ঝিনুকের খোলের মতো নকশায় তৈরি ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি বাজারে আনছে টেকনো। গত সপ্তাহে এক লঞ্চিং ইভেন্টে ফ্লোডিং (ভাঁজ করা) ফোনের দ্বিতীয় ভার্সনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফোনটি আকার হাতের মুঠোর সমান এবং ব্যাক প্যানেলটি প্রিমিয়াম মানের চামড়ায় তৈরি। ফোনটির বাইরের প্যানেলে গোলাকার অলয়েজ-অন ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মেসেজ ও নোটিফিকেশন দেখা যাবে এবং প্রধান ক্যামেরাও যুক্ত রয়েছে। ভেতরে ও বাইরের উভয় ডিসপ্লেতেই অ্যামলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
টেকনো ভি ফ্লিপ ৫জি ফোনের রং ও দাম
ভারতে ফোনটি মিস্টিক ডন (বেগুনি) ও আয়োনিক ব্ল্যাক (কালো)–এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি।
টেকনো ভি ফ্লিপ ৫জি মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ১ দশমিক ৩২ ইঞ্চি অ্যামলেড
ভেতরের ডিসপ্লে ৬ দশমিক ৯ ইঞ্চি ফুল এইচডি + (২৪০০ x১০৮০ পিক্সেল) ভাজযোগ্য অ্যামলেড ডিসপ্লে
ব্রাইটনেস লেভেল: ১০০০ নিটস (ভেতরের ডিসপ্লে)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ দশমিক ৫
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০
জিপিউ: আর্ম মালি–জি৭৭
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ভার্চুয়াল র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ইউএফএস
ব্লুটুথ: ৫.১
এনএফসি: আছে
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
ঝিনুকের খোলের মতো নকশায় তৈরি ফ্যান্টম ভি ফ্লিপ ৫জি বাজারে আনছে টেকনো। গত সপ্তাহে এক লঞ্চিং ইভেন্টে ফ্লোডিং (ভাঁজ করা) ফোনের দ্বিতীয় ভার্সনটির মোড়ক উন্মোচন করা হয় বলে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে।
ফোনটি আকার হাতের মুঠোর সমান এবং ব্যাক প্যানেলটি প্রিমিয়াম মানের চামড়ায় তৈরি। ফোনটির বাইরের প্যানেলে গোলাকার অলয়েজ-অন ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লেতে মেসেজ ও নোটিফিকেশন দেখা যাবে এবং প্রধান ক্যামেরাও যুক্ত রয়েছে। ভেতরে ও বাইরের উভয় ডিসপ্লেতেই অ্যামলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।
টেকনো ভি ফ্লিপ ৫জি ফোনের রং ও দাম
ভারতে ফোনটি মিস্টিক ডন (বেগুনি) ও আয়োনিক ব্ল্যাক (কালো)–এ দুটি রঙে পাওয়া যাচ্ছে।
ফোনটির ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম ৪৯ হাজার ৯৯৯ রুপি।
টেকনো ভি ফ্লিপ ৫জি মডেলের স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ডুয়েল ক্যামেরা, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ১৩ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
সেলফি ক্যামেরা: ৩২ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৬
ডিসপ্লে: বাইরের ডিসপ্লে ১ দশমিক ৩২ ইঞ্চি অ্যামলেড
ভেতরের ডিসপ্লে ৬ দশমিক ৯ ইঞ্চি ফুল এইচডি + (২৪০০ x১০৮০ পিক্সেল) ভাজযোগ্য অ্যামলেড ডিসপ্লে
ব্রাইটনেস লেভেল: ১০০০ নিটস (ভেতরের ডিসপ্লে)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ দশমিক ৫
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৮০৫০
জিপিউ: আর্ম মালি–জি৭৭
মেমোরি: ৮ জিবি এলপিডিডিআর৪ এক্স র্যাম
ভার্চুয়াল র্যাম: ১৬ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি ইউএফএস
ব্লুটুথ: ৫.১
এনএফসি: আছে
ব্যাটারি: ৪০০০ এমএএইচ
চার্জিং: ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে