আজকের পত্রিকা ডেস্ক
টিকটকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম হওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগ কাড়তে হয়। প্ল্যাটফর্মটির ভিডিওর প্রথম ৩ সেকেন্ডকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এটি এনগেজমেন্ট, ওয়াচ টাইম এবং প্ল্যাটফর্মে ভিডিওর সামগ্রিক পারফরম্যান্স নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে।
প্রথম ৩ সেকেন্ড কেন গুরুত্বপূর্ণ
একজন সাধারণ টিকটক ব্যবহারকারী এক সেশনে ডজনখানেক ভিডিও স্ক্রল করে ফেলেন, অনেক সময় একটি ক্লিপে এক সেকেন্ডও না থেকে পরেরটিতে চলে যান। টিকটকের ৩ সেকেন্ড নিয়ম এই অভ্যাসকে সামনে আনে। যদি আপনার ভিডিও সঙ্গে সঙ্গে দর্শকদের নজর কাড়তে না পারে, তাহলে সেটি সহজে উপেক্ষিত হতে পারে।
গবেষকেরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কমতে থাকা মনোযোগের সময়ের কথা বলেন, বিশেষ করে যেখানে কনটেন্ট অনেক দ্রুতগতিতে পরিবেশিত হয়। এই বাস্তবতা কনটেন্ট ক্রিয়েটরদের ওপর বাড়তি চাপ তৈরি করে। তাড়াতাড়ি আগ্রহ তৈরি করা শুধু চমৎকার দক্ষতা নয়, টিকটকের মতো গতিশীল প্ল্যাটফর্মে এটি টিকে থাকার জন্য জরুরি।
প্রতিযোগিতাপূর্ণ ইকোসিস্টেম
টিকটক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বব্যাপী শত শত মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং শুধু টিনএজার নয়, ছোট ব্যবসা, অলাভজনক প্রতিষ্ঠান, সেলিব্রিটি এবং শিক্ষাভিত্তিক চ্যানেলগুলো এখানে কনটেন্ট শেয়ার করে। এই বিপুলসংখ্যক ক্রিয়েটরের মধ্যে শুরুতেই এগিয়ে থাকা মানে বেশি ওয়াচ টাইমের সম্ভাবনা।
শক্তিশালী প্রভাব
ভিডিওর শুরুতে যদি একটি আকর্ষণীয় দৃশ্য, দ্রুত ট্রানজিশন, বা মজার প্রশ্ন থাকে, তাহলে সেটি সহজে নজর কাড়ে। এ ধরনের কৌশল লাইক, শেয়ার ও কমেন্ট বাড়াতে সাহায্য করে, যা টিকটক প্ল্যাটফর্মে ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়তা করে।
অ্যালগরিদমের ওপর সরাসরি প্রভাব
টিকটকের অ্যালগরিদম ওয়াচ টাইম এবং ভিডিও কমপ্লিশন রেটকে অনেক গুরুত্ব দেয়। যদি দর্শকদের বড় অংশ প্রথম কয়েক সেকেন্ড পার করে ভিডিওটি দেখতে থাকে, তাহলে প্ল্যাটফর্ম ধরে নেয় যে এটি মানসম্পন্ন কনটেন্ট। ফলস্বরূপ এই ভিডিওকে ফর ইউ পেজে আরও বেশি ব্যবহারকারীর সামনে দেখানো হয়।
৩ সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগ কাড়তে নিচের কৌশলগুলো ব্যবহার করতে পারেন—
মনোযোগ কাড়ার মতো হুক তৈরি করা
হুক হলো সেই উপাদান, যা একজন দর্শককে থামতে বাধ্য করে, স্ক্রল না করে ভিডিওটি দেখতে আগ্রহী করে তোলে। টিকটকের মতো একঘেয়ে ও দ্রুতগতির প্ল্যাটফর্মে প্রথম কয়েকটি ফ্রেমে কিছু ভিন্নতা আনতে হবে।
ভিজ্যুয়াল দিক থেকে সাহসী হোন
মিউজিক ও সাউন্ড ইফেক্ট
টিকটক অডিওচালিত একটি প্ল্যাটফর্ম। এ জন্য মিউজিকের ওপর জোর দিতে হবে।
প্রশ্ন বা টিজার দিয়ে শুরু করুন
ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করুন। উদাহরণ: ‘জানেন রান্নাঘরে সময় বাঁচানোর সবচেয়ে সহজ উপায়?’ বা ‘মনোযোগ দিয়ে দেখুন—এই ট্রিক আপনার জীবন পাল্টে দেবে।’
উপকারিতা শুরুতেই দেখান
দর্শক কী পাবে তা শুরুতেই জানিয়ে দিন। যদি লাইফ হ্যাক শেয়ার করেন, তাহলে ফলাফল আগে দেখিয়ে দিন। এতে দর্শকদের আগ্রহ তৈরি হয়।
দ্রুতগতির ভিডিও তৈরি করুন
প্রথমে ধীরগতির অংশ বা লম্বা ট্রানজিশন পরিহার করুন। দ্রুত কাট, ক্যামেরা মুভমেন্ট বা দ্রুত লয়ের মিউজিক ব্যবহার করুন। এতে ভিডিওর গতি বজায় থাকে এবং দর্শক স্ক্রল করে চলে যায় না। সারপ্রাইজ উপাদান যুক্ত করুন। হঠাৎ ক্যামেরা শিফট বা আকস্মিক কোনো ভিজ্যুয়াল বা অ্যাকশন, এমন কিছু ব্যবহার করুন, যা দর্শককে চমকে দেয় বা দৃষ্টি আকর্ষণ করে।
স্টাইল ও ব্র্যান্ডিংয়ে ধারাবাহিকতা রাখুন
আপনার ভিডিওর ওপেনিংয়ে একটি ধারাবাহিকতা বজায় রাখুন। নির্দিষ্ট কালার স্কিম, টেক্সট ওভারলে বা এডিটিং স্টাইল ব্যবহার করুন। এতে দর্শকেরা শুরু থেকে বুঝতে পারবে যে এটি আপনার কনটেন্ট।
টিকটকে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম হওয়ায় কয়েক সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগ কাড়তে হয়। প্ল্যাটফর্মটির ভিডিওর প্রথম ৩ সেকেন্ডকে খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। এটি এনগেজমেন্ট, ওয়াচ টাইম এবং প্ল্যাটফর্মে ভিডিওর সামগ্রিক পারফরম্যান্স নির্ধারণে মুখ্য ভূমিকা রাখে।
প্রথম ৩ সেকেন্ড কেন গুরুত্বপূর্ণ
একজন সাধারণ টিকটক ব্যবহারকারী এক সেশনে ডজনখানেক ভিডিও স্ক্রল করে ফেলেন, অনেক সময় একটি ক্লিপে এক সেকেন্ডও না থেকে পরেরটিতে চলে যান। টিকটকের ৩ সেকেন্ড নিয়ম এই অভ্যাসকে সামনে আনে। যদি আপনার ভিডিও সঙ্গে সঙ্গে দর্শকদের নজর কাড়তে না পারে, তাহলে সেটি সহজে উপেক্ষিত হতে পারে।
গবেষকেরা প্রায়ই সোশ্যাল মিডিয়ায় কমতে থাকা মনোযোগের সময়ের কথা বলেন, বিশেষ করে যেখানে কনটেন্ট অনেক দ্রুতগতিতে পরিবেশিত হয়। এই বাস্তবতা কনটেন্ট ক্রিয়েটরদের ওপর বাড়তি চাপ তৈরি করে। তাড়াতাড়ি আগ্রহ তৈরি করা শুধু চমৎকার দক্ষতা নয়, টিকটকের মতো গতিশীল প্ল্যাটফর্মে এটি টিকে থাকার জন্য জরুরি।
প্রতিযোগিতাপূর্ণ ইকোসিস্টেম
টিকটক ব্যবহারকারীর সংখ্যা বিশ্বব্যাপী শত শত মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং শুধু টিনএজার নয়, ছোট ব্যবসা, অলাভজনক প্রতিষ্ঠান, সেলিব্রিটি এবং শিক্ষাভিত্তিক চ্যানেলগুলো এখানে কনটেন্ট শেয়ার করে। এই বিপুলসংখ্যক ক্রিয়েটরের মধ্যে শুরুতেই এগিয়ে থাকা মানে বেশি ওয়াচ টাইমের সম্ভাবনা।
শক্তিশালী প্রভাব
ভিডিওর শুরুতে যদি একটি আকর্ষণীয় দৃশ্য, দ্রুত ট্রানজিশন, বা মজার প্রশ্ন থাকে, তাহলে সেটি সহজে নজর কাড়ে। এ ধরনের কৌশল লাইক, শেয়ার ও কমেন্ট বাড়াতে সাহায্য করে, যা টিকটক প্ল্যাটফর্মে ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সহায়তা করে।
অ্যালগরিদমের ওপর সরাসরি প্রভাব
টিকটকের অ্যালগরিদম ওয়াচ টাইম এবং ভিডিও কমপ্লিশন রেটকে অনেক গুরুত্ব দেয়। যদি দর্শকদের বড় অংশ প্রথম কয়েক সেকেন্ড পার করে ভিডিওটি দেখতে থাকে, তাহলে প্ল্যাটফর্ম ধরে নেয় যে এটি মানসম্পন্ন কনটেন্ট। ফলস্বরূপ এই ভিডিওকে ফর ইউ পেজে আরও বেশি ব্যবহারকারীর সামনে দেখানো হয়।
৩ সেকেন্ডের মধ্যে দর্শকদের মনোযোগ কাড়তে নিচের কৌশলগুলো ব্যবহার করতে পারেন—
মনোযোগ কাড়ার মতো হুক তৈরি করা
হুক হলো সেই উপাদান, যা একজন দর্শককে থামতে বাধ্য করে, স্ক্রল না করে ভিডিওটি দেখতে আগ্রহী করে তোলে। টিকটকের মতো একঘেয়ে ও দ্রুতগতির প্ল্যাটফর্মে প্রথম কয়েকটি ফ্রেমে কিছু ভিন্নতা আনতে হবে।
ভিজ্যুয়াল দিক থেকে সাহসী হোন
মিউজিক ও সাউন্ড ইফেক্ট
টিকটক অডিওচালিত একটি প্ল্যাটফর্ম। এ জন্য মিউজিকের ওপর জোর দিতে হবে।
প্রশ্ন বা টিজার দিয়ে শুরু করুন
ভিডিওর শুরুতেই একটা প্রশ্ন করুন। উদাহরণ: ‘জানেন রান্নাঘরে সময় বাঁচানোর সবচেয়ে সহজ উপায়?’ বা ‘মনোযোগ দিয়ে দেখুন—এই ট্রিক আপনার জীবন পাল্টে দেবে।’
উপকারিতা শুরুতেই দেখান
দর্শক কী পাবে তা শুরুতেই জানিয়ে দিন। যদি লাইফ হ্যাক শেয়ার করেন, তাহলে ফলাফল আগে দেখিয়ে দিন। এতে দর্শকদের আগ্রহ তৈরি হয়।
দ্রুতগতির ভিডিও তৈরি করুন
প্রথমে ধীরগতির অংশ বা লম্বা ট্রানজিশন পরিহার করুন। দ্রুত কাট, ক্যামেরা মুভমেন্ট বা দ্রুত লয়ের মিউজিক ব্যবহার করুন। এতে ভিডিওর গতি বজায় থাকে এবং দর্শক স্ক্রল করে চলে যায় না। সারপ্রাইজ উপাদান যুক্ত করুন। হঠাৎ ক্যামেরা শিফট বা আকস্মিক কোনো ভিজ্যুয়াল বা অ্যাকশন, এমন কিছু ব্যবহার করুন, যা দর্শককে চমকে দেয় বা দৃষ্টি আকর্ষণ করে।
স্টাইল ও ব্র্যান্ডিংয়ে ধারাবাহিকতা রাখুন
আপনার ভিডিওর ওপেনিংয়ে একটি ধারাবাহিকতা বজায় রাখুন। নির্দিষ্ট কালার স্কিম, টেক্সট ওভারলে বা এডিটিং স্টাইল ব্যবহার করুন। এতে দর্শকেরা শুরু থেকে বুঝতে পারবে যে এটি আপনার কনটেন্ট।
বহুল আলোচিত বাংলাদেশি বংশোদ্ভূত বিস্ময় বালক কাইরান কাজী স্পেসএক্সে চাকরি ছেড়ে সম্প্রতি সিটাডেল সিকিউরিটিজে যোগ দিয়েছে। এই ঘটনায় যখন সারা বিশ্বে তোলপাড় চলছে, তখন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের এক মন্তব্য সবাইকে অবাক করে দিয়েছে। কাইরান কাজীর এই পদক্ষেপ নিয়ে এক্সে জিজ্ঞেস করা হলে মাস্ক বলেন...
১৫ ঘণ্টা আগেচীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ ডিপসিক তাদের ফ্ল্যাগশিপ মডেল ‘ভি৩ ’-এর নতুন সংস্করণ ‘ডিপসিক ভি৩.১’ উন্মোচন করেছে। কোম্পানিটি বলছে, এটি চীনে তৈরি চিপের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারে। সেই সঙ্গে আগের তুলনায় বেশি গতিসম্পন্ন।
২ দিন আগেবিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ছবি ও ভিডিও তৈরি প্রযুক্তি নিয়ে কাজ করতে হাত মিলিয়েছে মিডজার্নির সঙ্গে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্ড্র ওয়াং গত শুক্রবার থ্রেডসে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের পরেই ভারতই চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সবচেয়ে বড় বাজার। সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানান ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। এবার তিনি জানালেন, ভারতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এ বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে প্রথম কার্যালয় খুলতে যাচ্ছে ওপেনএআই।
৩ দিন আগে