বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
বহুল কাঙ্ক্ষিত শাওমি ১৪ আলট্রা স্মার্টফোনের ডিজাইন ও ক্যামেরা সম্পর্কে নতুন তথ্য ফাঁস হয়েছে। শাওমি আলট্রার ফাঁস হওয়া বিভিন্ন ছবি থেকে জানা যায়, ফোনটির পেছন কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে। আর চামড়ার ওপরেই একটি বিশাল বড় ক্যামেরা বাম্প (যেখানে ক্যামেরার লেন্স সুসজ্জিত থাকে) থাকবে। শাওমি ১৪ সিরিজের বাকি মডেলগুলোর সঙ্গে আগামী ২৫ ফেব্রুয়ারি এই ফোন উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইসের প্রতিবেদনে বলা হয়, শাওমি ১৪ আলট্রা ফোনটি সাদা ও কালো রঙে পাওয়া যাবে। ফোনটির ক্যামেরা বাম্পটি গোলাকার ও শাওমির ১৩ আলট্রা মডেলের তুলনায় মোটা হবে। ক্যামেরার লেন্সগুলোর সঙ্গে লেসিয়া ব্র্যান্ডের নাম লেখা রয়েছে। অর্থাৎ ক্যামেরায় লেসিয়া ব্র্যান্ডের লেন্স ব্যবহার করা হয়েছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবি জানা যায়, শাওমি ১৪ আলট্রা মডেলের ডানপাশে ভলিউম ও পাওয়ার বাটন থাকবে। আর ইউএসবি সি পোর্ট, স্পিকার ও প্রাইমারি মাইক্রোফোন ফোনের নিচের দিকে থাকবে।
আগের বিভিন্ন ফাঁস হওয়া তথ্য অনুসারে, শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ ও ১৬ জিবি র্যাম + ১ টিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণে পাওয়া যাবে।
সবচেয়ে বড় স্টোরেজের সংস্করণটি টাইটানিয়াম, সাদা ও নীল রঙে আসতে পারে। এর মধ্যে সাদা রংয়ের সংস্করণে পেছনটি কৃত্রিম চামড়া দিয়ে আবৃত থাকবে ও নীল রঙের সংস্করণে গ্লাস বা কাচ ব্যবহার করা হতে পারে।
শাওমি ১৪ আলট্রা মডেলটি ১২ জিবি র্যাম +২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের সংস্করণগুলো শুধু সাদা ও কালো রঙে পাওয়া যেতে পারে।
দাম
শাওমি ১৪ আলট্রা মডেলটির দাম ৭ হাজার ২৯৯ চীনা ইউয়ান। আর টাইটানিয়াম সংস্করণটির দাম ৭ হাজার ৭৯৯ চীনা ইউয়ান হতে পারে।
শাওমি ১৪ আলট্রার সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: চারটি ক্যামেরা থাকবে। এর মধ্যে প্রধান ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেল সনি এলওয়াইটি ৯০০ প্রাইমারি সেন্সর
ডিসপ্লে: ৬ দশমিক ৭ ইঞ্চি অ্যামোলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক হাইপারওএস
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ৩
জিপিইউ: অ্যাডরেনো ৭৫০
মেমোরি: ১৬ জিবি
ব্যাটারি: ৫,১৮০ এমএএইচ
চার্জিং: ৯০ ওয়াট ওয়্যারড ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৪ দিন আগে