বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৯ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে