অনলাইন ডেস্ক
আজকের বিশ্বে যোগাযোগের ধরন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে। বন্ধু, পরিবার বা সহপাঠীদের সঙ্গে কথা বলার জন্য আর আলাদা করে ফোন ধরার দরকার পড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন যোগাযোগের মূল মাধ্যম। ছবি শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রামে এখন সরাসরি চ্যাট করেন অনেকেই। শুধু ব্যক্তিগত বার্তা নয়, একাধিক মানুষের সঙ্গে একত্রে আলোচনা করার জন্য রয়েছে গ্রুপ চ্যাট সুবিধা। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা, ভ্রমণের পরিকল্পনা বা ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা—সবই সম্ভব ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটের মাধ্যমে।
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। একবার গ্রুপ খোলার পরেও চাইলে আরও গ্রুপে আরও সদস্য যুক্ত করা যাবে। তবে একটি ইনস্টাগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২৫০টি অ্যাকাউন্ট যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে সহজে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন। ফলে সবগুলো চ্যাটথ্রেড দেখা যাবে।
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘পেনসিল বা কলমের’ মতো আইকোনে ট্যাপ করুন।
৪. এবার ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. গ্রুপে যাদের যুক্ত করতে চান চ্যাট লিস্ট স্ক্রল করে তাদের নির্বাচিত করুন। নির্বাচন করার জন্য প্রোফাইল নামের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করুন। এ ছাড়া ওপরের দিকে থাকা সার্চ বক্সে প্রোফাইল নাম টাইপ করেও কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে।
৬. এখন গ্রুপ নেমের জায়গায় গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।
৭. গ্রুপের নাম নির্ধারণ ও সদস্য নির্বাচন হয়ে গেলে নিচে থাকা ‘ওপেন গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপ তৈরি করা যাবে। একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সব সদস্য বার্তা, ফটো, ভিডিও শেয়ার করতে পারবেন।
আজকের বিশ্বে যোগাযোগের ধরন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে। বন্ধু, পরিবার বা সহপাঠীদের সঙ্গে কথা বলার জন্য আর আলাদা করে ফোন ধরার দরকার পড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন যোগাযোগের মূল মাধ্যম। ছবি শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রামে এখন সরাসরি চ্যাট করেন অনেকেই। শুধু ব্যক্তিগত বার্তা নয়, একাধিক মানুষের সঙ্গে একত্রে আলোচনা করার জন্য রয়েছে গ্রুপ চ্যাট সুবিধা। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা, ভ্রমণের পরিকল্পনা বা ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা—সবই সম্ভব ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটের মাধ্যমে।
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। একবার গ্রুপ খোলার পরেও চাইলে আরও গ্রুপে আরও সদস্য যুক্ত করা যাবে। তবে একটি ইনস্টাগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২৫০টি অ্যাকাউন্ট যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে সহজে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন। ফলে সবগুলো চ্যাটথ্রেড দেখা যাবে।
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘পেনসিল বা কলমের’ মতো আইকোনে ট্যাপ করুন।
৪. এবার ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. গ্রুপে যাদের যুক্ত করতে চান চ্যাট লিস্ট স্ক্রল করে তাদের নির্বাচিত করুন। নির্বাচন করার জন্য প্রোফাইল নামের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করুন। এ ছাড়া ওপরের দিকে থাকা সার্চ বক্সে প্রোফাইল নাম টাইপ করেও কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে।
৬. এখন গ্রুপ নেমের জায়গায় গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।
৭. গ্রুপের নাম নির্ধারণ ও সদস্য নির্বাচন হয়ে গেলে নিচে থাকা ‘ওপেন গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপ তৈরি করা যাবে। একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সব সদস্য বার্তা, ফটো, ভিডিও শেয়ার করতে পারবেন।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে