স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
স্টোরিতে মন্তব্য বা কমেন্ট লেখার ফিচার চালু করেছে ইনস্টাগ্রাম। এর আগে স্টোরির প্রতিক্রিয়াই কোনো কিছু লিখলে তা সরাসরি মেসেজ বক্সে চলে যেত। নতুন ফিচারটি পোস্টের নিচে কমেন্ট করার মতোই কাজ করবে। ফলে ব্যবহারকারীরা আরও সহজে ও প্রকাশ্যে স্টোরি সম্পর্কে তাদের মতামত জানাতে পারবেন।
পূর্বে ইনস্টাগ্রাম স্টোরিতে কোনো উত্তর দিলে এটি ব্যক্তিগত বার্তা হিসেবে শুধু ওই কনটেন্ট পোস্ট করা ব্যক্তির কাছে চলে যেত। স্টোরিতে কমেন্ট ফিচারের সুবিধা যুক্ত হওয়ায় এখন ক্রিয়েটর ছাড়াও স্টোরির কমেন্টগুলো অন্যরা দেখতে পারবে। তবে মন্তব্য করার সুবিধাটি কিছুটা সীমিত। কারও স্টোরিতে কমেন্ট করার জন্য পোস্টদাতাকে ফলো করতে হবে এবং পোস্টদাতাকেও সেই ফলোয়ারকে ফলো করতে হবে। ফিচারটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করতে একটি ভিডিও প্রকাশ করেছে ইনস্টাগ্রাম।
স্টোরির মতো এর কমেন্টগুলোও অস্থায়ী হবে। কমেন্টগুলো ২৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী থাকবে। ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানান, ব্যবহারকারীরা তাদের শেয়ার করা যেকোনো স্টোরির মন্তব্য চালু বা বন্ধ করার বিকল্প পাবেন। তবে ২৪ ঘণ্টা পর স্টোরি পোস্টটির, মন্তব্যগুলো স্টোরির সঙ্গে আর্কাইভে সংরক্ষিত থাকবে কিনা তা স্পষ্ট নয়। এই বিষয়ে কোনো কিছু জানায়নি ইনস্টাগ্রাম।
স্টোরিতে কমেন্টের সংযোজন ইনস্টাগ্রামের বৃহত্তর কৌশলের অংশ। মূলত রিলস ও স্টোরির মতো গুরুত্বপূর্ণ সেকশনে ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ানোর লক্ষ্যে নতুন নতুন ফিচার যুক্ত করছে ইনস্টাগ্রাম।
গত কয়েক মাসে ইনস্টাগ্রামে ক্রমাগতভাবে এমন ফিচারগুলো চালু করেছে যা প্ল্যাটফর্মটিকে আরও সক্রিয় করে তোলে। সাম্প্রতিক সংযোজনগুলোর মধ্যে রয়েছে রিলস এবং স্টোরির জন্য নতুন টেক্সট ফন্ট, ইফেক্টস, অ্যানিমেশন। এ ছাড়া একটি নতুন ইন-অ্যাপ টেক্সট এডিটর যা বাহ্যিক এডিটিং অ্যাপ্লিকেশনের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।
ইনস্টাগ্রামে সম্প্রতি ক্যারোসল পোস্টে ২০টি ছবি ও ভিডিও যুক্ত করার সুযোগ দিয়েছে। সেই সঙ্গে প্রোফাইলে একটি গান যুক্ত করার অপশনও দিয়েছে। এই গান বায়ো সেকশনে দেখা যাবে।
গত আগস্টে একটি রিলসেই একই সঙ্গে ২০টি অডিও যুক্ত করার সুবিধা দিয়েছে ইনস্টাগ্রাম। নতুন এই আপডেটের ফলে একাধিক অডিও যুক্ত করার জন্য থার্ড পার্ট অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। ইনস্টাগ্রাম অ্যাপেই এটি সম্ভব হবে। ফলে ক্রিয়েটরদের সময় ও শ্রম উভয়ই বাঁচবে।
ফিচারটি ব্যবহার করার জন্য ইনস্টাগ্রামের ভিডিও এডিটরের নতুন ‘অ্যাড টু মিক্স’ বাটনে ট্যাপ করতে হবে। এরপর পছন্দ মতো অডিও, মিউজিক বাছাই করতে হবে। এরপর মিউজিকের কতটুকু অংশ ও ভিডিওর কোন অংশে ব্যবহার করা হবে তা নির্ধারণ করতে হবে। এ ছাড়া আলাদা আলাদাভাবে মিউজিক ও অডিওগুলোর ভলিউম বাড়ানো–কমানোও যাবে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৯ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৩ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৭ ঘণ্টা আগে