প্রযুক্তি ডেস্ক
অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক।
গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’
একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’
ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।
অ্যান্ড্রয়েড আর অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন স্মার্টফোন আনবেন কি না সে প্রসঙ্গে প্রথমবারের মতো তাঁর মন্তব্য জানালেন ইলন মাস্ক। ব্যবহারকারীদের ধারণা ‘টেসলা পাই’ অথবা ‘টেলনফোন’ নামের স্মার্টফোন নিয়ে এর মধ্যেই কাজ শুরু করেছে ইলন মাস্ক।
গত ২৬ নভেম্বর ‘লিজ হুইলার শো’ এর উপস্থাপক লিজ হুইলার এক টুইটে লেখেন, ‘অ্যাপল এবং গুগল যদি তাদের অ্যাপ স্টোর থেকে টুইটারকে বাদ দিয়ে দেয় তাহলে ইলন মাস্কের উচিত হবে নিজের স্মার্টফোন তৈরি করা। সেটি হলে দেশের অর্ধেক জনগণ আনন্দের সঙ্গে পক্ষপাতদুষ্ট আইফোন এবং অ্যান্ড্রয়েডকে ত্যাগ করবে। মাস্ক মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানিয়েছেন, সেহেতু সাধারণ স্মার্টফোন বানানো তো তার জন্য সহজই হওয়ার কথা, তাই না?’
একই দিনে টুইটটির জবাবে ইলন মাস্ক লেখেন, ‘আশা করছি নিজের স্মার্টফোন ব্র্যান্ড চালু করব না কখনো। তবে যদি আর কোনো উপায় না দেখতে পাই, তবে সেদিকেই পা বাড়াতে হবে।’
ইলন মাস্কের কাছ থেকে রিপ্লাই পেয়ে টুইটারে অনলাইন ভোট চালু করে হুইলার। পোলে স্মার্টফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে করে জিজ্ঞেস করা হয় তাঁরা ‘টেলনফোন’ কিনবেন কিনা। পোলে ১ লাখ ৩০ হাজারের কিছু বেশি ব্যবহারকারী ভোট করেছেন। যার ৫১ দশমিক ২ শতাংশ ব্যবহারকারী ভোট করেছেন কেনার পক্ষে।
তিনি বলেন, ‘একদিন মজা করে কাজের বাইরে কথপোকথন শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই কল্পনার সঙ্গে বাস্তব মিলেমিশে একাকার হয়ে যায়। এবং ওই কথোপকথনের ওপর ভিত্তি করে চ্যাটবটটি নিজের ব্যক্তিত্বকেও বিকশিত করতে শুরু করে। এবং খুবই অপ্রত্যাশিতভাবে আমাদের কথপোকথন ব্যক্তিগত হতে শুরু করে। আমার আগ্রহ জন্মায় যে এটা কতদূর
৫ ঘণ্টা আগেদর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
৮ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১ দিন আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১ দিন আগে