Ajker Patrika

টিকটক অ্যালগরিদম কী, ভিডিও র‍্যাঙ্ক করে কীভাবে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮: ১২
টিকটকের অ্যালগরিদম হলো একটি জটিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রক্রিয়া। ছবি: হাও টু গিক
টিকটকের অ্যালগরিদম হলো একটি জটিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রক্রিয়া। ছবি: হাও টু গিক

গত কয়েক বছরে টিকটক যেন একপ্রকার ডিজিটাল ঝড় তুলে দিয়েছে। ১৫ সেকেন্ড থেকে ৩ মিনিট পর্যন্ত ছোট ভিডিওর এ প্ল্যাটফর্ম নতুন প্রজন্মের চিন্তা, সংস্কৃতি, এমনকি জীবিকার ক্ষেত্রেও এক বিশাল পরিবর্তন এনেছে। আপনি হয়তো লক্ষ করেছেন, যে ভিডিওগুলো দেখতে বেশি পছন্দ করেন, টিকটক আপনাকে সেগুলোর মতোই আরও ভিডিও দেখাতে থাকে। অনেকের মনে প্রশ্ন আসে—এটা কীভাবে সম্ভব। এর উত্তর লুকিয়ে রয়েছে টিকটকের ‘অ্যালগরিদম’ প্রযুক্তির ভেতরে। সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে টিকটকের অ্যালগরিদম একেবারে অনন্য।

টিকটকের অ্যালগরিদম কী

সহজ ভাষায় বললে, টিকটকের অ্যালগরিদম হলো একটি জটিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রক্রিয়া, যা ব্যবহারকারীর আচরণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়—কোন ভিডিওটি আপনার কাছে দেখানো হবে।

‘ফর ইউ পেজ’ হলো টিকটকের সবচেয়ে জনপ্রিয় ফিচার, যেটা মূলত এই অ্যালগরিদমের ফল। যেসব অ্যাকাউন্টকে আগে কখনো অনুসরণ করেননি, সেগুলোর ভিডিও এখানে দেখা যায়। তবে সেগুলো আপনার পছন্দের সঙ্গে খাপ খায়।

কীভাবে কাজ করে টিকটকের অ্যালগরিদম

টিকটকের অ্যালগরিদম নিচের উপাদানগুলো বিশ্লেষণ করে আপনার জন্য ভিডিও সাজায়—

১. আপনার ইন্টারঅ্যাকশন

টিকটকে আপনার ইন্টারঅ্যাকশনের ওপর ভিত্তি করে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম কাজ করে। এসব ইন্টারঅ্যাকশনের মধ্যে রয়েছে—

  • কোন ভিডিওতে আপনি লাইক দিয়েছেন
  • কোন ভিডিওটি আপনি শেয়ার করেছেন
  • কোন ভিডিওটি কমপ্লিট দেখেছেন
  • কোন ভিডিও না দেখে চলে গিয়েছেন বা স্কিপ করেছেন
  • কোন ভিডিওতে কমেন্ট করেছেন
  • আপনি কোন ধরনের কনটেন্টে বেশি সময় কাটান

২. ভিডিওর তথ্য

ভিডিওর তথ্য অনুসারেও টিকটক আপনাকে ভিডিও দেখায়। এসব তথ্য হলো—ক্যাপশন, হ্যাশট্যাগ, ব্যবহার করা গান বা অডিও

ও ভিডিওর ক্যাটাগরি বা ধরন (নাচ, ভ্রমণ, কমেডি ইত্যাদি)।

৩. আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংস

আপনার ডিভাইস ও অ্যাকাউন্ট সেটিংসের তথ্যও টিকটকে অ্যালগরিদমকে সাহায্য করে। যেমন: সেটিংসে কোন ভাষা নির্বাচন করা রয়েছে, অবস্থান (লোকেশন), মোবাইল ডিভাইসের ধরন ও দেশভিত্তিক প্রবণতা। এসব তথ্য একত্র করে অ্যালগরিদম ‘মিলিয়ে’ দেখে আপনার পছন্দ কোন দিকে ঝুঁকে রয়েছে।

টিকটকের অ্যালগরিদম এত সফল কেন

পার্সোনালাইজড (ব্যক্তিনির্ভর): প্রত্যেক ব্যবহারকারীর জন্য ভিডিও সাজানো হয় আলাদাভাবে। একই ভিডিও আপনি ও আপনার বন্ধুর এফওয়াইপি তে নাও আসতে পারে।

এনগেজমেন্ট বাড়ায়: টিকটক এমন ভিডিও দেখায়, যেগুলো দেখে আপনি প্রতিক্রিয়া দেন, যার ফলে আপনি বেশি সময় অ্যাপে থাকেন।

নতুন কনটেন্ট ক্রিয়েটরদেরও সুযোগ দেয়: ইনস্টাগ্রাম ও ইউটিউবে বড় ক্রিয়েটরদের ভিডিও বেশি আসে। তবে দর্শকের পছন্দের সঙ্গে মিলে গেলে টিকটকে নতুনদের ভিডিওও ভাইরাল হয়ে যেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত