আইফোনের নতুন সিরিজ সেপ্টেম্বর মাসে বাজারে ছাড়ার রেওয়াজ আছে। অ্যাপল আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর এটা বাজারে আসতে পারে বলে অ্যাপলের তথ্যদাতা একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রের বরাতে ‘নাইন টু ফাইভ ম্যাক’ এক প্রতিবেদনে দাবি করেছে, স্মার্টফোন নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ১৩ সেপ্টেম্বর কর্মীদের ‘ডে অফ’ না নিতে অনুরোধ করেছে অ্যাপল। আর অ্যাপল যেহেতু সেপ্টেম্বরে ফোন বাজারে ছাড়ে, তাই ওই দিন আইফোন ১৫ সিরিজ বাজারে ছাড়ার ঘোষণা আসতে পারে।
গত বছর ৭ সেপ্টেম্বর ‘ফার আউট’ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ বাজারে ছাড়ে অ্যাপল। ৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্সের অগ্রিম অর্ডার নেওয়া হয়। সে হিসেবে ১৫ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজের জন্য অগ্রিম অর্ডার নেওয়া শুরু হতে পারে।
আইফোন ১৫ সিরিজের মধ্যে আছে রয়েছে–আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। বছরজুড়েই এর ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
এই সিরিজে চিপসেট হিসেবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে এ১৬ বায়োনিক চিপ এবং আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে।
আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের মত এইবারের প্রতিটি মডেলেও ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে।
আরও খবর পড়ুন:
আইফোনের নতুন সিরিজ সেপ্টেম্বর মাসে বাজারে ছাড়ার রেওয়াজ আছে। অ্যাপল আইফোন ১৫ সিরিজের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হচ্ছে না বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ১৩ সেপ্টেম্বর এটা বাজারে আসতে পারে বলে অ্যাপলের তথ্যদাতা একটি ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে।
অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রের বরাতে ‘নাইন টু ফাইভ ম্যাক’ এক প্রতিবেদনে দাবি করেছে, স্মার্টফোন নিয়ে বড় ঘোষণা আসতে পারে বলে ১৩ সেপ্টেম্বর কর্মীদের ‘ডে অফ’ না নিতে অনুরোধ করেছে অ্যাপল। আর অ্যাপল যেহেতু সেপ্টেম্বরে ফোন বাজারে ছাড়ে, তাই ওই দিন আইফোন ১৫ সিরিজ বাজারে ছাড়ার ঘোষণা আসতে পারে।
গত বছর ৭ সেপ্টেম্বর ‘ফার আউট’ ইভেন্টে আইফোন ১৪ সিরিজ বাজারে ছাড়ে অ্যাপল। ৯ সেপ্টেম্বর থেকে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্সের অগ্রিম অর্ডার নেওয়া হয়। সে হিসেবে ১৫ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজের জন্য অগ্রিম অর্ডার নেওয়া শুরু হতে পারে।
আইফোন ১৫ সিরিজের মধ্যে আছে রয়েছে–আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। বছরজুড়েই এর ডিজাইন, স্পেসিফিকেশন ও দাম নিয়ে তথ্য ফাঁস হয়েছে।
এই সিরিজে চিপসেট হিসেবে আইফোন ১৫ ও আইফোন ১৫ প্লাসে এ১৬ বায়োনিক চিপ এবং আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্সে এ১৭ বায়োনিক চিপ ব্যবহার করা হবে।
আইফোন ১৫ মডেলের প্রতিটি ফোনে লাইটনিং ক্যাবলের জায়গায় ইউএসবি সি থাকতে পারে। আইফোন ১৪ সিরিজের মত এইবারের প্রতিটি মডেলেও ডায়নামিক আইল্যান্ড দেখা যাবে।
আরও খবর পড়ুন:
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৯ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে