আজকের পত্রিকা ডেস্ক
নতুন মডুলার ফোন নিয়ে আসছে ‘নাথিং’-এর সাবব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে।
এই নতুন ফোনের মূল আকর্ষণ হলো এর মডুলার অ্যাকসেসরিজ। এসব অ্যাকসেসরিজের মধ্যে থাকছে—স্ক্রু-অন কভার, ম্যাগনেটিক কিকস্ট্যান্ড ও কার্ড ওয়ালেট, উজ্জ্বল কমলা রঙের ল্যানিয়ার্ড ফিশআই ও ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই লেন্সগুলো সরাসরি ক্লিপের মতো লাগানো যায়।
ফোন ১-এর তুলনায় নতুন ফোনে কিছুটা পরিবর্তন এনেছে নাথিং। আগের ফোনটির ব্যবহারকারীরা যেখানে ব্যাকপ্লেট খুলে নতুন অংশ যুক্ত করতে পারতেন, এখানে সেটা আর সম্ভব নয়। এর পরিবর্তে আলাদাভাবে বিক্রি হওয়া কভারগুলো ফোনের পেছনের মূল অংশের ওপরে স্ক্রু দিয়ে লাগাতে হয় এবং সম্ভবত এভাবেই নতুন ফোনটিকে আরও পানি ও ধুলা প্রতিরোধী করা হয়েছে। এরপর নতুন অ্যাকসেসরিজগুলো সেই কভারের সঙ্গে যুক্ত হয়। কিকস্ট্যান্ডটি এর অন্তর্নিহিত চুম্বকের মাধ্যমে ফোনের পেছনে আটকে থাকে এবং লেন্সগুলো মূল ক্যামেরার চারপাশের একটি প্লাস্টিক রিংয়ে বসে যায়।
এবারের মডিউল অ্যাকসেসরিজের সবচেয়ে বড় নতুন সংযোজন হলো—এর দুটি লেন্স। জোড়া হিসেবে বিক্রি হওয়া লেন্স দুটি হলো—ফিশআই (আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স) এবং ম্যাক্রো। দুটি লেন্সই বিদ্যমান মূল ক্যামেরার ওপরে সহজভাবে বসানো যায়।
সাধারণত সস্তা ফোনে ম্যাক্রো ফটোগ্রাফি খুব একটা ভালো হয় না। কারণ, তা নিম্নমানের আলট্রা ওয়াইড ক্যামেরার ওপর নির্ভর করে। তবে এই ক্লিপ-অন ম্যাক্রো লেন্সটি ব্যবহার করে পাওয়া ফল অনেক বেশি উন্নত ও সন্তোষজনক।
এ ছাড়া নতুন ফোনে থাকছে এআইভিত্তিক ‘এসেনশিয়াল স্পেস’ যা দিয়ে ছবি, ভয়েস নোট ও রিমাইন্ডার সংরক্ষণ করা যাবে। এর জন্য ফোনে থাকছে নির্দিষ্ট একটি বোতাম।
দাম
সিএমএফ ফোন ২ প্রো ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১৯ পাউন্ড বা ২৪৯ ইউরো।
সিএমএফ ফোন ২ প্রো ফোনের ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৪৯ পাউন্ড বা ২৭৯ ইউরো।
অ্যাকসেসরিজ আলাদা বিক্রি হবে। এগুলোর দাম ২৫ পাউন্ড থেকে ৬৫ পাউন্ড পর্যন্ত হবে।
স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিস্কোপ ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি, ৪ জি, ৩ জি, ২জি
ওজন: ১৮৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো-সিম, ৪ এফএফ)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি, ফ্লেক্সিবল অ্যামোলেড, পান্ডা গ্লাস
রেজল্যুশন: ১০৮০ x ২৩৯২ (৩৮৭ পিপিআই)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (অ্যাডাপটিভ)
টাচ স্যাম্পলিং রেট: ১০০০ হার্টজ
আইপি রেটিং: আইপি ৫৪
ব্রাইটনেস : ৩০০০ নিটস
অপারেটিং সিস্টেম: নাথিং ওএস ৩.২ (অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক)
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো (৫ জি)
সিপিইউ: ৮ কোর, সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি এবং ২ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল
স্পিকার: আল্ট্রা ভলিউম স্পিকার এবং ২টি হাই-রেজল্যুশন মাইক্রোফোন
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাকসিলারোমিটার, কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, এক্স-অক্ষ লিনিয়ার ভাইব্রেটর
ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার–আওয়ার (এমএএইচ)
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়ার্ড চার্জিং
তথ্যসূত্র: নাথিং ও দ্য ভার্জ
নতুন মডুলার ফোন নিয়ে আসছে ‘নাথিং’-এর সাবব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ছয় বছরের নিরাপত্তা আপডেট পাবে।
এই নতুন ফোনের মূল আকর্ষণ হলো এর মডুলার অ্যাকসেসরিজ। এসব অ্যাকসেসরিজের মধ্যে থাকছে—স্ক্রু-অন কভার, ম্যাগনেটিক কিকস্ট্যান্ড ও কার্ড ওয়ালেট, উজ্জ্বল কমলা রঙের ল্যানিয়ার্ড ফিশআই ও ম্যাক্রো ক্যামেরা লেন্স। এই লেন্সগুলো সরাসরি ক্লিপের মতো লাগানো যায়।
ফোন ১-এর তুলনায় নতুন ফোনে কিছুটা পরিবর্তন এনেছে নাথিং। আগের ফোনটির ব্যবহারকারীরা যেখানে ব্যাকপ্লেট খুলে নতুন অংশ যুক্ত করতে পারতেন, এখানে সেটা আর সম্ভব নয়। এর পরিবর্তে আলাদাভাবে বিক্রি হওয়া কভারগুলো ফোনের পেছনের মূল অংশের ওপরে স্ক্রু দিয়ে লাগাতে হয় এবং সম্ভবত এভাবেই নতুন ফোনটিকে আরও পানি ও ধুলা প্রতিরোধী করা হয়েছে। এরপর নতুন অ্যাকসেসরিজগুলো সেই কভারের সঙ্গে যুক্ত হয়। কিকস্ট্যান্ডটি এর অন্তর্নিহিত চুম্বকের মাধ্যমে ফোনের পেছনে আটকে থাকে এবং লেন্সগুলো মূল ক্যামেরার চারপাশের একটি প্লাস্টিক রিংয়ে বসে যায়।
এবারের মডিউল অ্যাকসেসরিজের সবচেয়ে বড় নতুন সংযোজন হলো—এর দুটি লেন্স। জোড়া হিসেবে বিক্রি হওয়া লেন্স দুটি হলো—ফিশআই (আল্ট্রা ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স) এবং ম্যাক্রো। দুটি লেন্সই বিদ্যমান মূল ক্যামেরার ওপরে সহজভাবে বসানো যায়।
সাধারণত সস্তা ফোনে ম্যাক্রো ফটোগ্রাফি খুব একটা ভালো হয় না। কারণ, তা নিম্নমানের আলট্রা ওয়াইড ক্যামেরার ওপর নির্ভর করে। তবে এই ক্লিপ-অন ম্যাক্রো লেন্সটি ব্যবহার করে পাওয়া ফল অনেক বেশি উন্নত ও সন্তোষজনক।
এ ছাড়া নতুন ফোনে থাকছে এআইভিত্তিক ‘এসেনশিয়াল স্পেস’ যা দিয়ে ছবি, ভয়েস নোট ও রিমাইন্ডার সংরক্ষণ করা যাবে। এর জন্য ফোনে থাকছে নির্দিষ্ট একটি বোতাম।
দাম
সিএমএফ ফোন ২ প্রো ফোনের ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২১৯ পাউন্ড বা ২৪৯ ইউরো।
সিএমএফ ফোন ২ প্রো ফোনের ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম ২৪৯ পাউন্ড বা ২৭৯ ইউরো।
অ্যাকসেসরিজ আলাদা বিক্রি হবে। এগুলোর দাম ২৫ পাউন্ড থেকে ৬৫ পাউন্ড পর্যন্ত হবে।
স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল টেলিস্কোপ ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি, ৪ জি, ৩ জি, ২জি
ওজন: ১৮৫ গ্রাম
সিম: ডুয়েল সিম (ন্যানো-সিম, ৪ এফএফ)
ডিসপ্লে: ৬ দশমিক ৭৭ ইঞ্চি, ফ্লেক্সিবল অ্যামোলেড, পান্ডা গ্লাস
রেজল্যুশন: ১০৮০ x ২৩৯২ (৩৮৭ পিপিআই)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ (অ্যাডাপটিভ)
টাচ স্যাম্পলিং রেট: ১০০০ হার্টজ
আইপি রেটিং: আইপি ৫৪
ব্রাইটনেস : ৩০০০ নিটস
অপারেটিং সিস্টেম: নাথিং ওএস ৩.২ (অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক)
চিপসেট: মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০ প্রো (৫ জি)
সিপিইউ: ৮ কোর, সর্বোচ্চ ২.৫ গিগাহার্টজ
র্যাম: ৮ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি বা ২৫৬ জিবি এবং ২ টেরাবাইট পর্যন্ত এক্সপান্ডেবল
স্পিকার: আল্ট্রা ভলিউম স্পিকার এবং ২টি হাই-রেজল্যুশন মাইক্রোফোন
ব্লুটুথ: ব্লুটুথ ৫.৩
এনএফসি: আছে
ইউএসবি: ইউএসবি টাইপ-সি
ফিচার: আন্ডার-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অ্যাকসিলারোমিটার, কম্পাস, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, জাইরোস্কোপ, প্রক্সিমিটি সেন্সর, এক্স-অক্ষ লিনিয়ার ভাইব্রেটর
ব্যাটারি: ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার–আওয়ার (এমএএইচ)
চার্জিং: ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫ ওয়াট রিভার্স ওয়ার্ড চার্জিং
তথ্যসূত্র: নাথিং ও দ্য ভার্জ
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
২১ ঘণ্টা আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে