জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরোনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। এ জন্য প্ল্যাটফর্মটি ‘ফেসবুক মেমোরিজ’ ফিচার ব্যবহার করে। ফিচারটির মাধ্যমে এক বা একাধিক বছর আগের নির্দিষ্ট দিনে প্রকাশ করা বিভিন্ন পোস্ট গুলো (ছবি, ভিডিও, বা যেকোনো কনটেন্ট) দেখা যায়। তবে অনেক সময় নিউজ ফিড থেকে সেগুলো চলে যায়। তবে মেমোরিজ সেকশন থেকে সেগুলো পুনরায় দেখা যায়।
ফেসবুক মেমোরিজ যা যা দেখায়
সাধারণত প্রতি দিন একবার স্মৃতিগুলো তুলে ধরে মেমোরিজ। ফিচারটি এমন সব স্মৃতি নিয়ে সামনে নিয়ে আসে, যা আপনি শেয়ার করেছেন, অন্যরা আপনাকে ট্যাগ করেছে বা ফেসবুক বন্ধুত্বের বছরপূর্তি উপলক্ষে উদ্যাপন করা পোস্ট। এগুলো সাধারণত যেদিন পোস্ট করা হয়েছে সেই তারিখের ওপর ভিত্তি করে দেখায়। যত দিন আপনি ফেসবুক ব্যবহার করছেন, তত বছরের পুরোনো স্মৃতি দেখা যায়।
যদি আপনি কোনো দিনের মেমোরি না দেখতে পান, তবে তার মানে হল যে ওই দিনটি সম্পর্কিত অতীতের কোনো পোস্ট বা স্মৃতি ফেসবুকের কাছে নেই।
স্মার্টফোন অ্যাপ থেকে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
নিউজফিডে সাধারণত মেমোরি দেখতে পাবেন, তবে বহু বছরের পুরোনো মেমোরি দেখতে মেমোরি সেকশন-এ যেতে পারেন।
১. ফেসবুক অ্যাপটি খুলুন এবং ডিভাইসের ওপর বা নিচের দিকে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন ‘ইউওর শর্টকাট’ এর নিচে মেমোরি অপশন নির্বাচন করুন।
৩. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে সেই সেকশনটি স্ক্রল করে নিচে চলে যান এবং ‘সি মোর"-এ ট্যাপ করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
এরপর ‘অন দিস ডে’ সেকশনে সেই দিনের আগের বছরের স্মৃতি দেখতে পারবেন।
ফেসবুক মেমোরির সেটিংস পরিবর্তন
আপনি ফেসবুক মেমোরির নোটিফিকেশন কন্ট্রোল করতে পারেন এবং কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ তারিখকে মেমোরিতে না দেখানোর জন্য সেটিংস পরিবর্তন করতে পারেন। এ জন্য মেমোরি হোমের ওপরের ডান দিকে ‘গিয়ার আইকনে’ (সেটিংস আইকোন) ট্যাপ করুন। এর ফলে মেমোরি সেটিংস খোলা যাবে। সেটিংস থেকে নিচের অপশনগুলো নির্বাচন করা যাবে—
নোটিফিকেশনের জন্য: নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিজ’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে। এরপর ‘হাইলাইটস’নির্বাচন করলে বিশেষ স্মৃতি দেখাবে। ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক।
হাইড পিপল: কোনো ব্যক্তির স্মৃতি লুকিয়ে রাখতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যায়। হাইড ডেট: একটি নির্দিষ্ট তারিখ-সীমার মধ্যে স্মৃতি লুকিয়ে রাখা যায় এই অপশন থেকে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
মোবাইল ডিভাইসে যেমন পুরোনো স্মৃতি দেখা যায়, তেমনি ফেসবুক ওয়েবসাইটেও দেখা যায়। তবে ওয়েবসাইটে মেমোরিজ খুঁজে পেতে আরও কিছু ধাপ অনুসরণ আছে।
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. ওপরের নেভিগেশন বারে ‘হোম’ ট্যাবটিতে ক্লিক করুন।
৩. বাম পাশে মেমোরিজ নির্বাচন করুন।
৪. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে ওপরের সেকশনের নিচে ‘সি মোর’ অপশনে-ক্লিক করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরির সেটিংস পরিবর্তন
যদি আপনি ফেসবুক ওয়েবসাইটে মেমোরির নোটিফিকেশন পরিবর্তন করতে চান অথবা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা তারিখ মেমোরি থেকে লুকাতে চান, তাহলে এটি মোবাইল ডিভাইসের মতোই সহজ।
১. মেমোরিজ হোম থেকে বাম পাশে ‘নোটিফিকেশন’ নির্বাচন করুন।
২. ডান দিকে ‘অল মেমোরিজ’, ‘হাইলাইটস; বা ‘নান’ নির্বাচন করুন, যাতে আপনি মেমোরি নোটিফিকেশন কীভাবে দেখতে চান তা ঠিক করতে পারেন।
৩. কারও স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড পিপল’ নির্বাচন করুন। ডান দিকে সেই ব্যক্তির নাম টাইপ করুন এবং সঠিক নামটি নির্বাচন করুন যখন তা সাজেশন হিসেবে দেখাবে। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৪. নির্দিষ্ট তারিখের স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড ডেটস’নির্বাচন করুন।
ডান দিকে ‘অ্যাড নিউ ডেট রেঞ্জ’–এ ক্লিক করুন এবং ‘স্টার্ট ডেট’ ও ‘এন্ড ডেট’ নির্বাচন করুন। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
জীবনের বিশেষ মুহূর্তগুলো আবার নতুন করে অনুভব করার জন্য পুরোনো স্মৃতিগুলো সামনে নিয়ে আসে ফেসবুক। এ জন্য প্ল্যাটফর্মটি ‘ফেসবুক মেমোরিজ’ ফিচার ব্যবহার করে। ফিচারটির মাধ্যমে এক বা একাধিক বছর আগের নির্দিষ্ট দিনে প্রকাশ করা বিভিন্ন পোস্ট গুলো (ছবি, ভিডিও, বা যেকোনো কনটেন্ট) দেখা যায়। তবে অনেক সময় নিউজ ফিড থেকে সেগুলো চলে যায়। তবে মেমোরিজ সেকশন থেকে সেগুলো পুনরায় দেখা যায়।
ফেসবুক মেমোরিজ যা যা দেখায়
সাধারণত প্রতি দিন একবার স্মৃতিগুলো তুলে ধরে মেমোরিজ। ফিচারটি এমন সব স্মৃতি নিয়ে সামনে নিয়ে আসে, যা আপনি শেয়ার করেছেন, অন্যরা আপনাকে ট্যাগ করেছে বা ফেসবুক বন্ধুত্বের বছরপূর্তি উপলক্ষে উদ্যাপন করা পোস্ট। এগুলো সাধারণত যেদিন পোস্ট করা হয়েছে সেই তারিখের ওপর ভিত্তি করে দেখায়। যত দিন আপনি ফেসবুক ব্যবহার করছেন, তত বছরের পুরোনো স্মৃতি দেখা যায়।
যদি আপনি কোনো দিনের মেমোরি না দেখতে পান, তবে তার মানে হল যে ওই দিনটি সম্পর্কিত অতীতের কোনো পোস্ট বা স্মৃতি ফেসবুকের কাছে নেই।
স্মার্টফোন অ্যাপ থেকে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
নিউজফিডে সাধারণত মেমোরি দেখতে পাবেন, তবে বহু বছরের পুরোনো মেমোরি দেখতে মেমোরি সেকশন-এ যেতে পারেন।
১. ফেসবুক অ্যাপটি খুলুন এবং ডিভাইসের ওপর বা নিচের দিকে থাকা মেনু আইকনে (তিনটি অনুভূমিক লাইন) ট্যাপ করুন।
২. এখন ‘ইউওর শর্টকাট’ এর নিচে মেমোরি অপশন নির্বাচন করুন।
৩. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে সেই সেকশনটি স্ক্রল করে নিচে চলে যান এবং ‘সি মোর"-এ ট্যাপ করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
এরপর ‘অন দিস ডে’ সেকশনে সেই দিনের আগের বছরের স্মৃতি দেখতে পারবেন।
ফেসবুক মেমোরির সেটিংস পরিবর্তন
আপনি ফেসবুক মেমোরির নোটিফিকেশন কন্ট্রোল করতে পারেন এবং কিছু নির্দিষ্ট ব্যক্তি বা বিশেষ তারিখকে মেমোরিতে না দেখানোর জন্য সেটিংস পরিবর্তন করতে পারেন। এ জন্য মেমোরি হোমের ওপরের ডান দিকে ‘গিয়ার আইকনে’ (সেটিংস আইকোন) ট্যাপ করুন। এর ফলে মেমোরি সেটিংস খোলা যাবে। সেটিংস থেকে নিচের অপশনগুলো নির্বাচন করা যাবে—
নোটিফিকেশনের জন্য: নোটিফিকেশনস অপশন থেকে ‘অল মেমোরিজ’ নির্বাচন করলে সব মেমোরিজ পোস্ট দেখা যাবে। এরপর ‘হাইলাইটস’নির্বাচন করলে বিশেষ স্মৃতি দেখাবে। ‘নান’ অপশন নির্বাচন করলেই মেমোরিজে কোনো পোস্ট প্রদর্শন করবে না ফেসবুক।
হাইড পিপল: কোনো ব্যক্তির স্মৃতি লুকিয়ে রাখতে চাইলে এই অপশনটি ব্যবহার করা যায়। হাইড ডেট: একটি নির্দিষ্ট তারিখ-সীমার মধ্যে স্মৃতি লুকিয়ে রাখা যায় এই অপশন থেকে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরি খুঁজে পাবেন যেভাবে
মোবাইল ডিভাইসে যেমন পুরোনো স্মৃতি দেখা যায়, তেমনি ফেসবুক ওয়েবসাইটেও দেখা যায়। তবে ওয়েবসাইটে মেমোরিজ খুঁজে পেতে আরও কিছু ধাপ অনুসরণ আছে।
১. ফেসবুক ওয়েবসাইটে লগ ইন করুন।
২. ওপরের নেভিগেশন বারে ‘হোম’ ট্যাবটিতে ক্লিক করুন।
৩. বাম পাশে মেমোরিজ নির্বাচন করুন।
৪. যদি মেমোরি তালিকায় না দেখতে পান, তাহলে ওপরের সেকশনের নিচে ‘সি মোর’ অপশনে-ক্লিক করুন। এরপর মেমোরি অপশনটি দেখানো হবে।
ফেসবুক ওয়েবসাইটে মেমোরির সেটিংস পরিবর্তন
যদি আপনি ফেসবুক ওয়েবসাইটে মেমোরির নোটিফিকেশন পরিবর্তন করতে চান অথবা কিছু নির্দিষ্ট ব্যক্তি বা তারিখ মেমোরি থেকে লুকাতে চান, তাহলে এটি মোবাইল ডিভাইসের মতোই সহজ।
১. মেমোরিজ হোম থেকে বাম পাশে ‘নোটিফিকেশন’ নির্বাচন করুন।
২. ডান দিকে ‘অল মেমোরিজ’, ‘হাইলাইটস; বা ‘নান’ নির্বাচন করুন, যাতে আপনি মেমোরি নোটিফিকেশন কীভাবে দেখতে চান তা ঠিক করতে পারেন।
৩. কারও স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড পিপল’ নির্বাচন করুন। ডান দিকে সেই ব্যক্তির নাম টাইপ করুন এবং সঠিক নামটি নির্বাচন করুন যখন তা সাজেশন হিসেবে দেখাবে। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
৪. নির্দিষ্ট তারিখের স্মৃতি লুকানোর জন্য বাম পাশে ‘হাইড ডেটস’নির্বাচন করুন।
ডান দিকে ‘অ্যাড নিউ ডেট রেঞ্জ’–এ ক্লিক করুন এবং ‘স্টার্ট ডেট’ ও ‘এন্ড ডেট’ নির্বাচন করুন। এরপর ‘সেভ’ বাটনে ক্লিক করুন।
তথ্যসূত্র: লাইফ ওয়্যার
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে