শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য নিয়ন্ত্রক সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
সংস্থার তথ্য সুরক্ষা কমিশনার বলেন, ‘আমরা গত শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।’
তবে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, কেউ কেউ তাদের অ্যাকাউন্টে আপগ্রেড করেছে। তারা বুঝতে পারেনি এর কারণে বেশ কিছু তথ্য পাবলিক হয়েছে। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে।
মেটার এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘যে অভিযোগে জরিমানা করা হয়েছে, তা অনেক পুরোনো। গত এক বছরে আমরা বেশ কিছু বিষয় আপডেট করেছি। আমরা অপ্রাপ্তবয়স্কদের নিরাপদ রাখতে এবং তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৮ বছরের কম বয়সী কেউ যখন ইনস্টাগ্রামে যোগদান করে, তখন তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। তারা কী পোস্ট করে তা কেবল নিজেরা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ না করলে মেসেজও দিতে পারে না।
শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এই জরিমানা করেছে আয়ারল্যান্ডের তথ্য নিয়ন্ত্রক সংস্থা। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বর এবং ই-মেইল ঠিকানা সবার জন্য উন্মুক্ত হয়ে যাওয়ায় এই জরিমানা করা হয়েছে।
সংস্থার তথ্য সুরক্ষা কমিশনার বলেন, ‘আমরা গত শুক্রবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। ইনস্টাগ্রামকে ৪০৫ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।’
তবে ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা বলছে, কেউ কেউ তাদের অ্যাকাউন্টে আপগ্রেড করেছে। তারা বুঝতে পারেনি এর কারণে বেশ কিছু তথ্য পাবলিক হয়েছে। মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করেছে।
মেটার এক কর্মকর্তা বিবিসিকে বলেন, ‘যে অভিযোগে জরিমানা করা হয়েছে, তা অনেক পুরোনো। গত এক বছরে আমরা বেশ কিছু বিষয় আপডেট করেছি। আমরা অপ্রাপ্তবয়স্কদের নিরাপদ রাখতে এবং তথ্য গোপন রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’
১৮ বছরের কম বয়সী কেউ যখন ইনস্টাগ্রামে যোগদান করে, তখন তাদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্যক্তিগত হয়ে যায়। তারা কী পোস্ট করে তা কেবল নিজেরা জানে এবং প্রাপ্তবয়স্করা তাদের অনুসরণ না করলে মেসেজও দিতে পারে না।
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৭ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
১৯ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে