আজকের পত্রিকা ডেস্ক
গত কয়েক বছরে টিকটক যেন একপ্রকার ডিজিটাল ঝড় তুলে দিয়েছে। ১৫ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত ছোট ভিডিওর এ প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের চিন্তা, সংস্কৃতি, এমনকি জীবিকার ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন এনেছে। আপনি হয়তো লক্ষ করেছেন, যে ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন, টিকটক আপনাকে সেগুলোর মতোই আরও ভিডিও দেখাতে থাকে। অনেকের মনে প্রশ্ন আসে—এটা কীভাবে সম্ভব। এর উত্তর লুকিয়ে রয়েছে টিকটকের ‘অ্যালগরিদম’ প্রযুক্তির ভেতরে। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে টিকটকের অ্যালগরিদম একেবারে অনন্য।
টিকটকের অ্যালগরিদম কী
সহজ ভাষায় বললে, টিকটকের অ্যালগরিদম হলো একটি জটিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রক্রিয়া, যা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়—কোন ভিডিওটি আপনার কাছে দেখানো হবে।
‘ফর ইউ পেজ’ হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেটা মূলত এই অ্যালগরিদমের ফল। যেসব অ্যাকাউন্টকে আগে কখনো অনুসরণ করেননি, সেগুলোর ভিডিও এখানে দেখা যায়। তবে সেগুলো আপনার পছন্দের সঙ্গে খাপ খায়।
কীভাবে কাজ করে টিকটকের অ্যালগরিদম
টিকটকের অ্যালগরিদম নিচের উপাদানগুলো বিশ্লেষণ করে আপনার জন্য ভিডিও সাজায়—
১. আপনার ইন্টারঅ্যাকশন
টিকটকে আপনার ইন্টারঅ্যাকশনের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম কাজ করে। এসব ইন্টারঅ্যাকশনের মধ্যে রয়েছে—
২. ভিডিওর তথ্য
ভিডিওর তথ্য অনুসারেও টিকটক আপনাকে ভিডিও দেখায়। এসব তথ্য হলো—ক্যাপশন, হ্যাশট্যাগ, ব্যবহার করা গান বা অডিও
ও ভিডিওর ক্যাটাগরি বা ধরন (নাচ, ভ্রমণ, কমেডি ইত্যাদি)।
৩. আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংস
আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের তথ্যও টিকটকে অ্যালগরিদমকে সাহায্য করে। যেমন: সেটিংসে কোন ভাষা নির্বাচন করা রয়েছে, অবস্থান (লোকেশন), মোবাইল ডিভাইসের ধরন ও দেশভিত্তিক প্রবণতা। এসব তথ্য একত্র করে অ্যালগরিদম ‘মিলিয়ে’ দেখে আপনার পছন্দ কোন দিকে ঝুঁকে রয়েছে।
টিকটকের অ্যালগরিদম এত সফল কেন
পার্সোনালাইজড (ব্যক্তিনির্ভর): প্রত্যেক ব্যবহারকারীর জন্য ভিডিও সাজানো হয় আলাদাভাবে। একই ভিডিও আপনি ও আপনার বন্ধুর এফওয়াইপি তে নাও আসতে পারে।
এনগেজমেন্ট বাড়ায়: টিকটক এমন ভিডিও দেখায়, যেগুলো দেখে আপনি প্রতিক্রিয়া দেন, যার ফলে আপনি বেশি সময় অ্যাপে থাকেন।
নতুন কনটেন্ট ক্রিয়েটরদেরও সুযোগ দেয়: ইনস্টাগ্রাম ও ইউটিউবে বড় ক্রিয়েটরদের ভিডিও বেশি আসে। তবে দর্শকের পছন্দের সঙ্গে মিলে গেলে টিকটকে নতুনদের ভিডিওও ভাইরাল হয়ে যেতে পারে।
গত কয়েক বছরে টিকটক যেন একপ্রকার ডিজিটাল ঝড় তুলে দিয়েছে। ১৫ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত ছোট ভিডিওর এ প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের চিন্তা, সংস্কৃতি, এমনকি জীবিকার ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন এনেছে। আপনি হয়তো লক্ষ করেছেন, যে ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন, টিকটক আপনাকে সেগুলোর মতোই আরও ভিডিও দেখাতে থাকে। অনেকের মনে প্রশ্ন আসে—এটা কীভাবে সম্ভব। এর উত্তর লুকিয়ে রয়েছে টিকটকের ‘অ্যালগরিদম’ প্রযুক্তির ভেতরে। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে টিকটকের অ্যালগরিদম একেবারে অনন্য।
টিকটকের অ্যালগরিদম কী
সহজ ভাষায় বললে, টিকটকের অ্যালগরিদম হলো একটি জটিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রক্রিয়া, যা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়—কোন ভিডিওটি আপনার কাছে দেখানো হবে।
‘ফর ইউ পেজ’ হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেটা মূলত এই অ্যালগরিদমের ফল। যেসব অ্যাকাউন্টকে আগে কখনো অনুসরণ করেননি, সেগুলোর ভিডিও এখানে দেখা যায়। তবে সেগুলো আপনার পছন্দের সঙ্গে খাপ খায়।
কীভাবে কাজ করে টিকটকের অ্যালগরিদম
টিকটকের অ্যালগরিদম নিচের উপাদানগুলো বিশ্লেষণ করে আপনার জন্য ভিডিও সাজায়—
১. আপনার ইন্টারঅ্যাকশন
টিকটকে আপনার ইন্টারঅ্যাকশনের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম কাজ করে। এসব ইন্টারঅ্যাকশনের মধ্যে রয়েছে—
২. ভিডিওর তথ্য
ভিডিওর তথ্য অনুসারেও টিকটক আপনাকে ভিডিও দেখায়। এসব তথ্য হলো—ক্যাপশন, হ্যাশট্যাগ, ব্যবহার করা গান বা অডিও
ও ভিডিওর ক্যাটাগরি বা ধরন (নাচ, ভ্রমণ, কমেডি ইত্যাদি)।
৩. আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংস
আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের তথ্যও টিকটকে অ্যালগরিদমকে সাহায্য করে। যেমন: সেটিংসে কোন ভাষা নির্বাচন করা রয়েছে, অবস্থান (লোকেশন), মোবাইল ডিভাইসের ধরন ও দেশভিত্তিক প্রবণতা। এসব তথ্য একত্র করে অ্যালগরিদম ‘মিলিয়ে’ দেখে আপনার পছন্দ কোন দিকে ঝুঁকে রয়েছে।
টিকটকের অ্যালগরিদম এত সফল কেন
পার্সোনালাইজড (ব্যক্তিনির্ভর): প্রত্যেক ব্যবহারকারীর জন্য ভিডিও সাজানো হয় আলাদাভাবে। একই ভিডিও আপনি ও আপনার বন্ধুর এফওয়াইপি তে নাও আসতে পারে।
এনগেজমেন্ট বাড়ায়: টিকটক এমন ভিডিও দেখায়, যেগুলো দেখে আপনি প্রতিক্রিয়া দেন, যার ফলে আপনি বেশি সময় অ্যাপে থাকেন।
নতুন কনটেন্ট ক্রিয়েটরদেরও সুযোগ দেয়: ইনস্টাগ্রাম ও ইউটিউবে বড় ক্রিয়েটরদের ভিডিও বেশি আসে। তবে দর্শকের পছন্দের সঙ্গে মিলে গেলে টিকটকে নতুনদের ভিডিওও ভাইরাল হয়ে যেতে পারে।
যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগের মামলা নিষ্পত্তিতে ৩ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগে বলা হয়েছে, ইউটিউব অভিভাবকদের সম্মতি ছাড়াই শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এই তথ্য ব্যবহার করে শিশুদের লক্ষ্য করে বিজ্ঞাপন দেখানো হয়।
১ ঘণ্টা আগে২০২৫-২৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব কটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি। বাংলালিংকের ডিজিটাল পোর্টফোলিওর অংশ এই প্ল্যাটফর্ম শুরু হওয়া ইপিএলের ৩৮০টি ম্যাচ সরাসরি সম্প্রচার ডিজিটাল স্বত্ব কিনে নিয়েছে।
১৪ ঘণ্টা আগেভারতে নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান চালু করল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। ‘চ্যাটজিপিটি গো’ নামের প্ল্যানটির মাসিক খরচ মাত্র ৪ দশমিক ৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৮ টাকা)। নতুন প্ল্যানটি আগের চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের (প্রায় ২৩ ডলার) তুলনায় অনেক সস্তা।
১৮ ঘণ্টা আগেগ্রুপ কলকে আরও পরিকল্পিত ও সহজ করতে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটে এসেছে কল শিডিউলিং, গ্রুপ কল ইনভাইট, অংশগ্রহণকারীদের তালিকা দেখার সুবিধা এবং ইন্টারঅ্যাকটিভ রিঅ্যাকশন দেওয়ার মতো স্মার্ট সব ফিচার।
১৮ ঘণ্টা আগে