শাওমি ১৪ আলট্রা: কৃত্রিম চামড়ায় মোড়া ফোনে থাকছে বিশাল ক্যামেরা
বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। আগামী ২৫ ফেব্রুয়ারি শা