Ajker Patrika

বাজারে এল রিয়েলমির নতুন দুটি স্মার্টফোন, ব্যাটারি ৬০০০ এমএএইচ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ মে ২০২৫, ১৭: ৩০
‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুটি ডিভাইসই দেখতে দৃষ্টিনন্দন। ছবি: রিয়েলমি
‘রিয়েলমি ১৪ ৫জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫জি’ দুটি ডিভাইসই দেখতে দৃষ্টিনন্দন। ছবি: রিয়েলমি

তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি সম্প্রতি বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন দুটি ‘পাওয়ার হাউস’ স্মার্টফোন—রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জি। যাঁরা নির্বিঘ্ন ডিজিটাল লাইফস্টাইল উপভোগ করতে চান এবং পারফরম্যান্সে কোনো ছাড় দিতে নারাজ, তাঁদের জন্য মোবাইল দুটি ডিজাইন করা হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ফিচার ও আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই দুই ফোন বাজারে রিয়েলমির অবস্থান আরও সুদৃঢ় করবে।

রিয়েলমি ১৪ ৫-জি গ্রাহকদের উপহার দিচ্ছে ‘আলটিমেট’ স্পিড ও সর্বোচ্চ দক্ষতা। এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন নির্বিঘ্ন ডাউনলোড, ল্যাগমুক্ত গেমিং, স্মুথ ভিডিও স্ট্রিমিং ও দ্রুতগতির ৫-জি কানেকটিভিটি। বিশেষ করে ফোনটির উভয় সিম স্লটে থাকা ডুয়েল মোড ৫-জি সমর্থন স্মার্টফোনটিকে নেক্সট জেনারেশন অভিজ্ঞতার জন্য একেবারে আদর্শ করে তুলেছে।

এই স্মার্টফোনে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, যা ব্যতিক্রমী প্রসেসিং ক্ষমতা ও দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করে। এতে চাহিদা অনুযায়ী নিত্যদিনের রুটিনমাফিক কাজসহ গ্রাফিকস-ইনটেনসিভ গেমস দারুণ স্বচ্ছন্দে খেলা যায়। এই ডিভাইসে রয়েছে সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ব্যবহারকারীদের দেবে আরও বেশি স্টোরেজ সুবিধা ও দ্রুত অ্যাপ সুইচ করার ক্ষমতা। এর সঙ্গে থাকছে ডাইনামিক র‍্যাম এক্সপেনশন প্রযুক্তি, যা স্মার্টফোনটির মাল্টিটাস্কিং ও সামগ্রিক ব্যবহার অভিজ্ঞতাকে করে তোলে আরও দ্রুত, স্মার্ট ও কার্যকর।

এই মোবাইলে আরও রয়েছে—৪৫ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি ও ৬০০০ এমএএইচ টাইটান ব্যাটারি, যা স্মার্টফোনকে দ্রুত পূর্ণ চার্জ হতে সাহায্য করে। এর ফলে দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের পরও ব্যাটারি ফুরিয়ে যাওয়ার চিন্তা ছাড়াই গ্রাহকেরা নিশ্চিন্তে ভিডিও স্ট্রিমিং, গেমিং কিংবা অন্যান্য কাজ চালিয়ে যেতে পারেন।

অন্যদিকে স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৬৭ ইঞ্চির অ্যামোলেড ই-স্পোর্টস ডিসপ্লে রয়েছে, যা গ্রাহকদের আলট্রা-স্মুথ স্ক্রলিং ও প্রাণবন্ত ভিজ্যুয়ালের অভিজ্ঞতা দেবে। এই স্মার্টফোনের উন্নত ডিসপ্লের মাধ্যমে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন ফ্লুইড অ্যানিমেশন, দ্রুত ও রেসপনসিভ টাচ এক্সপেরিয়েন্স এবং আদর্শ মাল্টিমিডিয়া ও গেমিং অভিজ্ঞতা।

নান্দনিক সব ছবি ক্যামেরাবন্দী করতেও সিদ্ধহস্ত রিয়েলমি ১৪ ৫-জি। এই ডিভাইসের ‘ভার্সেটাইল’ ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা স্পষ্ট ও নিখুঁত ছবি উপহার দেয় এবং বাড়তি লেন্স ও ইন্টেলিজেন্ট এআই ফিচার স্মার্ট ফোনপ্রেমীদের সৃজনশীলতা প্রকাশে সাহায্য করে।

এদিকে রিয়েলমি ১৪টি ৫-জি তৈরি করা হয়েছে দৈনন্দিন কাজ ও বিনোদনের সেরা অভিজ্ঞতাকে মাথায় রেখে। এই ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন দ্রুতগতির ডাউনলোড, স্মুথ ভিডিও স্ট্রিমিং এবং নির্ভরযোগ্য ৫-জি পারফরম্যান্সে উন্নত অনলাইন অভিজ্ঞতা। ফোনটিতে রয়েছে কার্যকরী মিডিয়াটেক ডাইমেনেস্টি ৬৩০০ ৫-জি চিপসেট এবং একটি অক্টা-কোর প্রসেসর, যা স্মার্টফোনকে দেয় প্রয়োজনীয় পারফরম্যান্স ও দক্ষতার সঠিক ভারসাম্য। ফলে ব্যবহারকারীরা পেয়ে থাকেন স্মুথ মাল্টিটাস্কিং ও দারুণ ফ্লুয়িড ইউজার এক্সপেরিয়েন্স।

এই ফোনের ৬ দশমিক ৬৭ ইঞ্চির ১২০ হার্টজ অ্যামোলেড ডিসপ্লে স্মুথ স্ক্রলিং ও প্রাণবন্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এই মোবাইলেও রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জ সক্ষমতার ৬০০০ এমএএইচ দীর্ঘস্থায়ী ব্যাটারি।

রিয়েলমি ১৪টি ৫-জিতে রয়েছে এআই সক্ষম ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, যা কম আলোতেও তুলতে পারে আকর্ষণীয় ও স্পষ্ট ছবি।

ডিভাইসটিতে আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি বা ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত মেমোরি ও স্টোরেজ সুবিধা নিশ্চিত করে। এর সঙ্গে থাকছে ডাইনামিক র‍্যাম এক্সপ্যানশন প্রযুক্তি, যা র‍্যাম বাড়িয়ে মাল্টিটাস্কিং অভিজ্ঞতাকে করে আরও মসৃণ ও দক্ষ। ফলে গ্রাহকেরা একই সঙ্গে একাধিক কাজ করতে পারেন দ্রুতগতিতে।

‘রিয়েলমি ১৪ ৫-জি’ ও ‘রিয়েলমি ১৪টি ৫-জি’ দুটি ডিভাইসই দেখতে দৃষ্টিনন্দন এবং আধুনিক ডিজাইনের, যা পারফরম্যান্স ও নান্দনিকতার এক চমৎকার সমন্বয়। ডিভাইস দুটিতে আরও রয়েছে—অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক রিয়েলমি ইউআই ৬.০, যা ব্যবহারকারীদের স্মুথ ও কাস্টমাইজেবল অভিজ্ঞতা দেয়। এ ছাড়া দুই ডিভাইসেই রয়েছে সেরা মানের আইপি ৬৯, আইপি ৬৮ ও আইপি ৬৬ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, যা করে তোলে আরও বেশি স্থায়ী, নির্ভরযোগ্য ও টেকসই।

রিয়েলমি ১৪ ৫-জি ও রিয়েলমি ১৪টি ৫-জির বাজারমূল্য যথাক্রমে ৪১ হাজার ৯৯৯ টাকা ও ৩১ হাজার ৯৯৯ টাকা। সেই সঙ্গে ১৪ মে তারিখের মধ্যে প্রি-অর্ডার ক্যাম্পেইন চলাকালে যেসব ব্যবহারকারী এই স্মার্টফোন কিনবেন, তাঁরা ২ হাজার ৫০০ টাকা মূল্যের নতুন লঞ্চ হওয়া রিয়েলমি বাডস পাবেন বিনা মূল্যে।

বিস্তারিত অন্যান্য তথ্য জানতে রিয়েলমির অফিশিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলে চোখ রাখুন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত