পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১৮ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১৮ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১৮ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
২১ ঘণ্টা আগে