Ajker Patrika

ঝিনুকের মতো দেখতে ফোল্ডিং ফোন আনল টেকনো

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ১৮: ০৫
ঝিনুকের মতো দেখতে ফোল্ডিং ফোন আনল টেকনো

ঝিনুকের খোলের মতো নকশায় তৈরি ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি বাজারে আনছে টেকনো। গত সপ্তাহে এক লঞ্চিং ইভেন্টে ফ্লোডিং (ভাঁজ করা) ফোনের দ্বিতীয় ভার্সনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ফোনটি আকার হাতের মুঠোর সমান এবং ব্যাক প্যানেলটি প্রিমিয়াম মানের চামড়ায় তৈরি। ফোনটির বাইরের প্যানেলে গোলাকার অলয়েজ-অন ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মেসেজ ও নোটিফিকেশন দেখা যাবে এবং প্রধান ক্যামেরাও যুক্ত রয়েছে। ভেতরে ও বাইরের উভয় ডিসপ্লেতেই অ্যামলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

টেকনো ভি ফ্লিপ ৫জি ফোনের রং ও দাম 
ভারতে ফোনটি মিস্টিক ডন (বেগুনি) ও আয়োনিক ব্ল্যাক (কালো)–এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটির ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি। 
 
টেকনো ভি ফ্লিপ ৫জি মডেলের স্পেসিফিকেশন 
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। 
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল 
নেটওয়ার্ক: ৫জি 
ওয়াইফাই: ৬ 
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ১ দশমিক ৩২ ইঞ্চি অ্যামলেড 
ভেতরের ডিসপ্লে ৬ দশমিক ৯ ইঞ্চি ফুল এইচডি + (২৪০০ x১০৮০ পিক্সেল) ভাজযোগ্য অ্যামলেড ডিসপ্লে
ব্রাইটনেস লেভেল: ১০০০ নিটস (ভেতরের ডিসপ্লে) 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ দশমিক ৫ 
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০ 
জিপিউ: আর্ম মালি–জি৭৭ 
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র‍্যাম 
ভার্চুয়াল র‍্যাম: ১৬ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ইউএফএস 
ব্লুটুথ: ৫.১ 
এনএফসি: আছে 
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত