অনলাইন ডেস্ক
বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি মডেল স্থান করে নিয়েছে। শীর্ষে আছে আইফোন ১৬, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।
দুই বছর পর আবারও অ্যাপলের স্ট্যান্ডার্ড বা ‘ভ্যানিলা’ সংস্করণটি প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স একত্রে কোম্পানির মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ধরে রেখেছে টানা তিনটি প্রান্তিকে। তবে, চীনে সরকার নির্ধারিত ৬০০০ ইউয়ানের (প্রায় ৭১ হাজার টাকা) নিচে দামের ডিভাইসের জন্য ভর্তুকি এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কারণে ওই বাজারে আইফোন ১৬ প্রো সিরিজের বিক্রি কিছুটা চাপের মুখে পড়ে।
এ ছাড়া, মার্চে উন্মোচিত আইফোন ১৬ই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আর আইফোন ১৬ প্লাস দশম স্থান দখল করেছে।
অ্যাপলের পর তালিকায় সবচেয়ে বেশি মডেল স্থান পেয়েছে স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় স্যামসাংয়ের কমসংখ্যক মডেল এই তালিকায় রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ আলট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত বছর একই সময়ে এস ২৪ আলট্রা ছিল পঞ্চম স্থানে। নতুন মডেলটির জন্য বাজারে বিক্রির সময়কাল কম থাকায় বিক্রিতে সামান্য পতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার পঞ্চম স্থানে আছে বাজেট বিভাগের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা গত বছর এ১৫ ফাইভজির অবস্থান থেকে এক ধাপ ওপরে এসেছে। ষষ্ঠ স্থানে আছে গ্যালাক্সি এ০৬, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। এই উন্নতির পেছনে নিম্ন বাজেটের ফোনের প্রতি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিকে বড় কারণ হিসেবে দেখছে কাউন্টার পয়েন্ট। এ ছাড়া, গ্যালাক্সি এ৫৫ ফাইভজি নবম স্থানে রয়েছে।
তালিকার ৮ নম্বরে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমির বাজেট ফোন রেডমি ১৪ সি, যা অ্যাপল ও স্যামসাং ব্যতীত একমাত্র ব্র্যান্ড হিসেবে সেরা দশে স্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য হারে হয়েছে।
কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে শীর্ষ ১০ স্মার্টফোন মডেলের সামগ্রিক বাজার অংশীদারত্ব স্থিতিশীল থাকবে। যদিও বৈশ্বিক মন্দা, শুল্ক নিয়ে উত্তেজনা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে, তবে শীর্ষ নির্মাতারা উচ্চমানের ফিচারযুক্ত ফোনে আরও মনোযোগ দেওয়ায় বাজার ধরে রাখার প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রির তালিকায় চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৫) শীর্ষস্থান দখল করেছে অ্যাপলের আইফোন ১৬। কাউন্টার পয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে সর্বাধিক বিক্রীত ১০টি স্মার্টফোনের তালিকায় অ্যাপলের পাঁচটি মডেল স্থান করে নিয়েছে। শীর্ষে আছে আইফোন ১৬, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আইফোন ১৬ প্রো ম্যাক্স ও আইফোন ১৬ প্রো।
দুই বছর পর আবারও অ্যাপলের স্ট্যান্ডার্ড বা ‘ভ্যানিলা’ সংস্করণটি প্রথম প্রান্তিকে বিক্রিতে শীর্ষে উঠে এসেছে। জাপান, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে এটির ব্যাপক চাহিদা লক্ষ্য করা গেছে।
অ্যাপলের প্রিমিয়াম মডেলগুলোর মধ্যে আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স একত্রে কোম্পানির মোট বিক্রির প্রায় ৫০ শতাংশই ধরে রেখেছে টানা তিনটি প্রান্তিকে। তবে, চীনে সরকার নির্ধারিত ৬০০০ ইউয়ানের (প্রায় ৭১ হাজার টাকা) নিচে দামের ডিভাইসের জন্য ভর্তুকি এবং হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের কারণে ওই বাজারে আইফোন ১৬ প্রো সিরিজের বিক্রি কিছুটা চাপের মুখে পড়ে।
এ ছাড়া, মার্চে উন্মোচিত আইফোন ১৬ই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। আর আইফোন ১৬ প্লাস দশম স্থান দখল করেছে।
অ্যাপলের পর তালিকায় সবচেয়ে বেশি মডেল স্থান পেয়েছে স্যামসাংয়ের। তবে গত বছরের তুলনায় স্যামসাংয়ের কমসংখ্যক মডেল এই তালিকায় রয়েছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এস ২৫ আলট্রা তালিকার সপ্তম স্থানে রয়েছে। গত বছর একই সময়ে এস ২৪ আলট্রা ছিল পঞ্চম স্থানে। নতুন মডেলটির জন্য বাজারে বিক্রির সময়কাল কম থাকায় বিক্রিতে সামান্য পতন ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার পঞ্চম স্থানে আছে বাজেট বিভাগের জনপ্রিয় মডেল গ্যালাক্সি এ১৬ ফাইভজি, যা গত বছর এ১৫ ফাইভজির অবস্থান থেকে এক ধাপ ওপরে এসেছে। ষষ্ঠ স্থানে আছে গ্যালাক্সি এ০৬, যা গত বছরের তুলনায় চার ধাপ উন্নতি করেছে। এই উন্নতির পেছনে নিম্ন বাজেটের ফোনের প্রতি বৈশ্বিক চাহিদা বৃদ্ধিকে বড় কারণ হিসেবে দেখছে কাউন্টার পয়েন্ট। এ ছাড়া, গ্যালাক্সি এ৫৫ ফাইভজি নবম স্থানে রয়েছে।
তালিকার ৮ নম্বরে রয়েছে চীনা প্রতিষ্ঠান শাওমির বাজেট ফোন রেডমি ১৪ সি, যা অ্যাপল ও স্যামসাং ব্যতীত একমাত্র ব্র্যান্ড হিসেবে সেরা দশে স্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো উদীয়মান বাজারে ডিভাইসটির বিক্রি উল্লেখযোগ্য হারে হয়েছে।
কাউন্টার পয়েন্টের বিশ্লেষণ অনুযায়ী, চলতি বছরে শীর্ষ ১০ স্মার্টফোন মডেলের সামগ্রিক বাজার অংশীদারত্ব স্থিতিশীল থাকবে। যদিও বৈশ্বিক মন্দা, শুল্ক নিয়ে উত্তেজনা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে, তবে শীর্ষ নির্মাতারা উচ্চমানের ফিচারযুক্ত ফোনে আরও মনোযোগ দেওয়ায় বাজার ধরে রাখার প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
প্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ‘ওয়ার্ল্ড মডেল’-এর নতুন সংস্করণ জিনি ৩ চালু করেছে গুগল ডিপমাইন্ড। মাত্র একটি প্রম্পটের মাধ্যমে এই মডেল বাস্তসম্মত ত্রিমাত্রিক (৩ ডি) জগৎ তৈরি করে, যেখানে মানুষ ও এআই একসঙ্গে চলাফেলা ও মিথস্ক্রিয়া করতে পারবে। ডিপমাইন্ড বলছে, এটি এমন এক প্রযুক্তি যা মানুষের মতো...
১৯ ঘণ্টা আগেব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রামে নতুন তিন ফিচার আনছে ইনস্টাগ্রাম। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপে নতুন কয়েকটি ফিচার যুক্ত করেছে মূল প্রতিষ্ঠান মেটা। এতে থাকছে ‘রিপোস্ট’ অপশন, লোকেশন শেয়ারের জন্য ইনস্টাগ্রাম ম্যাপ, এবং রিলসে নতুন ‘ফ্রেন্ডস’ ট্যাব।
২১ ঘণ্টা আগে