টুইটারের একটি বড় অঙ্কের শেয়ার কেনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমটির বোর্ড সদস্য হলেন টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এ খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন টুইটারের অনেক কর্মী। টুইটারের অভ্যন্তরীণ কয়েকজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন।
টুইটারের চারজন কর্মী (রয়টার্স যাদের নাম প্রকাশ করেনি) বলেছেন, ক্ষতিকারক ব্যবহারকারী ও কনটেন্ট নিয়ে টুইটারের যে নীতিমালা রয়েছে, সেখানে মাস্ক প্রভাব বিস্তার করতে পারেন। এ জন্য মাস্কের ক্ষমতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। কর্মীরা বলেন, ‘মতামত প্রকাশবিষয়ক নীতিমালার ক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টায় টুইটার এখন যে পর্যায়ে এসেছে, সেখানে মাস্কের উদারপন্থী দৃষ্টিভঙ্গি টুইটারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। এতে টুইটারে ‘ট্রলিং’ বেড়ে যেতে পারে এবং ব্যবহারকারীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।’
এদিকে টুইটারের নতুন বোর্ড সদস্য হওয়ার পর মাস্ক সেখানে কীভাবে ভূমিকা রাখতে চান, তা এখনো স্পষ্ট করেননি। তবে টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ার কেনার আগে তিনি তাঁর ৮ কোটি অনুসারীর উদ্দেশ্যে পোল করে জানতে চেয়েছিলেন, টুইটার বাক্স্বাধীনতার নীতি মেনে চলে কি না। সেই পোলে সংখ্যাগরিষ্ঠ অনুসারী ‘না’ বলে ভোট দিয়েছেন।
ফেসবুক ও টুইটার থেকে ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক টুইটার পোস্টে বলেছেন, ‘মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যদি প্রকৃতপক্ষে বাক্স্বাধীনতার বিচারক হিসেবে কাজ করে, তবে সাধারণ মানুষ অসন্তুষ্ট হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেছেন, ‘ইলন মাস্কের টুইটার ব্যবহারের ইতিহাস দেখুন। ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারকারী নিয়ে তিনি কটূক্তি করেছিলেন এবং তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।’
টুইটারের একটি বড় অঙ্কের শেয়ার কেনার পর এবার সামাজিক যোগাযোগমাধ্যমটির বোর্ড সদস্য হলেন টেসলারের প্রধান নির্বাহী ইলন মাস্ক। আর এ খবরে আতঙ্কিত হয়ে পড়েছেন টুইটারের অনেক কর্মী। টুইটারের অভ্যন্তরীণ কয়েকজন কর্মী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষমতার ভবিষ্যৎ নিয়ে ভয়ের মধ্যে রয়েছেন।
টুইটারের চারজন কর্মী (রয়টার্স যাদের নাম প্রকাশ করেনি) বলেছেন, ক্ষতিকারক ব্যবহারকারী ও কনটেন্ট নিয়ে টুইটারের যে নীতিমালা রয়েছে, সেখানে মাস্ক প্রভাব বিস্তার করতে পারেন। এ জন্য মাস্কের ক্ষমতা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। কর্মীরা বলেন, ‘মতামত প্রকাশবিষয়ক নীতিমালার ক্ষেত্রে দীর্ঘ প্রচেষ্টায় টুইটার এখন যে পর্যায়ে এসেছে, সেখানে মাস্কের উদারপন্থী দৃষ্টিভঙ্গি টুইটারের অবস্থানকে দুর্বল করে দিতে পারে। এতে টুইটারে ‘ট্রলিং’ বেড়ে যেতে পারে এবং ব্যবহারকারীরা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।’
এদিকে টুইটারের নতুন বোর্ড সদস্য হওয়ার পর মাস্ক সেখানে কীভাবে ভূমিকা রাখতে চান, তা এখনো স্পষ্ট করেননি। তবে টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ার কেনার আগে তিনি তাঁর ৮ কোটি অনুসারীর উদ্দেশ্যে পোল করে জানতে চেয়েছিলেন, টুইটার বাক্স্বাধীনতার নীতি মেনে চলে কি না। সেই পোলে সংখ্যাগরিষ্ঠ অনুসারী ‘না’ বলে ভোট দিয়েছেন।
ফেসবুক ও টুইটার থেকে ট্রাম্পের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ইলন মাস্ক টুইটার পোস্টে বলেছেন, ‘মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো যদি প্রকৃতপক্ষে বাক্স্বাধীনতার বিচারক হিসেবে কাজ করে, তবে সাধারণ মানুষ অসন্তুষ্ট হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেছেন, ‘ইলন মাস্কের টুইটার ব্যবহারের ইতিহাস দেখুন। ২০১৮ সালে থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া শিশুদের উদ্ধারকারী নিয়ে তিনি কটূক্তি করেছিলেন এবং তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।’
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৯ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
২১ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে