আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
আগামী ২৩ নভেম্বর চীনের বাজারে নতুন সিরিজ রেনো ১১ নিয়ে আসার ঘোষণা দিয়েছে অপ্পো। এই সিরিজে অপ্পো রেনো ১১ ও অপ্পো রেনো ১১ প্রো- নামে দুটি ফোন থাকতে পারে। মডেলগুলো চারটি রঙে পাওয়া যাবে।
চীনের মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েবুর এক পোস্টের মতে, ২৩ নভেম্বর স্থানীয় সময় দুপুর ২টায় এক লঞ্চিং ইভেন্টে সিরিজটি উন্মোচন করা হবে।
অপ্পোর ওয়েবসাইটে ফোনটির ডিজাইন ও স্পেসিফিকেশন নিয়ে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে। ফোনটির এসএলআরের মত প্রোট্রেইট ছবি তুলতে পারবে। ফ্লোরাইট ব্লু, মুনস্টোন, টারকোয়েজ, ফিরোজা ও ওবসিডিয়ান ব্ল্যাক–এই চারটি রংয়ে ফোনগুলো পাওয়া যাবে। মডেলগুলোতে ত্রিপল ক্যামেরাও থাকবে বলে ওয়েবসাইটে প্রকাশিত ছবি থেকে জানা যায়।
ফোনগুলোতে কার্ভ–এজ অলেড স্ক্রিন থাকবে। রেনো ১০ সিরিজের মত ক্যামেরার জন্য স্ক্রিনে হোল–পাঞ্চ থাকবে এবং ডিসপ্লেতেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
দুটি মডেলেই অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৪ অপারেটিং সিস্টেম থাকবে।
অপ্পো রেনো ১১ প্রো এর সম্ভাব্য স্পেসিফিকেশন
অপ্পো রেনো ১১ প্রো ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ১ দশমিক ৫কে রেজল্যুশন ডিসপ্লে থাকবে। এতে চিপসেট হিসেবে স্ন্যাপড্রাগন ৮ জেন +জেন ১ ও এলপিডিডিআর ৫ এক্স র্যাম ব্যবহার করা হয়েছে। এই মডেলের পেছনে ত্রিপল ক্যামেরা থাকবে। প্রধান ক্যামেরায় সনি আইএমএক্স ৮৯০, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ এক্স অপটিক্যাল জুমসহ সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এতে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৮০ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
অপ্পো রেনো ১১ এর সম্ভাব্য স্পেসিফিকেশন
এই মডেলে কার্ভ ডিসপ্লে থাকবে। চিপসেট হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ থাকবে। প্রধান ক্যামেরায় সনির এলওয়াইটি ৬০০ সেন্সর, সনি আইএমএক্স ৩৫৫ আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং সনি আইএমএক্স ৭০৯ টেলিফোটো সেন্সর থাকতে পারে। এই মডেলে ৪,৭০০ এমএইচ ব্যাটারি ও ৬৭ ওয়াটের চার্জিং সার্পোট পাওয়া যেতে পারে।
তথ্যসূত্র: গ্যাজেট ৩৬০
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৭ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৭ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৭ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২০ ঘণ্টা আগে