপ ব্যবহারে স্বাচ্ছন্দ্য বাড়বে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
এ ছাড়া নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে স্ক্রিনে একটি টুলবার থাকবে, যা কাজ করতে আরও সুবিধা দেবে। গুগল আরও জানিয়েছে, তারা এবার স্ক্রিনে দেখানো বিভিন্ন উপাদানের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে এবং সম্পর্কিত তথ্যগুলো একত্রে উপস্থাপন করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ সালে ‘ম্যাটেরিয়াল ডিজাইন’ চালুর পর এবারই প্রথম এত বড় আকারে অ্যান্ড্রয়েডের চেহারায় পরিবর্তন আসছে। যদিও স্যামসাং বা নাথিংয়ের মতো ফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিজেদের মতো করে এই ডিজাইনকে রূপ দেবে।
নতুন এই পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসবে গুগলের বার্ষিক ইভেন্ট গুগল আই/ও ২০২৫-এ, যা অনুষ্ঠিত হবে ২০ মে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে