অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাজারে ‘রিয়েলমি সি৭১’ স্মার্টফোন নিয়ে এসেছে তরুণদের পছন্দের টেক ব্র্যান্ড রিয়েলমি। নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্স চাইছেন এমন ব্যবহারকারীদের জন্য ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। রিয়েলমির নতুন এই ফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, এআইভিত্তিক ফিচার ও প্রাণবন্ত ডিসপ্লেসহ আধুনিক ও স্টাইলিশ ডিজাইন ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি সি৭১-এ রয়েছে বিশাল ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এর ফলে সারা দিন অনায়াসে স্মার্টফোনটি ব্যবহার করা যাবে। মাত্র ১ ঘণ্টার চার্জেই টানা দুই দিন ফোনটি নির্বিঘ্নে ব্যবহার করা যাবে, যা এখনকার ব্যস্ত জীবনযাপনের জন্য উপযোগী। একই সঙ্গে, এই ব্যাটারি ও চার্জিং দীর্ঘস্থায়ী ও কার্যকর সক্ষমতা নিশ্চিত করে ব্যবহারকারীকে নিশ্চিন্ত রাখতে সহায়তা করে।
রিয়েলমি সি৭১-এর নান্দনিক ও প্রাণবন্ত ডিজাইন তরুণ ব্যবহারকারীদের পছন্দের সঙ্গে মানানসই। বিশেষ করে এর ‘লাইট পালস’ নোটিফিকেশন ফিচারটি। এই ফিচার মিটিং বা গুরুত্বপূর্ণ আলাপ চলাকাল বেশ কার্যকর। কারণ, এসব সময়ে ফোন সাইলেন্ট থাকলেও কল বা মেসেজগুলো চোখে পড়বে। ফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লের ক্ষেত্রে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক অনুভূতি নিশ্চিত করে। ফলে রিয়েলমির এই ফোনটি গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই দামের অন্যান্য ফোনের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না।
রিয়েলমি সি৭১-এ এআইভিত্তিক একাধিক ফিচার রয়েছে, যা দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও সাবলীল করে। কলের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমানোর জন্য ফোনটিতে রয়েছে এআই নয়েজ রিডাকশন কল ২.০। আরও রয়েছে, এআই ক্লিয়ার ফেস, যা ক্যামেরা পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে। সহজেই ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য রয়েছে এআই ইমেজ ম্যাটিং। আর ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়বস্তু অপসারণ করবে ফোনটির এআই ইরেজার ফিচার। এ ছাড়া, গুগল জেমিনি ও সার্কেল-টু-সার্চ ব্যবহারকারীদের জন্য এআই সার্চের সুবিধা নিশ্চিত করে। এসব ফিচার একত্রে স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করে।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, যা ব্যবহারকারীদের নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে সাহায্য করে। এই ডিভাইসে প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ফ্লিকার লেন্স, যেটি পারিপার্শ্বিক আলো থেকে ফ্লিকার ফ্রিকোয়েন্সি নির্ণয় করে এবং ছবি তোলার সময় ফ্লিকার বা আলোর ঝলকানি নিয়ন্ত্রণ করে। এ ছাড়া ফোনটির রিয়ার (পেছনের) প্যানেলে আছে ‘পালস লাইট’ অর্থাৎ আলোর ভিন্ন একটি প্যানেল, যার মাধ্যমে ভাইব্রেশন বা শব্দ ছাড়াই এক ধরনের নোটিফিকেশন পাবেন গ্রাহকেরা।
পাশাপাশি, বিশেষ মুহূর্ত ধারণ করার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমির ইউজার ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করে। এ ছাড়া, এর আইপি ৬৪ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ও সনিকওয়েভ ওয়াটার ইজেকশন’ প্রযুক্তি ফোনটিকে যেকোনো পরিবেশের জন্য সহনীয় ও টেকসই করে তোলে।
রিয়েলমি সি৭১ দুটি সংস্করণে পাওয়া যাবে। ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মূল্য মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মূল্য মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা। স্মুথ মাল্টিটাস্কিং ও অনবদ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ডায়নামিক মেমোরি এক্সপানশন ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ফোনটির র্যাম ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
বাংলাদেশের বাজারে ‘রিয়েলমি সি৭১’ স্মার্টফোন নিয়ে এসেছে তরুণদের পছন্দের টেক ব্র্যান্ড রিয়েলমি। নিরবচ্ছিন্ন ব্যাটারি পারফরম্যান্স চাইছেন এমন ব্যবহারকারীদের জন্য ডিভাইসটি ডিজাইন করা হয়েছে। রিয়েলমির নতুন এই ফোনে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, এআইভিত্তিক ফিচার ও প্রাণবন্ত ডিসপ্লেসহ আধুনিক ও স্টাইলিশ ডিজাইন ব্যবহার করা হয়েছে।
রিয়েলমি সি৭১-এ রয়েছে বিশাল ৬ হাজার ৩০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এর ফলে সারা দিন অনায়াসে স্মার্টফোনটি ব্যবহার করা যাবে। মাত্র ১ ঘণ্টার চার্জেই টানা দুই দিন ফোনটি নির্বিঘ্নে ব্যবহার করা যাবে, যা এখনকার ব্যস্ত জীবনযাপনের জন্য উপযোগী। একই সঙ্গে, এই ব্যাটারি ও চার্জিং দীর্ঘস্থায়ী ও কার্যকর সক্ষমতা নিশ্চিত করে ব্যবহারকারীকে নিশ্চিন্ত রাখতে সহায়তা করে।
রিয়েলমি সি৭১-এর নান্দনিক ও প্রাণবন্ত ডিজাইন তরুণ ব্যবহারকারীদের পছন্দের সঙ্গে মানানসই। বিশেষ করে এর ‘লাইট পালস’ নোটিফিকেশন ফিচারটি। এই ফিচার মিটিং বা গুরুত্বপূর্ণ আলাপ চলাকাল বেশ কার্যকর। কারণ, এসব সময়ে ফোন সাইলেন্ট থাকলেও কল বা মেসেজগুলো চোখে পড়বে। ফোনটির ১২০ হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লের ক্ষেত্রে আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক অনুভূতি নিশ্চিত করে। ফলে রিয়েলমির এই ফোনটি গেম খেলা, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে। এই দামের অন্যান্য ফোনের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট সাধারণত দেখা যায় না।
রিয়েলমি সি৭১-এ এআইভিত্তিক একাধিক ফিচার রয়েছে, যা দৈনন্দিন কাজগুলো আরও সহজ ও সাবলীল করে। কলের ব্যাকগ্রাউন্ডের নয়েজ কমানোর জন্য ফোনটিতে রয়েছে এআই নয়েজ রিডাকশন কল ২.০। আরও রয়েছে, এআই ক্লিয়ার ফেস, যা ক্যামেরা পারফরম্যান্সকে আরও সমৃদ্ধ করে। সহজেই ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য রয়েছে এআই ইমেজ ম্যাটিং। আর ছবি থেকে অপ্রয়োজনীয় বিষয়বস্তু অপসারণ করবে ফোনটির এআই ইরেজার ফিচার। এ ছাড়া, গুগল জেমিনি ও সার্কেল-টু-সার্চ ব্যবহারকারীদের জন্য এআই সার্চের সুবিধা নিশ্চিত করে। এসব ফিচার একত্রে স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করে।
ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা, যা ব্যবহারকারীদের নিখুঁত ও ঝকঝকে ছবি তুলতে সাহায্য করে। এই ডিভাইসে প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে একটি ফ্লিকার লেন্স, যেটি পারিপার্শ্বিক আলো থেকে ফ্লিকার ফ্রিকোয়েন্সি নির্ণয় করে এবং ছবি তোলার সময় ফ্লিকার বা আলোর ঝলকানি নিয়ন্ত্রণ করে। এ ছাড়া ফোনটির রিয়ার (পেছনের) প্যানেলে আছে ‘পালস লাইট’ অর্থাৎ আলোর ভিন্ন একটি প্যানেল, যার মাধ্যমে ভাইব্রেশন বা শব্দ ছাড়াই এক ধরনের নোটিফিকেশন পাবেন গ্রাহকেরা।
পাশাপাশি, বিশেষ মুহূর্ত ধারণ করার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক রিয়েলমির ইউজার ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করে। এ ছাড়া, এর আইপি ৬৪ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ও সনিকওয়েভ ওয়াটার ইজেকশন’ প্রযুক্তি ফোনটিকে যেকোনো পরিবেশের জন্য সহনীয় ও টেকসই করে তোলে।
রিয়েলমি সি৭১ দুটি সংস্করণে পাওয়া যাবে। ফোনটির ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মূল্য মাত্র ১৪ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের মূল্য মাত্র ১৫ হাজার ৯৯৯ টাকা। স্মুথ মাল্টিটাস্কিং ও অনবদ্য পারফরম্যান্স নিশ্চিত করতে এতে ডায়নামিক মেমোরি এক্সপানশন ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে ফোনটির র্যাম ২ টেরাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১৯ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
২১ ঘণ্টা আগে