পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
পিক্সেল ৯ সিরিজের মধ্য দিয়ে এই বছর গুগল তার ব্যবসায়িক কৌশল পরিবর্তন করবে বলে আশা করা হচ্ছে। কারণ এই সিরিজে তিনটি ভিন্ন আকারের ডিসপ্লে থাকতে পারে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯১ মোবাইলসের দাবি, এই বছরের শুরুতে পিক্সেল ফোনের যে ছবি ফাঁস হয়েছে তা আসলে পিক্সেল ৯ ফোনের নয়। বরং এই ছবি পিক্সেল ৯ প্রো ও পিক্সেল ৯ প্রো এর ‘এক্সএল’–এর। এই ওয়েবসাইটে মডেল দুটির নতুন ছবিও ফাঁস করা হয়।
২০১৯ সালের পিক্সেল বড় আকারের মডেলগুলোর এক্সএল ব্র্যান্ডিং ব্যবহার করত গুগল। কিন্তু ২০২১ সাল থেকে পিক্সেল ৫ সিরিজে প্রো মডেল নিয়ে আসার পরে এই ব্র্যান্ডিংকে গুগল আর ব্যবহার করেনি।
চলতি বছরে গুগল আইফোনে মতো ব্যবসায়িক কৌশল অবলম্বন করবে বলে আশা করা হচ্ছে। তাই প্রো মডেলটিকে দুটি আকারে নিয়ে আসবে এই টেক জায়ান্ট।
পিক্সেল ৯ ফোনের ডিসপ্লের প্রান্ত এবার সমান হবে। আগের পিক্সেল ৮ ও পিক্সেল ৮ প্রো সিরিজের মতো মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে এবার থাকবে না।
৯১ মোবাইলস অনুযায়ী পিক্সেল ৯ সিরিজের তিনিটি মডেলের আকার যেমন হবে—
পিক্সেল ৯ প্রো এক্সএল: ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯ প্রো: ৬ দশমিক ১ ইঞ্চি ডিসপ্লে
পিক্সেল ৯: : ৬ দশমিক শূন্য ৩ ইঞ্চি ডিসপ্লে
বর্তমান পিক্সেল ৮ প্রো মডেলের ৬ দশমিক ৭ ইঞ্চি ডিসপ্লে রয়েছে যা নতুন এক্সএল মডেল তুলনায় সামান্য বড়। কিছু ব্যবহারকারীদের কাছে পিক্সেল ৮ প্রো মডেল বেশি বড় বলে মনে হয়। তাই গুগল গ্রাহকের কথা মাথায় রেখে হয়তো এই সিরিজের ডিসপ্লে কিছুটা ছোট করেছে।
পিক্সেল ৯ প্রো এক্সএল ও পিক্সেল ৯ প্রো মডেল দুটির পেছনে তিনটি ক্যামেরা থাকবে।
জনপ্রিয় কোম্পানির স্মার্টফোনগুলো উন্মোচনের আগে অনেক ধরনের ফাঁস হয়। এর মধ্যে কিছু কিছু ফিচার মিলে যায়। আবার অনেক সময় এসব তথ্য সঠিক নাও হতে পারে। পিক্সেল ফোন উন্মোচনের আগে কোম্পানি ফোনগুলোর পরিবর্তনও করতে পারে। তাই ফোনের আকার সম্পর্কিত তথ্য মিলে যেতে নাও পারে।
চলতি বছরের অক্টোবরের মধ্যে পিক্সেল ৮ এ ও পিক্সেল ফোল্ড ২ মডেল দুটি বাজারে ছাড়া হতে পারে। আগামী মে মাসে মডেল দুটি উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী বছরে পিক্সেল ৯এ ফোন বাজারে আসতে পারে।
বর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১৮ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
২০ ঘণ্টা আগে