বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
বিগত কয়েকবছর ধরে ফোনের বিভিন্ন ফিচারের পরিবর্তন হয়েছে। কিন্তু ডিসপ্লেতে সামনের ক্যামেরার তেমন পরিবর্তন হয়নি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টি৩–এর একটি প্রতিবেদন অনুযায়ী, গুগল তাদের পিক্সেল ফোনে আন্ডার–ডিসপ্লে (ডিসপ্লের নিচে) ক্যামেরা নিয়ে আসতে চাচ্ছে।
ফেস আইডির মাধ্যমে ডিভাইসের লক খোলার জন্য সামনের ক্যামেরা সবচেয়ে বেশি কার্যকরী। তবে এই ক্যামেরার নচ বা খাঁজের কারণে বেখাপ্পা লাগে। পিক্সেলের ফোনে এ ধরনের কোনো নচ থাকবে না। ডিসপ্লের নিচে থাকবে অদৃশ্য ক্যামেরা।
অবশ্য এই প্রযুক্তি নতুন নয়। স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৫–এ এ ধরনের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু গুগল বিষয়টি অন্যভাবে ভাবছে। তাদের ক্যামেরাটি হবে অনন্য।
এমন একটি প্রযুক্তির পেটেন্ট গুগল এরই মধ্যে নিয়েছে বলে ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে। পেটেন্ট থেকে জানা যায়, গুগল দুইটি ক্যামেরার জন্য ডিসপ্লের দুটি নির্দিষ্ট অঞ্চল ব্যবহার করবে। ডিসপ্লের ওপরের উপাদান আলোকে বাধা দেবে অথবা তির্যকভাবে ফেলবে যাতে নির্দিষ্ট সেন্সরে সঠিকভাবে ডেটা পৌঁছায়।
তাত্ত্বিকভাবে, বিভিন্ন ডেটার জন্য আলাদা সেন্সর থাকবে। আর প্রতিটি সেন্সরের ওপর থাকে প্রয়োজনীয় আলাদা উপাদান।
উদাহরণস্বরূপ, একটি সেন্সর সব ধরনের রঙ বুঝতে পারবে। আর অন্যটি মনোক্রোম (একবর্ণ) বা ছবির শার্পনেস বুঝতে পারবে। এই দুটি ছবি একত্রিত করে মেশিং লার্নিয়ের মাধ্যমে সম্পূর্ণ ছবি তৈরি করবে।
যদি এই তত্ত্ব কাজ করে, তাহলে ক্যামেরার নচ ও গর্ত ছাড়া ফোনগুলোর ডিসপ্লে হবে নজরকাড়া।
অবশ্য এই প্রযুক্তি গুগল পিক্সেল ৮–এ দেখা যাবে না। বর্তমানে প্রযুক্তিটি শুধু পেটেন্ট পর্যায়ে রয়েছে। কবে এই প্রযুক্তি বাজারে আসবে তা জানা যায়নি।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৭ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৯ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১ দিন আগে