
সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে শাওমির নতুন ফোল্ডিং ফোন ‘মিক্স ফোল্ড ৪ ’। বিগত বছরের বাজারে আসা ‘মিক্স ফোল্ড ৩’–এর উত্তরসূরি হলো এই ফোন। নতুন মডেলটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে লাইকা-ব্র্যান্ডেড কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ ও শক্তিশালী ব্যাটারি রয়েছে।

পাতলা ফোন হিসেবে ম্যাজিক ভি৩ মডেল উন্মোচন করল অনার। ফোনটি ভাঁজ করলে এর দৈর্ঘ্য হয় ৯.৭ মিলিমিটার। আর ভাঁজ খুললে ৪.৬৫ মিলিমিটার হয়। এটি গত ১২ জুলাই চীনের বাজার ছাড়া হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত স্যামসাংয়ের আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি ফোল্ড ৬ ও জেড ফ্লিপ ৬ উন্মোচন করা হয়েছে। মডেল দুটির মধ্যে বেশ মিল থাকলেও এগুলোর নকশা, ডিসপ্লে ও ফিচারে কিছু পার্থক্য রয়েছে।

বেশ কয়েক বছর আগে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সমর্থিত নকিয়া লুমিয়া ৯২০ ফোন নিয়ে এসে বাজারে আলোড়ন তুলেছিল মাইক্রোসফট ও নকিয়া। চলতি বছরে সেই একই ধরনের ডিজাইন বা নকশা নিয়ে নতুন অ্যান্ড্রয়েড ফোন নিয়ে আসতে পারে নকিয়ার মূল কোম্পানি এইচএমডি গ্লোবাল। নতুন ফোনটির কোড নেম ‘স্কাইলাইন’। ইতিমধ্যে মডেলটির নকশা ও ফিচা