Ajker Patrika

ইনস্টাগ্রামে রিল তৈরি করবেন যেভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮: ০১
ইনস্টাগ্রামে রিল তৈরি করা খুবই সহজ। ছবি: সংগৃহীত
ইনস্টাগ্রামে রিল তৈরি করা খুবই সহজ। ছবি: সংগৃহীত

টিকটকের সঙ্গে পাল্লা দিতেই ছোট দৈর্ঘ্যের ভিডিও (রিল) আপলোডের সুবিধা চালু করে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম রিলের মাধ্যমে নিজের সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি হাজারো মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। আজকের তরুণ প্রজন্ম থেকে শুরু করে কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা কিংবা ছোট ব্যবসায়ীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফিচার এটি। এখনো ইনস্টাগ্রামে রিল তৈরির পদ্ধতি জানেন না অনেকেই।

তবে রিল তৈরি করা খুবই সহজ। কিছু সহজ ধাপ অনুসরণ করলেই খুব সহজেই আকর্ষণীয় রিল তৈরি করা যাবে। বর্তমানে ৩ মিনিটের দৈর্ঘ্যের রিল ইনস্টাগ্রামে পোস্ট করা যায়।

ইনস্টাগ্রাম রিল তৈরি করবেন যেভাবে

১. প্রথমেই ইনস্টাগ্রাম অ্যাপ চালু করুন।

২. নিচের দিকে থাকা ‘+’ আইকনে ট্যাপ করুন।

৩. এবার নিচের দিকে রিল অপশনে ট্যাপ করুন। এর ফলে ইনস্টাগ্রামের ক্যামেরা ও ফোনের গ্যালারি একই সঙ্গে দেখা যাবে।

এই পেজ থেকে কয়েকটি উপায়ে রিল তৈরি করতে পারেন—ইনস্টাগ্রামের ক্যামেরা ব্যবহার করে নতুন ভিডিও ধারণ করে, ফোনের গ্যালারিতে থাকা ভিডিও নির্বাচন করে।

৪. আপনি যদি ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও রেকর্ড করতে চান, তাহলে বাম পাশের ওপরের দিকে থাকা ‘ক্যামেরা’ বাটনে ট্যাপ করুন ও ভিডিও রেকর্ড করুন।

৫. যদি গ্যালারি থেকে ভিডিও আপলোড করতে চান, তাহলে গ্যালারি থেকে কাঙ্ক্ষিত ভিডিও নির্বাচন করুন।

৬. এখন রিলটি পছন্দমতো এডিট করুন। চাইলে বিভিন্ন অপশন থেকে ফিল্টার দিতে পারবেন। ভয়েস, টেক্সট ও স্টিকারও যোগ করতে পারবেন। সেই সঙ্গে ভিডিও দৈর্ঘ্য কমাতে বা বাড়াতে পারবেন।

৭. রিলসটি পছন্দমতো এডিট শেষ হলে বাম পাশের নিচের দিকে থাকা ‘নেক্সট’ বাটনে ট্যাপ করুন।

৮. এখন রিলের জন্য পছন্দমতো ক্যাপশন ও হ্যাশট্যাগ যুক্ত করুন। সেই সঙ্গে রিলে কাউকে ট্যাগ করতে চাইলে তা এখনই করে ফেলুন। এভাবেই রিলটি তৈরি হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ফোন বন্ধ পেলে ধরে নিবা মারা গেছি’, স্ত্রীকে বলেছিলেন ইউক্রেনে নিহত রাজবাড়ীর নজরুল

শাহবাগে গত রাতে ফুটপাত থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার

নার্সিং হোমে বয়স্ক পুরুষদের ওষুধ খেতে উৎসাহিত করতে মিনি স্কার্ট পরে তরুণীর নাচ

ফিলিস্তিনিদের বের করে দেওয়া হবে না, বরং উল্টোটা ঘটবে: ট্রাম্প

যে কারণে শান্তিতে নোবেল পেয়েছেন ইসরায়েলের দুজন প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত