গেমিং গ্যাজেট
ফিচার ডেস্ক
এক্স রক গেমিং চেয়ার
এই গেমিং চেয়ারের ডিজাইন আপনার গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গেমের পরিবেশের সঙ্গে চেয়ারটিও নড়াচড়া করবে। এ ছাড়া এর মধ্যে ইনবিল্ট স্পিকার রয়েছে। এটি গেমের অডিওকে বাস্তবের মতো শোনার অভিজ্ঞতা দেবে। এটি শুধু অডিও নয়, আপনার শরীরেও এটি বিশেষ অনুভূতি দেবে। এর দাম প্রায় ৩০ হাজার টাকা।
ইমোটিভ ইনসাইট হেডসেট
ধরুন, আপনি কোনো গ্যাজেটে দাবা খেলছেন। কিন্তু কোনো চাল দিতে আপনাকে আর হাত ব্যবহার করতে হচ্ছে না। যে ঘরে আপনি চাল দিতে চান, সেটি ভাবার সঙ্গে সঙ্গে চালটা হয়ে গেল। মানে মস্তিষ্কের নিয়ন্ত্রণ দিয়ে সেটি খেলতে পারছেন। মনে হবে এটি সায়েন্স ফিকশন সিনেমার বিষয়। কিন্তু বাস্তবেও এমন গ্যাজেট রয়েছে।
এই গ্যাজেটের নাম ইমোটিভ ইনসাইট হেডসেট। এতে ইলেকট্রো এনফালোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করা যায় বলে গেমাররা এই সিগন্যালগুলো ব্যবহার করতে পারেন। এটি কেনা যাবে প্রায় ৭০ হাজার টাকায়।
নিমোর্ড ভিআর গ্লাভস
ভিআর গ্যাজেট আসার পর এর জনপ্রিয়তা খুব দ্রুত বেড়েছে। এখন পর্যন্ত এই প্রযুক্তিতে ব্যাপক উন্নয়নও এসেছে। টেক প্রতিষ্ঠান নিমোর্ড গেমারদের জন্য নিয়ে এসেছে ভিআর গ্লাভস।
এতে বিশেষ ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে এ গ্লাভস পরে গেম খেলার সময় বিভিন্ন অবজেক্ট ধরে সেগুলোকে কাজে লাগানো যাবে। ফলে গেমাররা ভার্চুয়াল দুনিয়ায় বাস্তব অনুভূতি পাবেন। এর দাম ৫০ হাজার থেকে ৮ লাখ টাকা।
ভিআর জুতা
হেপটেক ব্র্যান্ডের ভিআর জুতা আপনাকে ভার্চুয়াল দুনিয়ায় হাঁটাতে সক্ষম। এই জুতায় থাকা সেন্সর গেমারের পদক্ষেপ শনাক্ত করে বাস্তব অভিজ্ঞতা দেয়। এই জুতা পরে ভার্চুয়াল কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব। এর বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
রেসিং হুইল
থার্স্টমাস্টার টি৩০০ মডেল প্রফেশনাল গ্রেড রেসিং হুইল রেসিং সিমুলেটর গেমগুলোর ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। এগুলোর মধ্যে রয়েছে রটার প্রযুক্তি। যারা মূলত বিভিন্ন রেসিং গেম খেলে, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহারে পর্দায় থাকা যেকোনো গাড়ি বা যানবাহন চালানোর বাস্তব অনুভূতি পাওয়া যাবে। এটির ক্রয় করা যাবে ৫০ হাজার টাকায়।
এই গ্যাজেটগুলো সাধারণ গেমিং অ্যাকসেসরিজের চেয়ে অনেকটাই আলাদা। এগুলো গেমিং অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যায়। তাদের সাহায্যে গেমাররা বাস্তবতার কাছাকাছি এবং আরও ইন্টারঅ্যাকটিভ গেমিং উপভোগ করতে পারে।
সূত্র: টেক রাডার
এক্স রক গেমিং চেয়ার
এই গেমিং চেয়ারের ডিজাইন আপনার গেমিং অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গেমের পরিবেশের সঙ্গে চেয়ারটিও নড়াচড়া করবে। এ ছাড়া এর মধ্যে ইনবিল্ট স্পিকার রয়েছে। এটি গেমের অডিওকে বাস্তবের মতো শোনার অভিজ্ঞতা দেবে। এটি শুধু অডিও নয়, আপনার শরীরেও এটি বিশেষ অনুভূতি দেবে। এর দাম প্রায় ৩০ হাজার টাকা।
ইমোটিভ ইনসাইট হেডসেট
ধরুন, আপনি কোনো গ্যাজেটে দাবা খেলছেন। কিন্তু কোনো চাল দিতে আপনাকে আর হাত ব্যবহার করতে হচ্ছে না। যে ঘরে আপনি চাল দিতে চান, সেটি ভাবার সঙ্গে সঙ্গে চালটা হয়ে গেল। মানে মস্তিষ্কের নিয়ন্ত্রণ দিয়ে সেটি খেলতে পারছেন। মনে হবে এটি সায়েন্স ফিকশন সিনেমার বিষয়। কিন্তু বাস্তবেও এমন গ্যাজেট রয়েছে।
এই গ্যাজেটের নাম ইমোটিভ ইনসাইট হেডসেট। এতে ইলেকট্রো এনফালোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করা যায় বলে গেমাররা এই সিগন্যালগুলো ব্যবহার করতে পারেন। এটি কেনা যাবে প্রায় ৭০ হাজার টাকায়।
নিমোর্ড ভিআর গ্লাভস
ভিআর গ্যাজেট আসার পর এর জনপ্রিয়তা খুব দ্রুত বেড়েছে। এখন পর্যন্ত এই প্রযুক্তিতে ব্যাপক উন্নয়নও এসেছে। টেক প্রতিষ্ঠান নিমোর্ড গেমারদের জন্য নিয়ে এসেছে ভিআর গ্লাভস।
এতে বিশেষ ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। ফলে এ গ্লাভস পরে গেম খেলার সময় বিভিন্ন অবজেক্ট ধরে সেগুলোকে কাজে লাগানো যাবে। ফলে গেমাররা ভার্চুয়াল দুনিয়ায় বাস্তব অনুভূতি পাবেন। এর দাম ৫০ হাজার থেকে ৮ লাখ টাকা।
ভিআর জুতা
হেপটেক ব্র্যান্ডের ভিআর জুতা আপনাকে ভার্চুয়াল দুনিয়ায় হাঁটাতে সক্ষম। এই জুতায় থাকা সেন্সর গেমারের পদক্ষেপ শনাক্ত করে বাস্তব অভিজ্ঞতা দেয়। এই জুতা পরে ভার্চুয়াল কোনো দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া সম্ভব। এর বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
রেসিং হুইল
থার্স্টমাস্টার টি৩০০ মডেল প্রফেশনাল গ্রেড রেসিং হুইল রেসিং সিমুলেটর গেমগুলোর ক্ষেত্রে অত্যন্ত জনপ্রিয়। এগুলোর মধ্যে রয়েছে রটার প্রযুক্তি। যারা মূলত বিভিন্ন রেসিং গেম খেলে, তাদের জন্য এটি তৈরি করা হয়েছে। এটি ব্যবহারে পর্দায় থাকা যেকোনো গাড়ি বা যানবাহন চালানোর বাস্তব অনুভূতি পাওয়া যাবে। এটির ক্রয় করা যাবে ৫০ হাজার টাকায়।
এই গ্যাজেটগুলো সাধারণ গেমিং অ্যাকসেসরিজের চেয়ে অনেকটাই আলাদা। এগুলো গেমিং অভিজ্ঞতাকে এক নতুন স্তরে নিয়ে যায়। তাদের সাহায্যে গেমাররা বাস্তবতার কাছাকাছি এবং আরও ইন্টারঅ্যাকটিভ গেমিং উপভোগ করতে পারে।
সূত্র: টেক রাডার
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে