আজকের পত্রিকা ডেস্ক
আজকের বিশ্বে যোগাযোগের ধরন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে। বন্ধু, পরিবার বা সহপাঠীদের সঙ্গে কথা বলার জন্য আর আলাদা করে ফোন ধরার দরকার পড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন যোগাযোগের মূল মাধ্যম। ছবি শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রামে এখন সরাসরি চ্যাট করেন অনেকেই। শুধু ব্যক্তিগত বার্তা নয়, একাধিক মানুষের সঙ্গে একত্রে আলোচনা করার জন্য রয়েছে গ্রুপ চ্যাট সুবিধা। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা, ভ্রমণের পরিকল্পনা বা ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা—সবই সম্ভব ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটের মাধ্যমে।
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। একবার গ্রুপ খোলার পরেও চাইলে আরও গ্রুপে আরও সদস্য যুক্ত করা যাবে। তবে একটি ইনস্টাগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২৫০টি অ্যাকাউন্ট যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে সহজে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন। ফলে সবগুলো চ্যাটথ্রেড দেখা যাবে।
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘পেনসিল বা কলমের’ মতো আইকোনে ট্যাপ করুন।
৪. এবার ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. গ্রুপে যাদের যুক্ত করতে চান চ্যাট লিস্ট স্ক্রল করে তাদের নির্বাচিত করুন। নির্বাচন করার জন্য প্রোফাইল নামের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করুন। এ ছাড়া ওপরের দিকে থাকা সার্চ বক্সে প্রোফাইল নাম টাইপ করেও কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে।
৬. এখন গ্রুপ নেমের জায়গায় গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।
৭. গ্রুপের নাম নির্ধারণ ও সদস্য নির্বাচন হয়ে গেলে নিচে থাকা ‘ওপেন গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপ তৈরি করা যাবে। একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সব সদস্য বার্তা, ফটো, ভিডিও শেয়ার করতে পারবেন।
আজকের বিশ্বে যোগাযোগের ধরন বদলে গেছে প্রযুক্তির হাত ধরে। বন্ধু, পরিবার বা সহপাঠীদের সঙ্গে কথা বলার জন্য আর আলাদা করে ফোন ধরার দরকার পড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমই এখন যোগাযোগের মূল মাধ্যম। ছবি শেয়ারের পাশাপাশি ইনস্টাগ্রামে এখন সরাসরি চ্যাট করেন অনেকেই। শুধু ব্যক্তিগত বার্তা নয়, একাধিক মানুষের সঙ্গে একত্রে আলোচনা করার জন্য রয়েছে গ্রুপ চ্যাট সুবিধা। বন্ধুদের সঙ্গে একসঙ্গে আড্ডা, ভ্রমণের পরিকল্পনা বা ছোটখাটো কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা—সবই সম্ভব ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটের মাধ্যমে।
খুব সহজেই ইনস্টাগ্রামে চ্যাটে গ্রুপ খোলা যায়। একবার গ্রুপ খোলার পরেও চাইলে আরও গ্রুপে আরও সদস্য যুক্ত করা যাবে। তবে একটি ইনস্টাগ্রাম গ্রুপে সর্বোচ্চ ২৫০টি অ্যাকাউন্ট যুক্ত করা যায়।
ইনস্টাগ্রামে সহজে গ্রুপ চ্যাট তৈরি করবেন যেভাবে
১. প্রথমেই ইনস্টাগ্রামের অ্যাপ খুলুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন। ফলে সবগুলো চ্যাটথ্রেড দেখা যাবে।
৩. এখন ওপরের ডান দিকে থাকা ‘পেনসিল বা কলমের’ মতো আইকোনে ট্যাপ করুন।
৪. এবার ‘ক্রিয়েট গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
৫. গ্রুপে যাদের যুক্ত করতে চান চ্যাট লিস্ট স্ক্রল করে তাদের নির্বাচিত করুন। নির্বাচন করার জন্য প্রোফাইল নামের পাশে থাকা চেক বক্সে ট্যাপ করুন। এ ছাড়া ওপরের দিকে থাকা সার্চ বক্সে প্রোফাইল নাম টাইপ করেও কাঙ্ক্ষিত ব্যক্তিদের খুঁজে পাওয়া যাবে।
৬. এখন গ্রুপ নেমের জায়গায় গ্রুপের জন্য একটি নাম টাইপ করুন।
৭. গ্রুপের নাম নির্ধারণ ও সদস্য নির্বাচন হয়ে গেলে নিচে থাকা ‘ওপেন গ্রুপ চ্যাট’ অপশনে ট্যাপ করুন।
এভাবে গ্রুপ তৈরি করা যাবে। একবার গ্রুপটি তৈরি হয়ে গেলে, সব সদস্য বার্তা, ফটো, ভিডিও শেয়ার করতে পারবেন।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে