প্রযুক্তি ডেস্ক
কিশোর-কিশোরীদের অনলাইনে সুরক্ষা প্রদান করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে ১৬ বছরের কম (কিছু দেশে ১৮-এর কম) বয়সী কিশোর-কিশোরীরা ফেসবুকে কিছু অতিরিক্ত গোপনীয়তা সেটিংস এর সুবিধা পাবে।
১৬ বছরের কম বয়সী কিশোর–কিশোরীরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে নতুন এই সেটিংসের সুবিধা পাবে। তবে ইতিমধ্যে যেসব কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করছে, তাদের নতুন গোপনীয়তা সেটিংসটি নিজ থেকে নির্বাচন করে ব্যবহার করতে হবে।
কিশোর-কিশোরীরা নিজেদের বন্ধুতালিকা, ট্যাগ, ফলোয়ারের তালিকা ইত্যাদি দেখতে পারবে, কারা তাদের পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে ইত্যাদি ঠিক করতে পারবে নতুন এই সেটিংসের মাধ্যমে।
সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ থেকেও সুরক্ষা দেবে নতুন এই সেটিংস। সন্দেহজনক অ্যাকাউন্ট বলতে একজন প্রাপ্তবয়স্কের আইডি বোঝানো হচ্ছে, যার বিরুদ্ধে ফেসবুকে ইতিমধ্যেই কোনো অভিযোগ জমা পড়েছে। এসব সন্দেহজনক অ্যাকাউন্টকে কিশোর-কিশোরীদের ফেসবুক আইডি থেকে দূরে রাখবে মেটা। কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট প্রবেশ করামাত্রই ম্যাসেজ বাটন চলে যাওয়ার সুবিধাও পরীক্ষামূলক অবস্থায় রেখেছে মেটা।
কিশোর-কিশোরীদের নিরাপত্তায় গত বছর ইনস্টাগ্রামেই প্রথম গোপনীয়তা সেটিংস পরিবর্তন করেছিল মেটা। এ বছর গোপনীয়তা সেটিংস ফেসবুকেও আনার পাশাপাশি ইনস্টাগ্রামেও সেটি আপডেট করা হয়েছে। এ ছাড়া, কিশোর-কিশোরীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়ানো বন্ধ করতে নতুন আপডেট নিয়ে কাজ করছে মেটা।
কিশোর-কিশোরীদের অনলাইনে সুরক্ষা প্রদান করতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন আপডেট এনেছে মেটা। এখন থেকে ১৬ বছরের কম (কিছু দেশে ১৮-এর কম) বয়সী কিশোর-কিশোরীরা ফেসবুকে কিছু অতিরিক্ত গোপনীয়তা সেটিংস এর সুবিধা পাবে।
১৬ বছরের কম বয়সী কিশোর–কিশোরীরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুললেই স্বয়ংক্রিয়ভাবে নতুন এই সেটিংসের সুবিধা পাবে। তবে ইতিমধ্যে যেসব কিশোর-কিশোরী ফেসবুক ব্যবহার করছে, তাদের নতুন গোপনীয়তা সেটিংসটি নিজ থেকে নির্বাচন করে ব্যবহার করতে হবে।
কিশোর-কিশোরীরা নিজেদের বন্ধুতালিকা, ট্যাগ, ফলোয়ারের তালিকা ইত্যাদি দেখতে পারবে, কারা তাদের পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে ইত্যাদি ঠিক করতে পারবে নতুন এই সেটিংসের মাধ্যমে।
সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট থেকে আসা মেসেজ থেকেও সুরক্ষা দেবে নতুন এই সেটিংস। সন্দেহজনক অ্যাকাউন্ট বলতে একজন প্রাপ্তবয়স্কের আইডি বোঝানো হচ্ছে, যার বিরুদ্ধে ফেসবুকে ইতিমধ্যেই কোনো অভিযোগ জমা পড়েছে। এসব সন্দেহজনক অ্যাকাউন্টকে কিশোর-কিশোরীদের ফেসবুক আইডি থেকে দূরে রাখবে মেটা। কিশোর-কিশোরীদের ইনস্টাগ্রাম প্রোফাইলে কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট প্রবেশ করামাত্রই ম্যাসেজ বাটন চলে যাওয়ার সুবিধাও পরীক্ষামূলক অবস্থায় রেখেছে মেটা।
কিশোর-কিশোরীদের নিরাপত্তায় গত বছর ইনস্টাগ্রামেই প্রথম গোপনীয়তা সেটিংস পরিবর্তন করেছিল মেটা। এ বছর গোপনীয়তা সেটিংস ফেসবুকেও আনার পাশাপাশি ইনস্টাগ্রামেও সেটি আপডেট করা হয়েছে। এ ছাড়া, কিশোর-কিশোরীদের ব্যক্তিগত ছবি অনলাইনে ছড়ানো বন্ধ করতে নতুন আপডেট নিয়ে কাজ করছে মেটা।
ফাইন্যান্সিয়াল টাইমস বলছে, ২০২৪ সালে বিশ্বের ১০টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের সিইওদের নিরাপত্তায় খরচ বেড়ে ৪৫ মিলিয়ন ডলারের বেশি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যয় করেছে মেটা। ২০২৪ সালে কোম্পানিটি শুধু মার্ক জাকারবার্গের জন্যই খরচ করেছে প্রায় ২৭ মিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ৩ মিলিয়ন ডলার বেশি।
১১ ঘণ্টা আগেচীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১৩ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৪ ঘণ্টা আগে