Ajker Patrika

বিক্রির নাম নেই, আয়োজন করতেই ৩ কোটি ৩০ লাখ ডলার খরচ টুইটারের

বিক্রির নাম নেই, আয়োজন করতেই ৩ কোটি ৩০ লাখ ডলার খরচ টুইটারের

অস্বাভাবিক দামে টুইটার কেনার প্রস্তাব দিয়ে শেষ মুহূর্তে সরে গেছেন মার্কিন বিলিয়নিয়ার ইলন মাস্ক। বিষয়টি এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রস্তাব দিয়ে পিঠটান দেওয়ায় মাস্ককে শাস্তির মুখে পড়তে হবে বলেও গুঞ্জন উঠেছে। 

এর মধ্যে বিবিসির প্রতিবেদনে জানানো হলো, ইলন মাস্কের এই প্রস্তাবিত চুক্তির পেছনে নানা আনুষ্ঠানিকতা করতে গিয়ে গত এপ্রিল থেকে জুনের মধ্যে টুইটার ৩ কোটি ৩০ লাখ খরচ করে ফেলেছে! 

আর্থিক প্রতিবেদনে টুইটার আরও জানিয়েছে, এর মধ্যে মাইক্রো ব্লগিং সাইটটিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২৩ কোটি ৭০ লাখ বেড়েছে। তবে তাদের ২৭ কোটি ডলার নিট লোকসানের মুখে পড়তে হয়েছে। কর্তৃপক্ষ বলছে, প্রত্যাশার চেয়ে খারাপ ফল এটি। এপ্রিল থেকে জুনের মধ্যকার রাজস্বের হিসাব দিয়েছে টুইটার। 

ইলন মাস্ক টুইটার কেনার কথা বলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। এখন এ নিয়ে আগামী অক্টোবরের মধ্যে এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন আদালত। তা না হলে ১০০ কোটি ডলার ফি দিতে হবে। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত