Ajker Patrika

ফেসবুক ইনসাইটস কী, জানা কেন জরুরি

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৫, ০৯: ০৮
ফেসবুক ইনসাইটস হলো ফেসবুক পেজের পারফরম্যান্স পর্যালোচনার একটি ফিচার। ছবি: স্প্রাউট সোশ্যাল
ফেসবুক ইনসাইটস হলো ফেসবুক পেজের পারফরম্যান্স পর্যালোচনার একটি ফিচার। ছবি: স্প্রাউট সোশ্যাল

বর্তমানে ফেসবুক শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যবসা, ব্র্যান্ডিং এবং কনটেন্ট প্রচারের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তাই ফেসবুক পেজ কতজন মানুষের কাছে পৌঁছেছে, কোনো কনটেন্টে দর্শক আগ্রহ প্রকাশ করছে এবং কেন প্রতিক্রিয়া দিচ্ছে—এসব বিশ্লেষণ করা জরুরি হয়ে পড়ে। এই ধরনের তথ্য জানতে সাহায্য করার জন্য রয়েছে ফেসবুকের ইনসাইটস টুল।

এটি এমন একটি শক্তিশালী টুল, যা একজন ফেসবুক পেজের অ্যাডমিনকে তাঁর অডিয়েন্সের আচরণ বুঝতে এবং সেই অনুযায়ী কৌশল ঠিক করতে সহায়তা করে।

ফেসবুক ইনসাইটস কী

ফেসবুক ইনসাইটস হলো ফেসবুক পেজের পারফরম্যান্স পর্যালোচনার একটি ফিচার। এটি দিয়ে ব্যবহারকারীরা জানতে পারেন—

  • কতজন পেজ ভিজিট করছেন।
  • কোন পোস্টগুলো বেশি জনপ্রিয়।
  • কবে, কখন দর্শক সবচেয়ে বেশি সক্রিয়।
  • ভিউ, রিচ, এনগেজমেন্ট ও কনভার্সন-সংক্রান্ত পরিসংখ্যান।

এটি এমন একটি শক্তিশালী টুল, যা একজন ফেসবুক পেজের অ্যাডমিনকে তাঁর অডিয়েন্সের আচরণ বুঝতে এবং সেই অনুযায়ী কৌশল ঠিক করতে সহায়তা করে।

ফেসবুক ইনসাইটস কী

ফেসবুক ইনসাইটস হলো ফেসবুক পেজের পারফরম্যান্স পর্যালোচনার একটি ফিচার। এটি দিয়ে ব্যবহারকারীরা জানতে পারেন—

  • কতজন পেজ ভিজিট করছেন।
  • কোন পোস্টগুলো বেশি জনপ্রিয়।
  • কবে, কখন দর্শক সবচেয়ে বেশি সক্রিয়।
  • ভিউ, রিচ, এনগেজমেন্ট ও কনভার্সন-সংক্রান্ত পরিসংখ্যান।

ফেসবুক পেজ বা প্রোফাইলের পারফরম্যান্স জানার সহজ উপায় হলো কোনো পেজের প্রোফেশনাল ড্যাশবোর্ড ব্যবহার করা। এখানে আপনি চারটি প্রধান ট্যাব পাবেন—

হোম: গত ২৮ দিনের সার্বিক পারফরম্যান্স দেখায়–যেমন পোস্ট সংখ্যা, রিচ, ভিউ, এনগেজমেন্ট, নতুন ফলোয়ার ও লাইক, সাম্প্রতিক কনটেন্ট ও অডিয়েন্স তথ্য।

ইউর পেজ বা প্রোফাইল: পোস্টের রিচ, এনগেজমেন্ট, নতুন বা হারানো ফলোয়ার এবং মোট ইন্টারঅ্যাকশন (লাইক, কমেন্ট, শেয়ার, ক্লিক) দেখা যায়।

কনটেন্ট: গত ৭, ২৮, ৬০ বা ৯০ দিনের পোস্টের পারফরম্যান্স আলাদা করে দেখা যায়।

অডিয়েন্স: অডিয়েন্সের বয়স, লিঙ্গ ও অবস্থান-সম্পর্কিত ডেমোগ্রাফিক তথ্য দেখা যায়।

ফেসবুক ইনসাইট কেন গুরুত্বপূর্ণ

১. কনটেন্ট স্ট্র্যাটেজি তৈরি: কোন ধরনের পোস্টে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া আসছে, তা বিশ্লেষণ করে ভবিষ্যতে আরও ভালো কনটেন্ট পরিকল্পনা করা যায়।

২. টার্গেট অডিয়েন্স বোঝা: দর্শকদের বয়স, অবস্থান ও আচরণ বোঝা যায়, যা মার্কেটিং পরিকল্পনায় সহায়ক।

৩. পোস্টিং টাইমিং নির্ধারণ: কখন পোস্ট করলে সবচেয়ে ভালো রেসপন্স পাওয়া যাবে, তা জানা যায়।

৪. বিজ্ঞাপন কার্যকারিতা মূল্যায়ন: বুস্ট করা পোস্ট কিংবা অ্যাড ক্যাম্পেইনের পারফরম্যান্স ট্র্যাক করা যায়।

ফেসবুক ইনসাইট কাজে লাগাবেন যেভাবে

১. সবচেয়ে ভালো পারফর্ম করা কনটেন্ট চিহ্নিত করুন

ইনসাইটসের কনটেন্ট ট্যাবে গিয়ে দেখে নিন কোন পোস্টে সবচেয়ে বেশি রিচ, লাইক, শেয়ার বা কমেন্ট এসেছে। এই ধরনের কনটেন্ট ভবিষ্যতেও বেশি ব্যবহার করুন।

উদাহরণ: ভিডিও কনটেন্টে যদি বেশি রেসপন্স আসে, তাহলে ভিডিওর পরিমাণ বাড়ান।

২. পোস্ট দেওয়ার সঠিক সময় বেছে নিন

ইনসাইটসের মাধ্যমে আপনি জানতে পারবেন কোন সময় আপনার দর্শক সবচেয়ে বেশি সক্রিয়। সেই সময়েই পোস্ট করলে এনগেজমেন্ট বাড়ে।

উদাহরণ: যদি দেখা যায় সন্ধ্যা ৭টা থেকে ৯টা দর্শক সবচেয়ে সক্রিয়, তাহলে সে সময়েই গুরুত্বপূর্ণ পোস্ট দিন।

৩. অডিয়েন্সের সম্পর্কে জানুন

অডিয়েন্স ট্যাবে গিয়ে দেখুন আপনার দর্শকের বয়স, লিঙ্গ ও অবস্থান। এতে আপনি বুঝতে পারবেন আপনার মূল অডিয়েন্স কারা এবং তাদের উপযোগী কনটেন্ট তৈরি করতে পারবেন।

উদাহরণ: যদি আপনার অডিয়েন্সের বেশির ভাগই ১৮–২৪ বছরের তরুণ, তাহলে তাদের জন্য ট্রেন্ডি, সংক্ষিপ্ত ও ভিজুয়াল কনটেন্ট তৈরি করুন।

৪. ফলোয়ারের ওঠানামা বিশ্লেষণ করুন

ইনসাইটস থেকে আপনি জানতে পারবেন কবে ফলোয়ার বেড়েছে বা কমেছে। কোনো পোস্ট বা ইভেন্টের পর যদি ফলোয়ার হঠাৎ বেড়ে যায়, তাহলে বুঝতে পারবেন সেটি কার্যকর হয়েছে।

উদাহরণ: একটি অফার বা পুরস্কার দেওয়ার সময় যদি ফলোয়ার বাড়ে, তাহলে এ ধরনের কৌশল আবার প্রয়োগ করুন।

৫. বিজ্ঞাপনের ফলাফল মূল্যায়ন করুন

বুস্টেড পোস্ট বা অ্যাডের ইনসাইটস দেখে বুঝুন কোন বিজ্ঞাপন বেশি কার্যকর হয়েছে, কোনটা নয়। ফলাফল দেখে ভবিষ্যতের জন্য বাজেট ও কনটেন্ট ঠিক করুন।

উদাহরণ: ২০০ টাকার বিজ্ঞাপনে যদি ১ হাজার রিচ হয়, আর একই খরচে অন্যটিতে ৩ হাজার রিচ হয়, তাহলে দ্বিতীয় ধরনের বিজ্ঞাপনে বেশি গুরুত্ব দিন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

পুলিশ হত্যাকারী ফোর্স হতে পারে না: আইজিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত