শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই। এটি গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে। একটি ওয়্যারলেস চার্জিং ডেটাবেজেও ফোনটি দেখা গেছে। অপরাপর গ্যালাক্সি এস২৩ মডেলের চেয়ে এই ফোনের চার্জিং ক্ষমতা ধীরগতির হবে বলে ধারণা করা হচ্ছে।
দুটি এসওসি ভ্যারিয়্যান্টসহ এই ফোন এর আগে গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। গিকবেঞ্চ হলো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের সক্ষমতা পরিমাপের মানদণ্ড।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অংশ হতে যাচ্ছে আসন্ন এই ফ্যান এডিশন। এর আগে এই সিরিজের অংশ হয়েছে বেস গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা।
গ্যালাক্সি এস২৩ এফই ফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামেও তুলে ধরা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ৪.৪ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাসম্পন্ন। তবে এই ইউএসবি টাইপসি কত ওয়াট সক্ষতার তা ওয়েবসাইটে উল্লেখ নেই। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তারসহ ৪৫ ওয়াট ও তারহীন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার।
এদিকে স্যামসাং ক্লাব নামে নেদারল্যান্ডের ওয়েবসাইট, কথিত গ্যালাক্সি এস২৩ এফই মডেলের লাইভ ইমেজ ফাঁস করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ২.৫ডি মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনের অংশ সমান এবং এতে বাঁ পাশের কোনায় উল্লম্বভাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্যামসাং দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট জাস্টিন হিউম সিউলে গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ঘোষণা শিগগরিই আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি বা স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসিসহ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারে। অন্যান্য অঞ্চলে ইনহাউস এক্সিনোস ২২০০ চিপসেটসহ ফোনটি মিলতে পারে।
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস ২৩
ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এক্সিনোস ভ্যারিয়েন্টে এক্সলিপ্স ৯২০ এমডি জিপইউ ব্যবহার করা হবে। ফোনটিতে ৮ জিবি এলডিডিআর র্যাম থাকবে। রোম হবে ২৫৬ জিবি ৩.১ ইউএফপিএস পর্যন্ত বাড়ানো যাবে।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
শিগগরি বাজারে আসছে স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই। এটি গ্যালাক্সি এস২১ এফই মডেলকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ফোনটির লাইভ ইমেজ ফাঁস হয়েছে। একটি ওয়্যারলেস চার্জিং ডেটাবেজেও ফোনটি দেখা গেছে। অপরাপর গ্যালাক্সি এস২৩ মডেলের চেয়ে এই ফোনের চার্জিং ক্ষমতা ধীরগতির হবে বলে ধারণা করা হচ্ছে।
দুটি এসওসি ভ্যারিয়্যান্টসহ এই ফোন এর আগে গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। গিকবেঞ্চ হলো কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট ও মোবাইল ফোনের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ও গ্রাফিক প্রসেসিং ইউনিটের সক্ষমতা পরিমাপের মানদণ্ড।
গ্যালাক্সি এস২৩ সিরিজের অংশ হতে যাচ্ছে আসন্ন এই ফ্যান এডিশন। এর আগে এই সিরিজের অংশ হয়েছে বেস গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস ও গ্যালাক্সি এস২৩ আল্ট্রা।
গ্যালাক্সি এস২৩ এফই ফোন ওয়্যারলেস পাওয়ার কনসোর্টিয়ামেও তুলে ধরা হয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, এটি ৪.৪ ওয়্যারলেস চার্জিং ক্ষমতাসম্পন্ন। তবে এই ইউএসবি টাইপসি কত ওয়াট সক্ষতার তা ওয়েবসাইটে উল্লেখ নেই। গ্যালাক্সি এস২৩ আল্ট্রা তারসহ ৪৫ ওয়াট ও তারহীন ১৫ ওয়াট ফাস্ট চার্জিং ক্ষমতার।
এদিকে স্যামসাং ক্লাব নামে নেদারল্যান্ডের ওয়েবসাইট, কথিত গ্যালাক্সি এস২৩ এফই মডেলের লাইভ ইমেজ ফাঁস করা হয়েছে। ছবি দেখে ধারণা করা হচ্ছে, ফোনটিতে ২.৫ডি মডেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনের অংশ সমান এবং এতে বাঁ পাশের কোনায় উল্লম্বভাবে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
স্যামসাং দক্ষিণ আফ্রিকার ভাইস প্রেসিডেন্ট জাস্টিন হিউম সিউলে গ্যালাক্সি উন্মোচন অনুষ্ঠানে বলেন, গ্যালাক্সি এস২৩ এফই মডেলের ঘোষণা শিগগরিই আসতে পারে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ এসওসি বা স্ন্যাপড্রাগন ৮ + জেন ১ এসওসিসহ এটি যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে আসতে পারে। অন্যান্য অঞ্চলে ইনহাউস এক্সিনোস ২২০০ চিপসেটসহ ফোনটি মিলতে পারে।
এক নজরে স্যামসাং গ্যালাক্সি এস ২৩
ফোনটিতে অক্টা–কোর প্রসেসর ও এন্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকবে। এক্সিনোস ভ্যারিয়েন্টে এক্সলিপ্স ৯২০ এমডি জিপইউ ব্যবহার করা হবে। ফোনটিতে ৮ জিবি এলডিডিআর র্যাম থাকবে। রোম হবে ২৫৬ জিবি ৩.১ ইউএফপিএস পর্যন্ত বাড়ানো যাবে।
পেছনের ক্যামেরায় ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর, ১০ মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরায় ১২ মেগাপিক্সেল সেন্সর থাকবে। ফোনটিতে ৪৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১০ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১ দিন আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে