গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
গত ফেব্রুয়ারিতে নিজস্ব অপারেটিং সিস্টেম হাইপারওএস উন্মুক্ত করেছে শাওমি। এরই মধ্যে অপারেটিং সিস্টেমটি চালিত বেশ কয়েকটি স্মার্টফোন মডেল বাজারে এনেছে চীনা কোম্পানিটি। এবার হাইপারওএস চলবে এমন কিছু শাওমি, রেডমি স্মার্টফোন এবং কিছু ট্যাবলেট মডেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
শাওমির নতুন হ্যান্ডসেট, স্মার্ট হোম ডিভাইস এবং বৈদ্যুতিক যানবাহন—যেমন নতুন শাওমি এসইউ ৭ হাইপারওএস চালিত হবে বলে আশা করা হচ্ছে।
শনিবার (৩১ মার্চ) শাওমির এক্স হ্যান্ডলে এক পোস্টে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের জন্য হাইপারওএস চালিত ডিভাইসের তালিকা প্রকাশ করা হয়েছে। এই অপারেটিং সিস্টেমের জন্য যোগ্য স্মার্টফোনের তালিকায় রয়েছে—শাওমি ১১ লাইট, শাওমি ১১ আইওয়ান, আই টু হাইপার চার্জ, শাওমি ১১টি প্রো, মি টু আলট্রা, মি ১০, রেডমি কে৫০ আই, রেডমি ১২, রেডমি ১১ প্রাইম এবং রেডমি ১২ সি এবং রেডমি নোট ১১ সিরিজ। এ ছাড়া শাওমি প্যাড ৫ ট্যাবলেট হাইপারওএস আপডেট পাবে।
হাইপারওএস আপডেট পাওয়া শাওমি এবং রেডমি ডিভাইসগুলো ব্যবহারকারীদের জন্য আরও বেশি কাস্টমাইজেশনের সুযোগ দেয়। এ ছাড়া সিস্টেমের কর্মক্ষমতা বাড়ে, টাস্ক সুইচিং ইত্যাদি সেবা উন্নত হয়।
এ ছাড়া এই অপারেটিং সিস্টেমের জন্য স্টোরেজ কম লাগে বলে দাবি শাওমির। এমনকি ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেটগুলো ডাউনলোড এবং ইনস্টল করার মতো কাজেও স্টোরেজ কম লাগার পাশাপাশি এমআইইউআই–১৪–এর তুলনায় বেশ দ্রুত আপডেট ও ইনস্টল সম্পন্ন হয় বলে জানাচ্ছে কোম্পানিটি।
হাইপারওএস আপডেট করার পর লক স্ক্রিন কাস্টমাইজেশনের অ্যাকসেসও পাওয়া যায়। তখন কন্ট্রোল সেন্টার, আইকন এবং ফন্ট পরিবর্তিত হয়। ওয়ার্কস্টেশন মোড (ট্যাবলেটের জন্য) এবং আন্তসংযোগ (একাধিক ডিভাইসের সংযোগ) বৈশিষ্ট্যগুলোর মতো নতুন বৈশিষ্ট্যগুলো এতে যুক্ত হয়। ফলে ট্যাবলেটে ফোনের স্ক্রিন দেখার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস দেখা ও নিয়ন্ত্রণ করা যায়।
কোম্পানি বলেছে, এরই মধ্যে শাওমি ১৩ প্রো, শাওমি ১২ প্রো, রেডমি নোট ১২ এবং রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনের পাশাপাশি রেডমির আরও কিছু মডেল হাইপারওএস আপডেট পেয়েছে। শাওমি প্যাড ৬ এবং রেডমি প্যাড উভয়ই স্বয়ংক্রিয় আপডেট পেয়েছে।
চলতি বছরের শেষ নাগাদ আরও কিছু হ্যান্ডসেট এবং ট্যাবলেট হাইপারওএস আপডেট পেতে পারে বলে আশা করা হচ্ছে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে