অনলাইন ডেস্ক
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। দিকনির্দেশনার ক্ষেত্রে অচেনা জায়গায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা নিরাপত্তার স্বার্থে এটি বেশ কার্যকর একটি ফিচার।
মেসেঞ্জারে লাইভ লোকেশন যাঁর সঙ্গে শেয়ার করা হবে, সে ব্যক্তি আপনার অবস্থান ৬০ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন। ফিচারটি খুব দ্রুত চালু করা যায়।
মেসেঞ্জারে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে লাইভ লোকেশন শেয়ার করতে চান, সেটি চালু করুন।
৩. এখন নিচের বাঁ পাশে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করুন।
৪. এবার লোকেশন আইকনে ট্যাপ করুন।
৫. প্রথমবার এ ফিচার চালুর ক্ষেত্রে মেসেঞ্জার ফোনের জিপিএস চালু করার জন্য অনুমতি চাইবে। তাই অনুমতি দিতে ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন একটি ম্যাপ দেখা যাবে। ম্যাপে ডিভাইসে, অর্থাৎ আপনার লোকেশন দেখা যাবে।
৭. লাইভ লোকেশন শেয়ারের জন্য ‘স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর ৬০ মিনিটস’ অপশনে ট্যাপ করুন। এভাবে ৬০ মিনিটের জন্য আপনার লোকেশন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে শেয়ার হবে।
৮. লোকেশন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ শেয়ারিং লাইভ লোকেশন’ অপশনে ট্যাপ করুন।
যতক্ষণ লোকেশন শেয়ার করবেন, ততক্ষণ ফোনে ইন্টারনেট সংযোগ ও জিপিএস চালু থাকতে হবে। ইন্টারনেটের সংযোগ বন্ধ হলে বা জিপিএস বন্ধ হলে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগের মাধ্যমগুলো যেমন সহজ হয়েছে, তেমনি নিরাপত্তা ও সুবিধার জন্য নতুন নতুন ফিচারও যুক্ত হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ ফিচার হলো মেসেঞ্জারের লাইভ লোকেশন শেয়ারিং। ফেসবুকের মেসেঞ্জার অ্যাপে সুবিধাটি ব্যবহারকারীদের নিজ অবস্থান সরাসরি বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেওয়া হয়। দিকনির্দেশনার ক্ষেত্রে অচেনা জায়গায় পরিচয় করিয়ে দেওয়ার জন্য বা নিরাপত্তার স্বার্থে এটি বেশ কার্যকর একটি ফিচার।
মেসেঞ্জারে লাইভ লোকেশন যাঁর সঙ্গে শেয়ার করা হবে, সে ব্যক্তি আপনার অবস্থান ৬০ মিনিট বা ১ ঘণ্টা পর্যন্ত সরাসরি দেখতে পারবেন। ফিচারটি খুব দ্রুত চালু করা যায়।
মেসেঞ্জারে নিজের লাইভ লোকেশন শেয়ার করবেন যেভাবে
১. স্মার্টফোনে মেসেঞ্জার চালু করুন।
২. যে চ্যাটে লাইভ লোকেশন শেয়ার করতে চান, সেটি চালু করুন।
৩. এখন নিচের বাঁ পাশে থাকা ‘প্লাস’ আইকনে ট্যাপ করুন।
৪. এবার লোকেশন আইকনে ট্যাপ করুন।
৫. প্রথমবার এ ফিচার চালুর ক্ষেত্রে মেসেঞ্জার ফোনের জিপিএস চালু করার জন্য অনুমতি চাইবে। তাই অনুমতি দিতে ‘টার্ন অন’ বাটনে ট্যাপ করুন।
৬. এখন একটি ম্যাপ দেখা যাবে। ম্যাপে ডিভাইসে, অর্থাৎ আপনার লোকেশন দেখা যাবে।
৭. লাইভ লোকেশন শেয়ারের জন্য ‘স্টার্ট শেয়ারিং লাইভ লোকেশন ফর ৬০ মিনিটস’ অপশনে ট্যাপ করুন। এভাবে ৬০ মিনিটের জন্য আপনার লোকেশন কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে শেয়ার হবে।
৮. লোকেশন শেয়ার বন্ধ করার জন্য ‘স্টপ শেয়ারিং লাইভ লোকেশন’ অপশনে ট্যাপ করুন।
যতক্ষণ লোকেশন শেয়ার করবেন, ততক্ষণ ফোনে ইন্টারনেট সংযোগ ও জিপিএস চালু থাকতে হবে। ইন্টারনেটের সংযোগ বন্ধ হলে বা জিপিএস বন্ধ হলে লোকেশন শেয়ারিং বন্ধ হয়ে যাবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
১৩ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
১৪ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১৫ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
১৬ ঘণ্টা আগে