ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন সূত্র বলছে, চার বছর ধরে ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল। ডিভাইসগুলো নকশায় বারবার পরিবর্তন আনছে কোম্পানিটি। এখনো ফোল্ডেবল ডিভাইসের নকশা চূড়ান্ত হয়নি। ডিসপ্লে প্যানেল ও হিনজের (একধরনের কবজা, যা দুটি বস্তুকে সংযুক্ত করে) উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।
স্যামসাং থেকে ফোল্ডেবল ডিসপ্লে কিনতে পারে অ্যাপল
স্যামসাং ও এলজির ডিসপ্লে পেতে আলাপ-আলোচনা শুরু করেছে অ্যাপল। কোম্পানিটি ডিসপ্লের ভাঁজ নিয়ে উদ্বিগ্ন। ডিসপ্লের ভাঁজ যেন বেশি দৃশ্যমান না হয়, এ জন্য অ্যাপল চেষ্টা করছে।
আরও সাধারণ ডিজাইনে হিনজকে তৈরি করতে চাইছে অ্যাপল। তবে অ্যাপল বেশি কর্মক্ষম, সাশ্রয়ী এবং সহজে প্রস্তুতযোগ্য হিনজ ডিজাইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইপ্যাড তৈরির কারণ
ডিজিটাইম বলছে, দুটি কারণে ফোল্ডেবল আইফোনের পরিবর্তে ফোল্ডেবল আইপ্যাড তৈরি করবে অ্যাপল। প্রথম কারণ হলো–আইপ্যাডওস ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে বেশি কার্যকার। আইফোনের চেয়ে ট্যাবলেটের বাজার ছোট হওয়া এর দ্বিতীয় কারণ। তাই প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও তা কোম্পানির ওপর বেশি প্রভাব ফেলবে না। সহজেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে অ্যাপল।
ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইফোনও আসতে পারে
বিভিন্ন সূত্র বলেছে, ফোল্ডেবল আইপ্যাড সফল হলে অ্যাপল পরবর্তী সময়ে ফোল্ডেবল আইফোনও নিয়ে আসতে পারে। তবে ২০২৫ বা ২০২৬ সালের আগে ফোল্ডেবল আইফোন আসার সুযোগ কম। সুতরাং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ ফোল্ডিং ফোনের সঙ্গে এখনই প্রতিযোগিতায় নামছে না অ্যাপল।
অ্যাপল সব সময়ই চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়।
ফোল্ডেবল ডিভাইসের দুনিয়ায় নতুন চমক আনবে অ্যাপল। স্যামসাং, ওয়ানপ্লাস, অপ্পো ও মটোরোলার মতো ফ্লোডিং ফোন নয়, কোম্পানিটি আনবে ফ্লোডিং আইপ্যাড। ২০২৪ সালের শেষে বা ২০২৫ সালের শুরুতে ফোল্ডেবল আইপ্যাড বাজারে আসতে পারে। ডিজিটাইমসের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট স্যামমোবাইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বিভিন্ন সূত্র বলছে, চার বছর ধরে ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ করছে অ্যাপল। ডিভাইসগুলো নকশায় বারবার পরিবর্তন আনছে কোম্পানিটি। এখনো ফোল্ডেবল ডিভাইসের নকশা চূড়ান্ত হয়নি। ডিসপ্লে প্যানেল ও হিনজের (একধরনের কবজা, যা দুটি বস্তুকে সংযুক্ত করে) উন্নয়নে গুরুত্ব দিচ্ছে অ্যাপল।
স্যামসাং থেকে ফোল্ডেবল ডিসপ্লে কিনতে পারে অ্যাপল
স্যামসাং ও এলজির ডিসপ্লে পেতে আলাপ-আলোচনা শুরু করেছে অ্যাপল। কোম্পানিটি ডিসপ্লের ভাঁজ নিয়ে উদ্বিগ্ন। ডিসপ্লের ভাঁজ যেন বেশি দৃশ্যমান না হয়, এ জন্য অ্যাপল চেষ্টা করছে।
আরও সাধারণ ডিজাইনে হিনজকে তৈরি করতে চাইছে অ্যাপল। তবে অ্যাপল বেশি কর্মক্ষম, সাশ্রয়ী এবং সহজে প্রস্তুতযোগ্য হিনজ ডিজাইন করেছে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইপ্যাড তৈরির কারণ
ডিজিটাইম বলছে, দুটি কারণে ফোল্ডেবল আইফোনের পরিবর্তে ফোল্ডেবল আইপ্যাড তৈরি করবে অ্যাপল। প্রথম কারণ হলো–আইপ্যাডওস ফোল্ডেবল ডিভাইসের সঙ্গে বেশি কার্যকার। আইফোনের চেয়ে ট্যাবলেটের বাজার ছোট হওয়া এর দ্বিতীয় কারণ। তাই প্রথম ফোল্ডেবল ডিভাইস নিয়ে কোনো সমস্যা দেখা দিলেও তা কোম্পানির ওপর বেশি প্রভাব ফেলবে না। সহজেই ক্ষতি পুষিয়ে নিতে পারবে অ্যাপল।
ট্যাবলেট বাজারে শীর্ষে রয়েছে অ্যাপল। যদিও চলতি বছরে অ্যাপলের ট্যাবলেট বিক্রি ১৬ দশমিক ৮ শতাংশ কমেছে। কারণ বিশ্বে ট্যাবলেটের বাজার ছোট হয়ে আসছে। চলতি বছরে ট্যাবলেটের বাজারে বিক্রি ২৯ দশমিক ৯ শতাংশ কমেছে। তবে ফোল্ডেবল আইপ্যাডের মাধ্যমে অ্যাপল বিশ্বের ট্যাবলেটের বাজারকে চাঙা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।
ফোল্ডেবল আইফোনও আসতে পারে
বিভিন্ন সূত্র বলেছে, ফোল্ডেবল আইপ্যাড সফল হলে অ্যাপল পরবর্তী সময়ে ফোল্ডেবল আইফোনও নিয়ে আসতে পারে। তবে ২০২৫ বা ২০২৬ সালের আগে ফোল্ডেবল আইফোন আসার সুযোগ কম। সুতরাং স্যামসাংয়ের গ্যালাক্সি জি ফোল্ড ও গ্যালাক্সি জি ফ্লিপ ফোল্ডিং ফোনের সঙ্গে এখনই প্রতিযোগিতায় নামছে না অ্যাপল।
অ্যাপল সব সময়ই চমক দিয়ে নতুন ডিভাইস নিয়ে আসে। এ ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না বলে আশা করা যায়।
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
১ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে