অনলাইন ডেস্ক
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে, তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ-অপছন্দ বুঝতে শেখে।
মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া (৪২) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী, যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে।’
ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়।
মোফলিনকে বাজার ছাড়া হয় ২০২৪ সালের নভেম্বরে। মার্চের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজারের বেশি ইউনিট বিক্রি হয়।
ক্যাসিও জানায়, বিশেষ করে ৩০ দশকের শেষ ভাগ এবং ৪০ দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া।
ইচিকাওয়া আরও বলেন, ‘মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা। কারণ, এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে।’
মোফলিনের দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৪০০ ইয়েন (প্রায় ৪৮ হাজার ৪৬৫ টাকা)। এ ছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি ‘সেলুন’। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।
তথ্যসূত্র: জাপান টুডে
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফ্লাফি বা তুলতুলে রোবট জাপানে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই রোবট পোষা প্রাণীর মতো আচরণ করে। ব্যবহারকারীর সঙ্গে তার মিথস্ক্রিয়ার ওপর নির্ভর করে ‘মোফলিন’ নামের এই রোবটের স্বতন্ত্র ব্যক্তিত্ব ও আচরণ গড়ে ওঠে।
জাপানি কোম্পানি ক্যাসিও কম্পিউটার কোং তৈরি করেছে এই মোফলিন রোবট। এটি ৪০ লাখেরও বেশি ভিন্ন ভিন্ন ব্যক্তিত্ব দেখায়। যে ব্যক্তি মোফলিনের সঙ্গে নিয়মিত কথা বলে, তাকে সে মালিক হিসেবে চিনে নেয়। ব্যবহারকারীর আদর, কোলে নেওয়া বা আদর করে গালে ঘষার মতো মিথস্ক্রিয়ার মাধ্যমে রোবটটি ধীরে ধীরে মালিকের পছন্দ-অপছন্দ বুঝতে শেখে।
মোফলিন প্রকল্পের দলনেত্রী এরিনা ইচিকাওয়া (৪২) বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নারীদের লক্ষ্য করেই এই রোবট তৈরির কাজ শুরু করি। আমাদের কল্পনায় ছিল এমন এক সঙ্গী, যে কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনের সমস্যার সময়ও পাশে থাকবে।’
ছোট ছোট প্রাণীর মতো দেখতে একটি রোবটের প্রোটোটাইপ নিয়ে তৈরি করেন ক্যাসিওর এক প্রকৌশলী। এরপরই এআই দিয়ে এই ধরনের রোবট পোষা প্রাণী তৈরির প্রকল্প শুরু হয়।
মোফলিনকে বাজার ছাড়া হয় ২০২৪ সালের নভেম্বরে। মার্চের মধ্যেই বিক্রির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সাত হাজারের বেশি ইউনিট বিক্রি হয়।
ক্যাসিও জানায়, বিশেষ করে ৩০ দশকের শেষ ভাগ এবং ৪০ দশকের শুরুর নারীদের মধ্যে এই রোবট দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। অনেকেই আবার অবসরের দিনে একে ঘুরতে নিয়ে যান বলে জানান ইচিকাওয়া।
ইচিকাওয়া আরও বলেন, ‘মানুষ অনুভব করে যে তাদের মোফলিন অন্যদের মোফলিন থেকে আলাদা। কারণ, এই রোবটগুলো প্রাণীর মতো নিজস্ব ব্যক্তিত্ব ও আবেগ প্রকাশ করে। এমনকি এদের ঘুমের ধরনও আলাদা হতে পারে।’
মোফলিনের দাম ধরা হয়েছে ৫৯ হাজার ৪০০ ইয়েন (প্রায় ৪৮ হাজার ৪৬৫ টাকা)। এ ছাড়া অতিরিক্ত খরচে বিশেষ কিছু পরিষেবা দেওয়া হয়, যার মধ্যে রয়েছে একটি ‘সেলুন’। এই সেলুনে রোবটের পশম ধুয়ে পরিষ্কার করা হয়।
তথ্যসূত্র: জাপান টুডে
নতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
৯ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১১ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে উৎপাদন কার্যক্রম বাড়াতে আরও ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। এর আগে চার বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছিল অ্যাপল।
১৩ ঘণ্টা আগে